ETV Bharat / city

25 ফেব্রুয়ারি রাজ্যে ওয়েইসি, বাম-কংগ্রেসের সঙ্গে আলোচনার সম্ভাবনা

25 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি। এই সফরে তিনি বাম ও কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন বলে সূত্রের খবর ৷ একই সঙ্গে, মেটিয়াবুরুজে একটি জনসভাও করবেন তিনি ৷

west bengal assembly election 2021 asauddin owaisi will come to kolkata in 25th february
বঙ্গ ভোটের উত্তাপ বাড়াতে 25 ফেব্রুয়ারি রাজ্য সফরে আসাদুদ্দিন ওয়াইসি
author img

By

Published : Feb 20, 2021, 4:15 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি : বাংলার ভোটে উত্তাপ বাড়াতে ফের রাজ্যে আসছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি। জানুয়ারির শুরুতেই রাজ্যে এসে আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করেছিলেন ওয়েইসি । সেই সাক্ষাতের পর তিনি জানিয়ে দেন, পীরজাদা আব্বাসকে সামনে রেখে বিধানসভা নির্বাচনে লড়বে তাঁর দল। এদিকে, কিছুদিন আগেই ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি নতুন রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) গঠন করেছেন। আপাতত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাম-কংগ্রেস জোটের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় ব্যস্ত। অন্যদিকে মিম সূত্রে খবর, এবার কলকাতা সফরে এসে বাম এবং কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন আসাদউদ্দিন ওয়েইসি।

তবে রাজ্যে মিমের মুখপাত্র সৈয়দ ওয়াসিম ওয়াকার জানিয়েছেন, আগামী 25 ফেব্রুয়ারি কলকাতায় এসে কয়েকটি সভা, পদযাত্রায় অংশ নেবেন ওয়েইসি। মেটিয়াবুরুজে জনসভা করার কথা রয়েছে তাঁর। একইসঙ্গে ওইদিনই বাম-কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে পারেন । কিন্তু বাম-কংগ্রেসের কোন নেতার সঙ্গে তিনি আলোচনায় বসবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ।

এদিকে এবারের বিধানসভায় আব্বাস সিদ্দিকির দল আইএসএফ-কে কত আসনে লড়ার জন্য বাম-কংগ্রেস জোট ছেড়ে দেবে, তা নিয়েই চলছে দড়ি টানাটানি। এরই মাঝে মিমকে কতগুলি আসন ছাড়া হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে পাঁচটি আসন জয়ের পর মিম নেতৃত্ব ঘোষণা করেছে, বাংলায় বিধানসভা ভোটে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। কোনও সন্দেহ নেই রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত জেলা মালদা, মুর্শিদাবাদ সহ, যেখানে মুসলিম ভোট বেশি রয়েছে সেখানেই প্রার্থী দেবে মিম । এক্ষেত্রে তারা রাজ্যজুড়ে শাখা-প্রশাখা ছড়িয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে টক্কর দিতে চাইছে।

আরও পড়ুন : 'বাংলার মানুষ ওয়াইসির কথা শুনে ধর্মের ভিত্তিতে ভোট দেবে না'

যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, মিমকে নিয়ে ভাবিত নয় তাঁর দল তৃণমূল কংগ্রেস। তাঁর মতে, বিহার ভোটে এটা প্রমাণিত হয়ে গেছে, মিম হল ভোট কাটোয়া পার্টি। মূলত মুসলিম অধ্যুষিত এলাকায় ভোট কেটে তারা বিজেপিকে সুবিধা করে দিতে চায়। তৃণমূল মনে করে, মিমের এই চরিত্র বাংলার মানুষের কাছে স্পষ্ট। ফলে বাংলার ভোটে লড়লেও, বিশেষ কিছু সুবিধা করতে পারবেন না আসাদউদ্দিন ওয়েইসি।

কলকাতা, 20 ফেব্রুয়ারি : বাংলার ভোটে উত্তাপ বাড়াতে ফের রাজ্যে আসছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি। জানুয়ারির শুরুতেই রাজ্যে এসে আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করেছিলেন ওয়েইসি । সেই সাক্ষাতের পর তিনি জানিয়ে দেন, পীরজাদা আব্বাসকে সামনে রেখে বিধানসভা নির্বাচনে লড়বে তাঁর দল। এদিকে, কিছুদিন আগেই ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি নতুন রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) গঠন করেছেন। আপাতত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাম-কংগ্রেস জোটের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় ব্যস্ত। অন্যদিকে মিম সূত্রে খবর, এবার কলকাতা সফরে এসে বাম এবং কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন আসাদউদ্দিন ওয়েইসি।

তবে রাজ্যে মিমের মুখপাত্র সৈয়দ ওয়াসিম ওয়াকার জানিয়েছেন, আগামী 25 ফেব্রুয়ারি কলকাতায় এসে কয়েকটি সভা, পদযাত্রায় অংশ নেবেন ওয়েইসি। মেটিয়াবুরুজে জনসভা করার কথা রয়েছে তাঁর। একইসঙ্গে ওইদিনই বাম-কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে পারেন । কিন্তু বাম-কংগ্রেসের কোন নেতার সঙ্গে তিনি আলোচনায় বসবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ।

এদিকে এবারের বিধানসভায় আব্বাস সিদ্দিকির দল আইএসএফ-কে কত আসনে লড়ার জন্য বাম-কংগ্রেস জোট ছেড়ে দেবে, তা নিয়েই চলছে দড়ি টানাটানি। এরই মাঝে মিমকে কতগুলি আসন ছাড়া হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে পাঁচটি আসন জয়ের পর মিম নেতৃত্ব ঘোষণা করেছে, বাংলায় বিধানসভা ভোটে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। কোনও সন্দেহ নেই রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত জেলা মালদা, মুর্শিদাবাদ সহ, যেখানে মুসলিম ভোট বেশি রয়েছে সেখানেই প্রার্থী দেবে মিম । এক্ষেত্রে তারা রাজ্যজুড়ে শাখা-প্রশাখা ছড়িয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে টক্কর দিতে চাইছে।

আরও পড়ুন : 'বাংলার মানুষ ওয়াইসির কথা শুনে ধর্মের ভিত্তিতে ভোট দেবে না'

যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, মিমকে নিয়ে ভাবিত নয় তাঁর দল তৃণমূল কংগ্রেস। তাঁর মতে, বিহার ভোটে এটা প্রমাণিত হয়ে গেছে, মিম হল ভোট কাটোয়া পার্টি। মূলত মুসলিম অধ্যুষিত এলাকায় ভোট কেটে তারা বিজেপিকে সুবিধা করে দিতে চায়। তৃণমূল মনে করে, মিমের এই চরিত্র বাংলার মানুষের কাছে স্পষ্ট। ফলে বাংলার ভোটে লড়লেও, বিশেষ কিছু সুবিধা করতে পারবেন না আসাদউদ্দিন ওয়েইসি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.