কলকাতা, 18 ফেব্রুয়ারি: স্বরাজ নিয়ে মানুষের চেতনার উদ্রেক করেছে ভারত সেবাশ্রম সংঘ । এই সংস্থা ত্যাগের উত্কৃষ্ট দৃষ্টান্ত। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
আজ সকালে ভারত সেবাশ্রম সঙ্ঘে গিয়ে আরতি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । স্বামী প্রণবানন্দ মহারাজকে শ্রদ্ধা জানান তিনি । তাঁর সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । অমিত শাহকে বেশ কিছু উপহার দেওয়া হয় আশ্রমের তরফে । ভারত সেবাশ্রম সংঘে বক্তব্য রাখার পাশাপাশি সেখান থেকে বেরিয়েও সংস্থার কাজকে কুর্নিশ জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ''জাতি ধর্ম সবকিছুর উপর উঠে কাজ করে গিয়েছে ভারত সেবাশ্রম সংঘ। এদের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সন্ন্যাসী কেমন হয়, সেটা বুঝতে গেলে ভারত সেবাশ্রম সংঘের কাজ দেখতে হবে। আজ এখান থেকে যে চেতনা ও প্রেরণা নিয়ে যাচ্ছি, তা আগামী জীবনে আমায় অনুপ্রাণিত করবে।''
আরও পড়ুন: শহরে অমিত, দিনভর কখন কোথায় শাহি-শো...
বঙ্গ সফরে এসে বাংলায় টুইট করাটা এখন প্রায় রেওয়াজে পরিণত করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা । এ দিনও রামকৃষ্ণদেব ও চৈতন্যদেবকে নিয়ে বাংলায় টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । শ্রীচৈতন্য মহাপ্রভূ সম্পর্কে তিনি লিখেছেন, ''পরম পূজনীয় শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ঐশ্বরিক শক্তি ও অনন্য ভক্তিবাদের মাধ্যমে মানুষের সঙ্গে ধর্ম আর আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটিয়েছেন । শুধুমাত্র ভক্তিবাদের প্রচারই করেননি,সঙ্গে জাত-পাত,উচ্চ-নিচ ভেদাভেদের মনোভাব থেকেও দূরে থাকতে শিখিয়েছেন । তাঁর জন্মবার্ষিকীতে জানাই শত কোটি প্রণাম ।''
-
পরম পূজনীয় শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ঐশ্বরিক শক্তি ও অনন্য ভক্তিবাদের মাধ্যমে মানুষের সঙ্গে ধর্ম আর আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটিয়েছেন।শুধুমাত্র ভক্তিবাদের প্রচারই করেননি,সঙ্গে জাত-পাত,উচ্চ-নিচ ভেদাভেদের মনোভাব থেকেও দূরে থাকতে শিখিয়েছেন।তাঁর জন্মবার্ষিকীতে জানাই শত কোটি প্রণাম।
— Amit Shah (@AmitShah) February 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">পরম পূজনীয় শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ঐশ্বরিক শক্তি ও অনন্য ভক্তিবাদের মাধ্যমে মানুষের সঙ্গে ধর্ম আর আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটিয়েছেন।শুধুমাত্র ভক্তিবাদের প্রচারই করেননি,সঙ্গে জাত-পাত,উচ্চ-নিচ ভেদাভেদের মনোভাব থেকেও দূরে থাকতে শিখিয়েছেন।তাঁর জন্মবার্ষিকীতে জানাই শত কোটি প্রণাম।
— Amit Shah (@AmitShah) February 18, 2021পরম পূজনীয় শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ঐশ্বরিক শক্তি ও অনন্য ভক্তিবাদের মাধ্যমে মানুষের সঙ্গে ধর্ম আর আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটিয়েছেন।শুধুমাত্র ভক্তিবাদের প্রচারই করেননি,সঙ্গে জাত-পাত,উচ্চ-নিচ ভেদাভেদের মনোভাব থেকেও দূরে থাকতে শিখিয়েছেন।তাঁর জন্মবার্ষিকীতে জানাই শত কোটি প্রণাম।
— Amit Shah (@AmitShah) February 18, 2021
পাশাপাশি শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে টুইটে তিনি লেখেন, ''সমস্ত জগতকে ধর্ম আর আধ্যাত্মিকতায় প্রকাশিত করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের শিক্ষা আর বিচারধারা দিয়ে দেশকে একতার সূত্রে বেঁধেছেন । শ্রী শ্রী ঠাকুরের দেখানো পথ মানবতার জন্য অনুপ্রেরণার প্রদীপ, যার জ্যোতি অনন্তকাল ধরে মানব জীবনকে মার্গ দর্শন করে আসছে ।''
এক সপ্তাহ এই নিয়ে দ্বিতীয়বার বাংলায় নির্বাচনী উত্তাপ চড়াতে হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । গতকাল রাতেই তিনি এসে পৌঁছেছেন । তাঁকে স্বাগত জানান বঙ্গ বিজেপির নেতানেত্রীরা । দু দিনের সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । আজ সকালে নিউটাউনের একটি হোটেলে অমিত শাহ বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি । এরপর ভারত সেবাশ্রম সংঘের কর্মসুচি সেরে আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগরের পথে যাত্রা করেন তিনি । বেলা 12টা নাগাদ তিনি কপিল মুনির আশ্রমে পুজো দেবেন । অন্যান্য বারের মতোই থাকছে ''ভোজন রাজনীতিও'' । পাশাপাশি সাগরে কপিল মুনির আশ্রমেও যাবেন বিজেপির শীর্ষ নেতা । পৌনে তিনটে নাগাদ নামখানার শ্মশান কালীমন্দিরের পথে রোড শো করবেন অমিত ।
-
সমস্ত জগতকে ধর্ম আর আধ্যাত্মিকতায় প্রকাশিত করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব,যিনি নিজের শিক্ষা আর বিচারধারা দিয়ে দেশকে একতার সূত্রে বেঁধেছেন।
— Amit Shah (@AmitShah) February 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
শ্রী শ্রী ঠাকুরের দেখানো পথ মানবতার জন্য অনুপ্রেরণার প্রদীপ,যার জ্যোতি অনন্তকাল ধরে মানব জীবনকে মার্গ দর্শন করে আসছে।
">সমস্ত জগতকে ধর্ম আর আধ্যাত্মিকতায় প্রকাশিত করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব,যিনি নিজের শিক্ষা আর বিচারধারা দিয়ে দেশকে একতার সূত্রে বেঁধেছেন।
— Amit Shah (@AmitShah) February 18, 2021
শ্রী শ্রী ঠাকুরের দেখানো পথ মানবতার জন্য অনুপ্রেরণার প্রদীপ,যার জ্যোতি অনন্তকাল ধরে মানব জীবনকে মার্গ দর্শন করে আসছে।সমস্ত জগতকে ধর্ম আর আধ্যাত্মিকতায় প্রকাশিত করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব,যিনি নিজের শিক্ষা আর বিচারধারা দিয়ে দেশকে একতার সূত্রে বেঁধেছেন।
— Amit Shah (@AmitShah) February 18, 2021
শ্রী শ্রী ঠাকুরের দেখানো পথ মানবতার জন্য অনুপ্রেরণার প্রদীপ,যার জ্যোতি অনন্তকাল ধরে মানব জীবনকে মার্গ দর্শন করে আসছে।