ETV Bharat / city

15 ও 19 মার্চ ফের বাংলায় আসছেন অমিত শাহ

author img

By

Published : Mar 10, 2021, 10:19 AM IST

বিজেপির প্রচারে ঝড় তুলতে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আগামী 15 ও 19 মার্চ তাঁর বঙ্গ সফরের তারিখ নির্ধারিত হলেও, তিনি কোন কোন জেলায় যাবেন, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি ৷

west bengal assembly election 2021: Amit Shah is coming to the bengal on 15th and 19th march
15 ও 19 মার্চ ফের বাংলায় আসছেন অমিত শাহ

কলকাতা, 10 মার্চ: আবারও রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আগামী 15 ও 19 মার্চ রাজ্যে আসছেন তিনি । বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যে দু দিনই রাজনৈতিক জনসভা ও রোড-শো করবেন শাহ।

এ বার বিধানসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ বাংলা ৷ প্রচারে ঝড় তুলে সারা বাংলা জুড়ে পদ্ম ফোটাতে কোনও কসুর বাকি রাখছে না গেরুয়া শিবির ৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘনঘন বাংলা সফরে আসছেন ৷ সেই তালিকায় থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও ৷ মোদির ব্রিগেড জনসমাবেশের রেশ কাটতে না-কাটতেই ফের বাংলায় আসছেন বিজেপির চাণক্য হিসেবে পরিচিত শাহ ৷

অমিত শাহকে নির্বাচনী প্রচারে চেয়ে বিজেপির 40টি সাংগঠনিক জেলা থেকে রাজ্য নেতৃত্বের কাজে আবেদন জমা পড়েছে । কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষে এতগুলি সভা করা কঠিন । তবে সূত্রের খবর, রাজ্যজুড়ে 30টিরও বেশি জনসভা করার টার্গেট নিয়েছেন অমিত শাহ স্বয়ং ।

আরও পড়ুন: মোদির ব্রিগেড সভার জন্য পিছিয়ে যাচ্ছে অমিত শাহ-র সফর

বিজেপি সূত্রে খবর, দুই কলকাতা, দুই ২৪ পরগনা ও হাওড়া জেলার বিজেপির সংগঠন তৃণমূলের থেকে দুর্বল । তাই অমিত শাহ এই জেলাগুলির উপরই বিশেষ ভাবে নজর দিচ্ছেন ।

বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং বলেছেন, "অমিত শাহের দফতর থেকে 15 ও 19 মার্চ তাঁর রাজ্যে আসার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে । তবে তিনি কোন জেলায় যাবেন, কী কী কর্মসূচিতে অংশ নেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি ৷"

কলকাতা, 10 মার্চ: আবারও রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আগামী 15 ও 19 মার্চ রাজ্যে আসছেন তিনি । বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যে দু দিনই রাজনৈতিক জনসভা ও রোড-শো করবেন শাহ।

এ বার বিধানসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ বাংলা ৷ প্রচারে ঝড় তুলে সারা বাংলা জুড়ে পদ্ম ফোটাতে কোনও কসুর বাকি রাখছে না গেরুয়া শিবির ৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘনঘন বাংলা সফরে আসছেন ৷ সেই তালিকায় থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও ৷ মোদির ব্রিগেড জনসমাবেশের রেশ কাটতে না-কাটতেই ফের বাংলায় আসছেন বিজেপির চাণক্য হিসেবে পরিচিত শাহ ৷

অমিত শাহকে নির্বাচনী প্রচারে চেয়ে বিজেপির 40টি সাংগঠনিক জেলা থেকে রাজ্য নেতৃত্বের কাজে আবেদন জমা পড়েছে । কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষে এতগুলি সভা করা কঠিন । তবে সূত্রের খবর, রাজ্যজুড়ে 30টিরও বেশি জনসভা করার টার্গেট নিয়েছেন অমিত শাহ স্বয়ং ।

আরও পড়ুন: মোদির ব্রিগেড সভার জন্য পিছিয়ে যাচ্ছে অমিত শাহ-র সফর

বিজেপি সূত্রে খবর, দুই কলকাতা, দুই ২৪ পরগনা ও হাওড়া জেলার বিজেপির সংগঠন তৃণমূলের থেকে দুর্বল । তাই অমিত শাহ এই জেলাগুলির উপরই বিশেষ ভাবে নজর দিচ্ছেন ।

বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং বলেছেন, "অমিত শাহের দফতর থেকে 15 ও 19 মার্চ তাঁর রাজ্যে আসার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে । তবে তিনি কোন জেলায় যাবেন, কী কী কর্মসূচিতে অংশ নেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.