ETV Bharat / city

সৌগত-ঘনিষ্ঠ প্রবীর পাল-সহ 7 কাউন্সিলর আজ যাচ্ছেন বিজেপিতে - Saugat Roy

দলবদলের রাজনীতি অব্যাহত বাংলায় ৷ আজ ব্রাত্য বসু ও সৌগত রায়ের ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন তৃণমূলের কাউন্সিলর বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে খবর ৷ এর ফলে দক্ষিণ দমদম ও পানিহাটি পুরসভায় ভাঙন ধরতে চলেছে তৃণমূলে ৷

west bengal assembly election 2021: 7 tmc councilors including prabir pal to join bjp today
সৌগত-ঘনিষ্ঠ প্রবীর পাল-সহ 7 কাউন্সিলর আজ যাচ্ছেন বিজেপিতে
author img

By

Published : Mar 10, 2021, 11:39 AM IST

কলকাতা, 10 মার্চ: রাজ্যে অব্যাহত দলবদলের হাওয়া ৷ তৃণমূল থেকে বিজেপিতে যোগদান প্রায় রোজই লেগে রয়েছে ৷ সেই ধারাই এ বার দেখা যাচ্ছে দক্ষিণ দমদম ও পানিহাটিতে ৷ দক্ষিণ দমদম পুরসভার 7 জন তৃণমূল কাউন্সিলর আজই বিজেপিতে যোগদান করতে পারেন । দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর ও দমদম নাগেরবাজারের দাপুটে তৃণমূলে নেতা প্রবীর পাল (কেটি)-এর নেতৃত্বে 7 জন কাউন্সিলর আজই গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন বলে বিজেপি সুত্রে খবর ।

জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রবীর পাল বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়ের সঙ্গে কথা বলেছেন । কথা বলেছেন বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও । এরপরই প্রবীর পাল বিজেপিতে যোগদানের ইচ্ছেপ্রকাশ করেন । দমদম নাগের বাজারের দাপুটে তৃণমূল নেতা হিসাবেই পরিচিত প্রবীর । তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ প্রবীর পাল আজই গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন । শুধু ব্রাত্য বসু নন, তৃণমূল সাংসদ সৌগত রায়েরও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি ।

আরও পড়ুন: আপনার কেন্দ্রে ভোট কবে ? জানতে ক্লিক করুন ইন্টারঅ্যাক্টিভ ম্যাপে

অন্যদিকে, পানিহাটি পুরসভাতেও ফের ভাঙন তৃণমূলে । আজই বিজেপিতে যোগ দিচ্ছে পানিহাটি পুরসভার দুই কাউন্সিলর কৌশিক চট্টোপাধ্যায় ও বিউটি অধিকারী । দক্ষিণ শহরতলির বিজেপির জেলা সভাপতি কিশোর কর বলেছেন, "এই জেলায় 9টি বিধানসভার আসন আছে । সব কটি আসনেই বিজেপি জয়লাভ করবে । তাই বিজেপিতে যোগদান করতে চাইছে । তবে আমরা এখন সবাইকে দল নেব । কিন্তু বিজেপির নীতি-আর্দশ মেনেই সবাইকে কাজ করতে হবে ৷"

কলকাতা, 10 মার্চ: রাজ্যে অব্যাহত দলবদলের হাওয়া ৷ তৃণমূল থেকে বিজেপিতে যোগদান প্রায় রোজই লেগে রয়েছে ৷ সেই ধারাই এ বার দেখা যাচ্ছে দক্ষিণ দমদম ও পানিহাটিতে ৷ দক্ষিণ দমদম পুরসভার 7 জন তৃণমূল কাউন্সিলর আজই বিজেপিতে যোগদান করতে পারেন । দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর ও দমদম নাগেরবাজারের দাপুটে তৃণমূলে নেতা প্রবীর পাল (কেটি)-এর নেতৃত্বে 7 জন কাউন্সিলর আজই গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন বলে বিজেপি সুত্রে খবর ।

জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রবীর পাল বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়ের সঙ্গে কথা বলেছেন । কথা বলেছেন বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও । এরপরই প্রবীর পাল বিজেপিতে যোগদানের ইচ্ছেপ্রকাশ করেন । দমদম নাগের বাজারের দাপুটে তৃণমূল নেতা হিসাবেই পরিচিত প্রবীর । তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ প্রবীর পাল আজই গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন । শুধু ব্রাত্য বসু নন, তৃণমূল সাংসদ সৌগত রায়েরও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি ।

আরও পড়ুন: আপনার কেন্দ্রে ভোট কবে ? জানতে ক্লিক করুন ইন্টারঅ্যাক্টিভ ম্যাপে

অন্যদিকে, পানিহাটি পুরসভাতেও ফের ভাঙন তৃণমূলে । আজই বিজেপিতে যোগ দিচ্ছে পানিহাটি পুরসভার দুই কাউন্সিলর কৌশিক চট্টোপাধ্যায় ও বিউটি অধিকারী । দক্ষিণ শহরতলির বিজেপির জেলা সভাপতি কিশোর কর বলেছেন, "এই জেলায় 9টি বিধানসভার আসন আছে । সব কটি আসনেই বিজেপি জয়লাভ করবে । তাই বিজেপিতে যোগদান করতে চাইছে । তবে আমরা এখন সবাইকে দল নেব । কিন্তু বিজেপির নীতি-আর্দশ মেনেই সবাইকে কাজ করতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.