ETV Bharat / city

ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনে 12 সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

শুক্রবার কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের 12 সদস্যের নির্বাচনী কমিটির কথা জানান পার্থ চট্টোপাধ্যায় ।

12-head-election-committee-announced-by-tmc
12-head-election-committee-announced-by-tmc
author img

By

Published : Feb 26, 2021, 10:07 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি : ভোট নির্ঘণ্ট ঘোষণার দিনেই 12 সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল ৷ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

শুক্রবার কালীঘাটে ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের 12 সদস্যের নির্বাচনী কমিটির কথা জানান পার্থ চট্টোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই কমিটিতে রয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য মতো শীর্ষ নেতারা ।

আরও খবর: আট দফায় খেলা হবে, তবু হারিয়ে ভূত করে দেব: মমতা

এই বিষয়ে পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, ইতিমধ্যে দলের তরফে প্রার্থী মনোনয়নের কাজ শুরু হয়েছে ৷ জেলা কমিটিগুলির সঙ্গে আলোচনা করে নির্বাচনী কমিটি প্রার্থীদের চূড়ান্ত তালিকার অনুমোদন দেবে ৷ এরপর নাম ঘোষণা হবে ৷

তৃণমূল মহাসচিব আরও বলেন, একুশের লড়াইয়ে তৃণমূল সংঘবদ্ধ শক্তি হয়ে লড়বে ৷ নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে খুশি ৷ তৃণমূলের সরকারে ফেরা কেবল সময়ের অপেক্ষা ।

কলকাতা, 26 ফেব্রুয়ারি : ভোট নির্ঘণ্ট ঘোষণার দিনেই 12 সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল ৷ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

শুক্রবার কালীঘাটে ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের 12 সদস্যের নির্বাচনী কমিটির কথা জানান পার্থ চট্টোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই কমিটিতে রয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য মতো শীর্ষ নেতারা ।

আরও খবর: আট দফায় খেলা হবে, তবু হারিয়ে ভূত করে দেব: মমতা

এই বিষয়ে পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, ইতিমধ্যে দলের তরফে প্রার্থী মনোনয়নের কাজ শুরু হয়েছে ৷ জেলা কমিটিগুলির সঙ্গে আলোচনা করে নির্বাচনী কমিটি প্রার্থীদের চূড়ান্ত তালিকার অনুমোদন দেবে ৷ এরপর নাম ঘোষণা হবে ৷

তৃণমূল মহাসচিব আরও বলেন, একুশের লড়াইয়ে তৃণমূল সংঘবদ্ধ শক্তি হয়ে লড়বে ৷ নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে খুশি ৷ তৃণমূলের সরকারে ফেরা কেবল সময়ের অপেক্ষা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.