ETV Bharat / city

আগামী 48 ঘণ্টায় রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা - ওড়িশা উপকূল

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে আগামী 48 ঘণ্টায় রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷

weather
আলিপুর আবহাওয়া দপ্তর
author img

By

Published : Jul 6, 2020, 2:50 PM IST

কলকাতা, 6 জুলাই : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে আগামী 48 ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর ৷

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ । ক্রমশ সরে নিম্নচাপটি বর্তমানে ওড়িশার উত্তরদিকে অবস্থান করছে ৷ এছাড়াও মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওড়িশার নিম্নচাপ অঞ্চল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ৷ নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 48 ঘণ্টায় রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে ৷ ওড়িশার উপকূলবর্তী এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ৷

আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে । কলকাতা সহ রাজ্যের অন্য জেলাগুলিতে আগামী 48 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের কয়েকটি জেলাগুলিতেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা ও উত্তর দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দার্জিলিং ও কালিম্পংয়ে ।

আগামী বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও ।

কলকাতা, 6 জুলাই : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে আগামী 48 ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর ৷

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ । ক্রমশ সরে নিম্নচাপটি বর্তমানে ওড়িশার উত্তরদিকে অবস্থান করছে ৷ এছাড়াও মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওড়িশার নিম্নচাপ অঞ্চল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ৷ নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 48 ঘণ্টায় রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে ৷ ওড়িশার উপকূলবর্তী এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ৷

আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে । কলকাতা সহ রাজ্যের অন্য জেলাগুলিতে আগামী 48 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের কয়েকটি জেলাগুলিতেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা ও উত্তর দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দার্জিলিং ও কালিম্পংয়ে ।

আগামী বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.