ETV Bharat / city

বাংলায় প্রথম NRC চাই, মন্তব্য দিলীপের - BJP

রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগে CAA (নাগরিকত্ব সংশোধনী আইন, 2019) লাগু হোক ৷ উদ্বাস্তুরা নাগরিকত্ব পাওয়ার পর NRC কবে, কীভাবে হবে তা নিয়ে ভাবা যাবে ৷

we need NRC in Bengal first : Dilip Ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : Dec 27, 2019, 8:10 AM IST

Updated : Dec 27, 2019, 9:11 AM IST

কলকাতা, 27 ডিসেম্বর : জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বারবার জানিয়ে দিচ্ছেন তাঁর রাজ্যে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর হবে না । গতকালও প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন ৷ এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন বাংলাতে প্রথম NRC চাই ৷ যদিও তারপরই জানান, আগে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হোক তারপর এ বিষয়ে ভাবা যাবে ৷ সেইসঙ্গে তাঁর স্বীকারোক্তি, অসমে NRC করার ক্ষেত্রে দলের তরফে কিছু ভুলভ্রান্তি রয়েছে ৷

গতকাল BJP-র রাজ্য দপ্তরে দিলীপবাবু বলেন, "দেশে NRC চাই ৷ আমি তো বলেছি প্রথম পশ্চিমবাংলায় NRC চাই ৷ কবে হবে, কীভাবে হবে, সুপ্রিম কোর্ট করবে কি সরকার করবে সেটা সময় বলবে ৷ কিন্তু অসমে যে NRC হয়েছে তারসঙ্গে BJP-র কোনও যোগ নেই ৷ কোর্টের নির্দেশে অসমে NRC চালু হয়েছে ৷ কংগ্রেসের সরকার থাকাকালীন শুরু হয়েছিল ৷ এখন BJP সরকারে রয়েছে ৷ কোর্টের নির্দেশে তারা কাজ করেছে ৷ তাতে অনেক ভুলভ্রান্তি রয়েছে ৷ আমরাও মানি ৷ পার্টিও বলেছে ৷ সেটা ঠিক করার চেষ্টা চলছে ৷ সেখানে এক্সপেরিমেন্ট হচ্ছে ৷ ঠিকঠাক হোক ৷ ততদিনে CAA চালু হয়ে যাক ৷ উদ্বাস্তুরা নাগরিকত্ব পান ৷ তারপরে পরবর্তীকালে কী হবে সেটা ভাবা যাবে ৷ "

দেখুন ভিডিয়ো...

তৃণমূল নেত্রীকে আক্রমণ করে দিলীপবাবু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দেশের আইন, সংবিধান মানেন না । তেমন আমরাও এ রাজ্যের আইন মানব না । যেখানে মনে হয়, মিছিল করব । পুলিশের অনুমতি নেব না । চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে আটকান । রোজ মিছিল করে কলকাতার মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে তৃণমূল । মুখ্যমন্ত্রীর সঙ্গে মানুষ নেই । BJP-র সঙ্গে মানুষ আছে, দু'টি মিছিলেই তা প্রমাণিত । "

29 ডিসেম্বর হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ প্রসঙ্গে দিলীপবাবুর কটাক্ষ, "মমতা যাঁর শপথ গ্রহণে যান, তাঁর সরকার বেশি দিন চলে না । ফলে ঝাড়খণ্ডের সরকারের উপর ওঁর দৃষ্টি না পড়াই ভালো । ঝড়খণ্ডে ৪টি বাংলা অধ্যুষিত অঞ্চলে আমরা জিতেছি । মানুষ আমাদের সঙ্গে আছেন ।

কলকাতা, 27 ডিসেম্বর : জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বারবার জানিয়ে দিচ্ছেন তাঁর রাজ্যে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর হবে না । গতকালও প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন ৷ এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন বাংলাতে প্রথম NRC চাই ৷ যদিও তারপরই জানান, আগে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হোক তারপর এ বিষয়ে ভাবা যাবে ৷ সেইসঙ্গে তাঁর স্বীকারোক্তি, অসমে NRC করার ক্ষেত্রে দলের তরফে কিছু ভুলভ্রান্তি রয়েছে ৷

গতকাল BJP-র রাজ্য দপ্তরে দিলীপবাবু বলেন, "দেশে NRC চাই ৷ আমি তো বলেছি প্রথম পশ্চিমবাংলায় NRC চাই ৷ কবে হবে, কীভাবে হবে, সুপ্রিম কোর্ট করবে কি সরকার করবে সেটা সময় বলবে ৷ কিন্তু অসমে যে NRC হয়েছে তারসঙ্গে BJP-র কোনও যোগ নেই ৷ কোর্টের নির্দেশে অসমে NRC চালু হয়েছে ৷ কংগ্রেসের সরকার থাকাকালীন শুরু হয়েছিল ৷ এখন BJP সরকারে রয়েছে ৷ কোর্টের নির্দেশে তারা কাজ করেছে ৷ তাতে অনেক ভুলভ্রান্তি রয়েছে ৷ আমরাও মানি ৷ পার্টিও বলেছে ৷ সেটা ঠিক করার চেষ্টা চলছে ৷ সেখানে এক্সপেরিমেন্ট হচ্ছে ৷ ঠিকঠাক হোক ৷ ততদিনে CAA চালু হয়ে যাক ৷ উদ্বাস্তুরা নাগরিকত্ব পান ৷ তারপরে পরবর্তীকালে কী হবে সেটা ভাবা যাবে ৷ "

দেখুন ভিডিয়ো...

তৃণমূল নেত্রীকে আক্রমণ করে দিলীপবাবু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দেশের আইন, সংবিধান মানেন না । তেমন আমরাও এ রাজ্যের আইন মানব না । যেখানে মনে হয়, মিছিল করব । পুলিশের অনুমতি নেব না । চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে আটকান । রোজ মিছিল করে কলকাতার মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে তৃণমূল । মুখ্যমন্ত্রীর সঙ্গে মানুষ নেই । BJP-র সঙ্গে মানুষ আছে, দু'টি মিছিলেই তা প্রমাণিত । "

29 ডিসেম্বর হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ প্রসঙ্গে দিলীপবাবুর কটাক্ষ, "মমতা যাঁর শপথ গ্রহণে যান, তাঁর সরকার বেশি দিন চলে না । ফলে ঝাড়খণ্ডের সরকারের উপর ওঁর দৃষ্টি না পড়াই ভালো । ঝড়খণ্ডে ৪টি বাংলা অধ্যুষিত অঞ্চলে আমরা জিতেছি । মানুষ আমাদের সঙ্গে আছেন ।

Intro:
বাংলাতেও প্রথম এনআরসি চাই: দিলীপ ঘোষ




কলকাতাঃ ফের এনআরসির পক্ষে সওয়াল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, "সারা দেশেই এনআরসি দরকার। বাংলাতেও প্রথম এনআরসি চাই।" যদিও তিনি বলেন, এখন কিছুই চাইছি না। সিএএ লাগু হয়ে যাক তারপর ভাবা যাবে।




মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দেশের আইন, সংবিধান মানেন না। তেমন আমরাও এ রাজ্যের আইন মানবো না। যেখানে মনে হয় মিছিল করব। পুলিশের অনুমতি নেব না। চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে আটকাক। বললেন, দিলীপ ঘোষ।




রোজ মিছিল করে কলকাতার মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর সঙ্গে মানুষ নেই। বিজেপির সঙ্গে মানুষ আছে, দুটি মিছিলেই তা প্রমাণিত। বললেন দিলীপ ঘোষ।



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৯ ডিসেম্বর ঝাড়খণ্ড যাচ্ছেন। হেমন্ত সোরেন এর মুখ্যমন্ত্রী হিসাবে ঝাড়খন্ডে শপথগ্রহণ অনুষ্ঠানে। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, মমতা যার শপথে গ্রহনে যান তার সরকার বেশি দিন চলে না। ফলে ঝড়খন্ডের সরকার এর উপর ওনার দৃষ্টি না পড়াই ভালো। ঝড়খন্ডে ৪ টি বাংলা অধ্যুষিত অঞ্চলে আমরা জিতেছি।মানুষ আমাদের সঙ্গে আছেই।
Body:StoryConclusion:
Last Updated : Dec 27, 2019, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.