ETV Bharat / city

370 তুলে নেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা - We must restore peace: Mamata Banerjee

কাশ্মীরে কারফিউ বলবৎ থাকা এবং দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের প্রসঙ্গেও এ দিন মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ মমতার দাবি, "ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতি সন্ত্রাসবাদী নন । তাঁদের গ্রেপ্তার করা হয়েছে । অবিলম্বে ওঁদের ছেড়ে দেওয়া উচিত ৷ কাশ্মীর জুড়ে কারফিউ জারি করা হয়েছে ৷ দ্রুত সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি ঠিক করা দরকার ।"

ছবি
author img

By

Published : Aug 6, 2019, 2:40 PM IST

Updated : Aug 6, 2019, 3:29 PM IST

কলকাতা, 6 অগাস্ট: যে পদ্ধতিতে জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়া হয়েছে, গতকালই তার প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূলের সাংসদরা ৷ এ বার কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের কড়া সমালোচনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জম্মু-কাশ্মীরের নাগরিকদের নিজের ভাই-বোন সম্বোধন করে মমতার দাবি, "পুরো বিষয়টাই দেখেছি ৷ গণতান্ত্রিক পদ্ধতিতে কোনও কাজ করা হয়নি ৷"

আজ চেন্নাই যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে মুখ খোলেন মমতা ৷ তবে, বিলটির তৎপর্য নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি ৷ তাঁর কথায়, "বিলের মেরিট নিয়ে আমি কোনও কথা বলছি না । কিন্তু, যে ভাবে 370 তুলে দেওয়া হল তা ঠিক হয়নি । আমরা এই বিলের তুলে দেওয়ার পক্ষে নই । 370 তুলে দেওয়ার পক্ষে নেই ।" সংসদে তৃণমূল যে এই ধারা তুলে দেওয়ার পক্ষে ভোট করছে না, সে কথাও স্পষ্ট করেন মমতা । তাঁর কথায়, "আমরা যদি এর পক্ষে যাই তাহলে সংসদে সেটা রেকর্ড থেকে যাবে । সমস্ত রাজনৈতিক দলকে এক সঙ্গে নিয়ে সরকার এই কাজ করতে পারত । কিন্তু সরকার যে ভাবে তাড়াহুড়ো করে সব কিছু করে দিল আমরা সেই প্রক্রিয়ার বিরুদ্ধে ৷"

আরও পড়ুন: "কাশ্মীরের জন্য মরতেও পারি", লোকসভায় মন্তব্য অমিতের

আরও পড়ুন : থমথমে কাশ্মীরজুড়ে একটাই প্রশ্ন, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
পাশাপাশি, কাশ্মীরে কারফিউ বলবৎ থাকা এবং দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের প্রসঙ্গেও এ দিন মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ মমতার দাবি, "ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতি সন্ত্রাসবাদী নন । তাঁদের গ্রেপ্তার করা হয়েছে । অবিলম্বে ওঁদের ছেড়ে দেওয়া উচিত ৷ কাশ্মীর জুড়ে কারফিউ জারি করা হয়েছে ৷ দ্রুত সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি ঠিক করা দরকার ।" মমতা মনে করেন, উপত্যকার মানুষের সঙ্গে আলোচনা করে, তাদের মতামত নিয়ে সরকার পদক্ষেপ করলে অনেক ভালো কাজ হত ৷

কলকাতা, 6 অগাস্ট: যে পদ্ধতিতে জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়া হয়েছে, গতকালই তার প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূলের সাংসদরা ৷ এ বার কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের কড়া সমালোচনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জম্মু-কাশ্মীরের নাগরিকদের নিজের ভাই-বোন সম্বোধন করে মমতার দাবি, "পুরো বিষয়টাই দেখেছি ৷ গণতান্ত্রিক পদ্ধতিতে কোনও কাজ করা হয়নি ৷"

আজ চেন্নাই যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে মুখ খোলেন মমতা ৷ তবে, বিলটির তৎপর্য নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি ৷ তাঁর কথায়, "বিলের মেরিট নিয়ে আমি কোনও কথা বলছি না । কিন্তু, যে ভাবে 370 তুলে দেওয়া হল তা ঠিক হয়নি । আমরা এই বিলের তুলে দেওয়ার পক্ষে নই । 370 তুলে দেওয়ার পক্ষে নেই ।" সংসদে তৃণমূল যে এই ধারা তুলে দেওয়ার পক্ষে ভোট করছে না, সে কথাও স্পষ্ট করেন মমতা । তাঁর কথায়, "আমরা যদি এর পক্ষে যাই তাহলে সংসদে সেটা রেকর্ড থেকে যাবে । সমস্ত রাজনৈতিক দলকে এক সঙ্গে নিয়ে সরকার এই কাজ করতে পারত । কিন্তু সরকার যে ভাবে তাড়াহুড়ো করে সব কিছু করে দিল আমরা সেই প্রক্রিয়ার বিরুদ্ধে ৷"

আরও পড়ুন: "কাশ্মীরের জন্য মরতেও পারি", লোকসভায় মন্তব্য অমিতের

আরও পড়ুন : থমথমে কাশ্মীরজুড়ে একটাই প্রশ্ন, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
পাশাপাশি, কাশ্মীরে কারফিউ বলবৎ থাকা এবং দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের প্রসঙ্গেও এ দিন মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ মমতার দাবি, "ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতি সন্ত্রাসবাদী নন । তাঁদের গ্রেপ্তার করা হয়েছে । অবিলম্বে ওঁদের ছেড়ে দেওয়া উচিত ৷ কাশ্মীর জুড়ে কারফিউ জারি করা হয়েছে ৷ দ্রুত সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি ঠিক করা দরকার ।" মমতা মনে করেন, উপত্যকার মানুষের সঙ্গে আলোচনা করে, তাদের মতামত নিয়ে সরকার পদক্ষেপ করলে অনেক ভালো কাজ হত ৷
Intro:চেন্নাই যাবার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধারা 370 যে ভাবে উঠিয়ে দেওয়া হলো তার সমালোচনা করলেন। তিনি বললেন বিলের মেরিট নিয়ে আমি কোনো কথা বলছি না ।। কিন্তু যেভাবে 370 তুলে দেওয়া হলো তা ঠিক হয়নি। আমরা এই বিলের তুলে দেওয়ার পক্ষে নেই। 370 তুলে দেওয়ার পক্ষে নেই। আমরা সংসদে এই ধারা তুলে দেওয়ার পক্ষে ভোট করছি না। কারণ আমরা যদি এর পক্ষে যাই তাহলে সংসদে সেটা রেকর্ড থেকে যাবে। সমস্ত রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে সরকার এই কাজ করতে পার্ট। কিন্তু সরকার যেভাবে তাড়াহুড়ো করে সবকিছু করে দিল আমরা এই প্রক্রিয়ার বিরুদ্ধে।Body:কাশ্মিরে কারফিউ এর মত পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে। ওমর আব্দুল্লাহ এবং মেহেবুবা মুফতি সন্ত্রাসবাদি নয়। তাদের কোনো খোঁজ নেই। শুনলাম কালকে কাশ্মীর শ্রীনগর জুড়ে কাইফের মতো পরিস্থিতি ছিল। দ্রুত সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি ঠিক করা দরকার। কাশ্মীরের জনগণের সঙ্গে কথা বলে তাদের কনফিডেন্স নিয়ে সরকার এই কাজ করতে পারত সরকার।Conclusion:
Last Updated : Aug 6, 2019, 3:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.