ETV Bharat / city

"কিষেণজিকে মেরেছি, তুমি কে ?"; অর্জুনকে হুমকি দিয়েছিলেন পুলিশ কমিশনার ! - barrackpore mp arjun singh news

গতকাল শ্যামবাজার ধরনা মঞ্চ থেকে অর্জুন সিং 1 সেপ্টেম্বর কী ঘটেছিল জানান ৷ বলেন, "আমি ওঁকে(মনোজ ভার্মাকে) জিজ্ঞাসা করি, কেন আপনি একজন জনপ্রতিনিধিকে মারধর করছেন ? উনি একটা কথাই বলেন, "কিষেণজিকে মারতে সময় লাগেনি । তুমি কে ? তোমার মতো সাংসদ অনেক দেখেছি । বলেই আমার মাথায় মারেন । আমি লুটিয়ে পড়ি ।"

অর্জুন সিং
author img

By

Published : Sep 5, 2019, 1:32 AM IST

Updated : Sep 5, 2019, 11:24 AM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : তাঁকে খুনের পরিকল্পনাই হয়েছিল । স্পষ্ট জানালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । শ্যামবাজার মোড়ে BJP-র ধরনা কর্মসূচির মঞ্চ থেকে তিনি জানান, সেদিন ঠিক কী ঘটেছিল ।

রবিবার (1 সেপ্টেম্বর ) জগদ্দলে হামলা হয় অর্জুন সিংয়ের উপর । অর্জুনের দাবি, ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিজে তাঁর মাথায় আঘাত করেন । যদিও ADG জ্ঞানবন্ত সিং দাবি করেন, অর্জুনের মাথা ফাটার ঘটনায় পুলিশ কোনওভাবেই দায়ি নয় । কারণ, পুলিশি লাঠিচার্জে তাঁর মাথা ফাটেনি । দলীয় সমর্থকদের ইটের আঘাত বা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন তিনি ।

ADG-র দাবি অবশ্য নস্যাৎ করেছেন খোদ অর্জুন । গতকাল ধরনা কর্মসূচি থেকে ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, "আমাকে খুনের পরিকল্পনা হয়েছিল । দুপুর 2টোর সময় জগদ্দলের IC ফোন করেন । বলেন, সার্কাস মোড়ে একটা অবরোধ চলছে । আপনি তোলার চেষ্টা করুন । আমি ওখানে পৌঁছাতেই দেখি, স্থানীয় বিধায়ককে পুলিশ কমিশনার মনোজ ভার্মা মারধর করছেন । আমি ওঁকে জিজ্ঞাসা করি, কেন আপনি একজন জনপ্রতিনিধিকে মারধর করছেন ? উনি একটা কথাই বলেন, "কিষেণজিকে মারতে সময় লাগেনি । তুমি কে ? তোমার মতো সাংসদ অনেক দেখেছি । বলেই আমার মাথায় মারেন । আমি লুটিয়ে পড়ি ।" তড়িঘড়ি অর্জুনকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ।

কী বললেন অর্জুন সিং

গোটা ঘটনার CBI তদন্ত দাবি করেছেন সাংসদ । তাঁর কথায়, "রাজ্য পুলিশ তদন্ত করলে হবে না । আর সরকার CBI তদন্ত করতে দেবে না । তাই, আদালতের মাধ্যমে আমরা CBI তদন্ত দাবি করছি ।"

প্রসঙ্গত, শ্যামবাজার মোড়ে BJP-র ধরনা কর্মসূচি সন্দেশখালির ঘটনায় CBI তদন্তের দাবিতে । লোকসভা নির্বাচনের পর জুন মাসে সন্দেশখালিতে সংঘর্ষ হয় । মৃত্যু হয় দুই BJP কর্মীর । একজন এখনও নিখোঁজ । এই ঘটনায় CBI চেয়ে তিনদিনের ধরনা কর্মসূচি নেয় রাজ্য BJP । গতকাল ছিল এর শেষদিন ।

কলকাতা, 5 সেপ্টেম্বর : তাঁকে খুনের পরিকল্পনাই হয়েছিল । স্পষ্ট জানালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । শ্যামবাজার মোড়ে BJP-র ধরনা কর্মসূচির মঞ্চ থেকে তিনি জানান, সেদিন ঠিক কী ঘটেছিল ।

রবিবার (1 সেপ্টেম্বর ) জগদ্দলে হামলা হয় অর্জুন সিংয়ের উপর । অর্জুনের দাবি, ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিজে তাঁর মাথায় আঘাত করেন । যদিও ADG জ্ঞানবন্ত সিং দাবি করেন, অর্জুনের মাথা ফাটার ঘটনায় পুলিশ কোনওভাবেই দায়ি নয় । কারণ, পুলিশি লাঠিচার্জে তাঁর মাথা ফাটেনি । দলীয় সমর্থকদের ইটের আঘাত বা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন তিনি ।

ADG-র দাবি অবশ্য নস্যাৎ করেছেন খোদ অর্জুন । গতকাল ধরনা কর্মসূচি থেকে ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, "আমাকে খুনের পরিকল্পনা হয়েছিল । দুপুর 2টোর সময় জগদ্দলের IC ফোন করেন । বলেন, সার্কাস মোড়ে একটা অবরোধ চলছে । আপনি তোলার চেষ্টা করুন । আমি ওখানে পৌঁছাতেই দেখি, স্থানীয় বিধায়ককে পুলিশ কমিশনার মনোজ ভার্মা মারধর করছেন । আমি ওঁকে জিজ্ঞাসা করি, কেন আপনি একজন জনপ্রতিনিধিকে মারধর করছেন ? উনি একটা কথাই বলেন, "কিষেণজিকে মারতে সময় লাগেনি । তুমি কে ? তোমার মতো সাংসদ অনেক দেখেছি । বলেই আমার মাথায় মারেন । আমি লুটিয়ে পড়ি ।" তড়িঘড়ি অর্জুনকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ।

কী বললেন অর্জুন সিং

গোটা ঘটনার CBI তদন্ত দাবি করেছেন সাংসদ । তাঁর কথায়, "রাজ্য পুলিশ তদন্ত করলে হবে না । আর সরকার CBI তদন্ত করতে দেবে না । তাই, আদালতের মাধ্যমে আমরা CBI তদন্ত দাবি করছি ।"

প্রসঙ্গত, শ্যামবাজার মোড়ে BJP-র ধরনা কর্মসূচি সন্দেশখালির ঘটনায় CBI তদন্তের দাবিতে । লোকসভা নির্বাচনের পর জুন মাসে সন্দেশখালিতে সংঘর্ষ হয় । মৃত্যু হয় দুই BJP কর্মীর । একজন এখনও নিখোঁজ । এই ঘটনায় CBI চেয়ে তিনদিনের ধরনা কর্মসূচি নেয় রাজ্য BJP । গতকাল ছিল এর শেষদিন ।

Intro:05-09-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: " আমায় সেদিন মারার সময়ে মনোজ বর্মা বলেছিলেন, কিষেনজিকে মেরে দিয়েছি। তোমায় মারতে দু’মিনিট লাগবে না।” আজ শ্যামবাজার পাঁচমাথা মোড়ে সাংবাদিক বৈঠকে ব্যারাকপুর পুলিশ কমিশনার সম্পার্কে বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।




আজ শ্যামবাজার মোড়ে বিজেপির ধর্ণা কর্মসূচির শেষে মঞ্চে একটি সাংবাদিক বৈঠকে সেদিনের ঘটনার পূর্ণাঙ্গ বনার্ণা দেন অর্জুন সিং। তিনি বলেন, "যেদিন মারমুখি হয়ে মোনজ ভর্মা বন্ধুক নিয়ে তার দিকে ছুটে আসে। বন্ধুকের ঘায়ে মাথা ফাটার পর মোনজ ভর্মা বলেন কৃষাণ জী কে দুই মিনিটে শেষ করেছি। তোমাকে মারতে ১ মিনিট লাগবে"

মঞ্চে উপস্থিত সাংসদ অর্জুন সিং আর বলেন, আদালতের মাধ্যমে আমরা সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। সন্দেশখালির ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি তুলে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বিজেপির তিনদিনের অবস্থান কর্মসূচি বুধবার শেষ হল। 


এদিকে, ভাটপাড়ার ঘটনায় তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছিল বলে জগদ্দল থানায় এফআইআর দায়ের করেছেন অর্জুন সিং। এদিন অবস্থান মঞ্চে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি চৌধুরি, রীতেশ তিওয়ারি প্রমুখ বিজেপি নেতৃত্ব।Body:কপিConclusion:
Last Updated : Sep 5, 2019, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.