ETV Bharat / city

"আমরা মানুষের জন্য নরম", মুকুলকে নিয়ে জল্পনা উস্কে মন্তব্য পার্থর

মুকুল রায় নিয়ে কি সুর নরম করছে তৃণমূল ? কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলার চার্জশিটে মুকুল রায়ের নাম নেই ৷ অথচ BJP সাংসদ জগন্নাথ সরকারের নাম আছে ৷ এই ঘটনায় মুকুল রায় প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন," যে মানুষ মানুষের জন্য ভাবে তার জন্য নরম। আমরা মানুষের প্রতি নরম।"

partha chattopadhyay
পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Sep 17, 2020, 6:59 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : মুকুল রায়কে নিয়ে ফের জল্পনা উস্কে দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে দিলীপ ঘোষের "বিভাজনের রাজনীতির" অভিযোগকে খণ্ডন না করেই বিবৃতি দিলেন তিনি। মুকুল রায়ের প্রতি সুর নরম প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "যে মানুষ মানুষের জন্য ভাবে তাঁর প্রতি নরম। আমরা মানুষের জন্য নরম।" তাহলে নাম না করে মুকুল রায়কে কি মানুষ বললেন তৃণমূল মহাসচিব ? উঠছে প্রশ্ন। পার্থর এই মন্তব্যের পরই জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

সামনের বছরে বিধানসভা নির্বাচন ৷ এখন থেকেই দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ও BJP ভোট যুদ্ধের রণকৌশল তৈরিতে ব্যস্ত ৷ রাজ্য় BJP ইতিমধ্য়ে দলের সব পক্ষকে কাছে টানতে শতাধিক সদস্য়কে রাজ্য় কমিটিতে স্থান দিয়েছে ৷ তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে যাতে দলে মনোমালিন্য সৃষ্টি না হয় সেজন্য খুব কৌশল করেই নতুন কমিটির বিস্তার ঘটানো হয়েছে ৷ এই কমিটিতে BJP-তে যোগ দিয়েও এতদিন ব্রাত্য থাকা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্য়ায়ের পাশাপাশি মুকুল পুত্র শুভ্রাংশু রায়ও স্থান পেয়েছেন ৷ অন্যদিকে তৃণমূলও তাদের ব্লক স্তর থেকে কমিটির পুনর্বিন্যাসে জোর দিয়েছে ৷ তৃণমূলের একসময়ের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় BJP-র ভোট যুদ্ধের সেনাপতি ৷ এজন্য BJP-র শীর্ষ নেতৃত্বের অভিযোগ, দলের মধ্যে দিলীপ ঘোষ ও মুকুল রায়ের মধ্য়ে তৃণমূল কৌশলে বিভেদ তৈরির চেষ্টা করছে ৷


কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলার চার্জশিটে মুকুল রায়ের নাম না থাকার পর থেকে এনিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকারের নাম থাকলেও মুকুল রায়ের নাম না থাকায় BJP-র অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি বিভাজনের রাজনীতি খেলছে তৃণমূল কংগ্রেস ? নদিয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় চার্জশিটে জগন্নাথ সরকারের নাম নথিভুক্ত করে CID । সাপ্লিমেন্টারি চার্জশিটে জগন্নাথ সরকারের নাম রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয় । অথচ সত্যজিৎ বিশ্বাসের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে প্রথমদিকে মুকুল রায়ের নাম উঠে আসে ৷ যদিও CID-র চার্জশিটে বিধায়ক খুনের মামলায় এখনই অব্যাহতি পাচ্ছেন না BJP নেতা মুকুল রায়। তাঁর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে CID ।

মুকুল রায়ের প্রতি তৃণমূল সুর নরম করেছে বলে এর থেকেই ইঙ্গিত পাচ্ছেন BJP নেতারা। এ প্রসঙ্গে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "ভোট যত এগিয়ে আসছে আমাদের দলের মধ্যে বিভাজন এবং পরস্পরের প্রতি সন্দেহ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল। আমাদের মনোবল ভাঙার চেষ্টা করা হল তাদের কৌশল।" দিলীপ ঘোষের এই মন্তব্যের আজ পালটা প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মুকুল রায়ের প্রসঙ্গে সুর নরম করার প্রসঙ্গে তিনি বলেন, " যে মানুষ মানুষের জন্য ভাবে তার জন্য নরম। আমরা মানুষের প্রতি নরম। মুকুল তো ওদের আমন্ত্রিত নেতা। তাঁকে ( দিলীপ ঘোষ) জিজ্ঞাসা করছি তাঁর প্রতি নরম না গরম !" দিলীপের উদ্দেশে পার্থর কটাক্ষ, "ও ডাক্তার তো তাই বলতে পারবে নরম না গরম।"

কলকাতা, 17 সেপ্টেম্বর : মুকুল রায়কে নিয়ে ফের জল্পনা উস্কে দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে দিলীপ ঘোষের "বিভাজনের রাজনীতির" অভিযোগকে খণ্ডন না করেই বিবৃতি দিলেন তিনি। মুকুল রায়ের প্রতি সুর নরম প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "যে মানুষ মানুষের জন্য ভাবে তাঁর প্রতি নরম। আমরা মানুষের জন্য নরম।" তাহলে নাম না করে মুকুল রায়কে কি মানুষ বললেন তৃণমূল মহাসচিব ? উঠছে প্রশ্ন। পার্থর এই মন্তব্যের পরই জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

সামনের বছরে বিধানসভা নির্বাচন ৷ এখন থেকেই দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ও BJP ভোট যুদ্ধের রণকৌশল তৈরিতে ব্যস্ত ৷ রাজ্য় BJP ইতিমধ্য়ে দলের সব পক্ষকে কাছে টানতে শতাধিক সদস্য়কে রাজ্য় কমিটিতে স্থান দিয়েছে ৷ তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে যাতে দলে মনোমালিন্য সৃষ্টি না হয় সেজন্য খুব কৌশল করেই নতুন কমিটির বিস্তার ঘটানো হয়েছে ৷ এই কমিটিতে BJP-তে যোগ দিয়েও এতদিন ব্রাত্য থাকা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্য়ায়ের পাশাপাশি মুকুল পুত্র শুভ্রাংশু রায়ও স্থান পেয়েছেন ৷ অন্যদিকে তৃণমূলও তাদের ব্লক স্তর থেকে কমিটির পুনর্বিন্যাসে জোর দিয়েছে ৷ তৃণমূলের একসময়ের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় BJP-র ভোট যুদ্ধের সেনাপতি ৷ এজন্য BJP-র শীর্ষ নেতৃত্বের অভিযোগ, দলের মধ্যে দিলীপ ঘোষ ও মুকুল রায়ের মধ্য়ে তৃণমূল কৌশলে বিভেদ তৈরির চেষ্টা করছে ৷


কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলার চার্জশিটে মুকুল রায়ের নাম না থাকার পর থেকে এনিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকারের নাম থাকলেও মুকুল রায়ের নাম না থাকায় BJP-র অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি বিভাজনের রাজনীতি খেলছে তৃণমূল কংগ্রেস ? নদিয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় চার্জশিটে জগন্নাথ সরকারের নাম নথিভুক্ত করে CID । সাপ্লিমেন্টারি চার্জশিটে জগন্নাথ সরকারের নাম রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয় । অথচ সত্যজিৎ বিশ্বাসের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে প্রথমদিকে মুকুল রায়ের নাম উঠে আসে ৷ যদিও CID-র চার্জশিটে বিধায়ক খুনের মামলায় এখনই অব্যাহতি পাচ্ছেন না BJP নেতা মুকুল রায়। তাঁর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে CID ।

মুকুল রায়ের প্রতি তৃণমূল সুর নরম করেছে বলে এর থেকেই ইঙ্গিত পাচ্ছেন BJP নেতারা। এ প্রসঙ্গে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "ভোট যত এগিয়ে আসছে আমাদের দলের মধ্যে বিভাজন এবং পরস্পরের প্রতি সন্দেহ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল। আমাদের মনোবল ভাঙার চেষ্টা করা হল তাদের কৌশল।" দিলীপ ঘোষের এই মন্তব্যের আজ পালটা প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মুকুল রায়ের প্রসঙ্গে সুর নরম করার প্রসঙ্গে তিনি বলেন, " যে মানুষ মানুষের জন্য ভাবে তার জন্য নরম। আমরা মানুষের প্রতি নরম। মুকুল তো ওদের আমন্ত্রিত নেতা। তাঁকে ( দিলীপ ঘোষ) জিজ্ঞাসা করছি তাঁর প্রতি নরম না গরম !" দিলীপের উদ্দেশে পার্থর কটাক্ষ, "ও ডাক্তার তো তাই বলতে পারবে নরম না গরম।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.