ETV Bharat / city

WBJEE Result 2022: প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফল, ব়্যাংক পেয়েছে 98.5% - জয়েন্ট এন্ট্রান্স 2022 ফলাফল

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল (WBJEE Result 2022)। ব়্যাংক পেয়েছে 98.5 শতাংশ পরীক্ষার্থী ৷

WBJEE Result 2022: West Bengal joint entrance results released
প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল
author img

By

Published : Jun 17, 2022, 2:46 PM IST

Updated : Jun 17, 2022, 3:33 PM IST

কলকাতা, 17 জুন: প্রকাশিত হল এ বছরের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল (WBJEE Result 2022)। ব়্যাংক পেয়েছে 98.5 শতাংশ পরীক্ষার্থী ৷ সফল পরীক্ষার্থী 80,132 জন ৷ এদের মধ্যে ছাত্রী 73 শতাংশ ৷ ছাত্র 26.8 শতাংশ ৷ শতাংশের হিসেবে সবচেয়ে ভালো ফল করেছে উত্তর 24 পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও হুগলি ৷

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান অমলেন্দু সাহা । পরীক্ষার মাত্র দেড় মাসের মধ্যে প্রকাশিত হল ফলাফল (West Bengal joint entrance results released)। এ বার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ডের সফল পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ৷ এই বোর্ডের 52.2 শতাংশ পরীক্ষার্থী সফল হয়েছেন ৷ সফল পরীক্ষার্থীদের মধ্যে আইএসসি বোর্ডের থেকে রয়েছে 2.68 শতাংশ ও সিবিএসসি বোর্ডের থেকে রয়েছে 27.74 শতাংশ ৷

এ বার পরীক্ষা নেওয়া হয়েছিল 30 এপ্রিল । পরীক্ষা হয়েছিল অফলাইনে । পরীক্ষা নেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচারে । অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে কাউন্সেলিং-এর রেজিস্ট্রেশন শুরু করা যাবে বলে আশাপ্রকাশ করেন অমলেন্দু সাহা । সেপ্টেম্বরের শেষে কাউন্সেলিং শেষ হবে বলে জানা গিয়েছে ৷

আজ বিকেল 4টে থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে দেখতে পাবে ফলাফল এবং ব়্যাংক কার্ড ডাউনলোড করা যাবে । ব়্যাংক কার্ড পরীক্ষার্থীর নাম, বিভাগ, জন্ম তারিখ, আবেদনের নম্বর, ব়্যাংক, প্রাপ্ত নম্বর-সহ অন্যান্য তথ্য দেওয়া থাকবে । ফল জানা যাবে, www.wbjeeb.nic.in, www.wbjeeb.in -এই ওয়েবসাইটে ৷

আরও পড়ুন: WB HS Examination 2022 : মাঝে জয়েন্ট এন্ট্রান্স, বদলে গেল উচ্চমাধ্যমিকের চারটি পরীক্ষার দিন

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ 2 হাজার । মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 277 টি । মোট কেন্দ্রের মধ্যে এই রাজ্যে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 274টি । মোট 200 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছিল ।

কলকাতা, 17 জুন: প্রকাশিত হল এ বছরের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল (WBJEE Result 2022)। ব়্যাংক পেয়েছে 98.5 শতাংশ পরীক্ষার্থী ৷ সফল পরীক্ষার্থী 80,132 জন ৷ এদের মধ্যে ছাত্রী 73 শতাংশ ৷ ছাত্র 26.8 শতাংশ ৷ শতাংশের হিসেবে সবচেয়ে ভালো ফল করেছে উত্তর 24 পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও হুগলি ৷

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান অমলেন্দু সাহা । পরীক্ষার মাত্র দেড় মাসের মধ্যে প্রকাশিত হল ফলাফল (West Bengal joint entrance results released)। এ বার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ডের সফল পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ৷ এই বোর্ডের 52.2 শতাংশ পরীক্ষার্থী সফল হয়েছেন ৷ সফল পরীক্ষার্থীদের মধ্যে আইএসসি বোর্ডের থেকে রয়েছে 2.68 শতাংশ ও সিবিএসসি বোর্ডের থেকে রয়েছে 27.74 শতাংশ ৷

এ বার পরীক্ষা নেওয়া হয়েছিল 30 এপ্রিল । পরীক্ষা হয়েছিল অফলাইনে । পরীক্ষা নেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচারে । অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে কাউন্সেলিং-এর রেজিস্ট্রেশন শুরু করা যাবে বলে আশাপ্রকাশ করেন অমলেন্দু সাহা । সেপ্টেম্বরের শেষে কাউন্সেলিং শেষ হবে বলে জানা গিয়েছে ৷

আজ বিকেল 4টে থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে দেখতে পাবে ফলাফল এবং ব়্যাংক কার্ড ডাউনলোড করা যাবে । ব়্যাংক কার্ড পরীক্ষার্থীর নাম, বিভাগ, জন্ম তারিখ, আবেদনের নম্বর, ব়্যাংক, প্রাপ্ত নম্বর-সহ অন্যান্য তথ্য দেওয়া থাকবে । ফল জানা যাবে, www.wbjeeb.nic.in, www.wbjeeb.in -এই ওয়েবসাইটে ৷

আরও পড়ুন: WB HS Examination 2022 : মাঝে জয়েন্ট এন্ট্রান্স, বদলে গেল উচ্চমাধ্যমিকের চারটি পরীক্ষার দিন

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ 2 হাজার । মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 277 টি । মোট কেন্দ্রের মধ্যে এই রাজ্যে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 274টি । মোট 200 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছিল ।

Last Updated : Jun 17, 2022, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.