কলকাতা, 17 জুন: জয়েন্ট এন্ট্রান্সের ফলে বেনজির ঘটনা (WBJEE Result 2022 Merit list)৷ প্রথম হয়েছেন হিমাংশু শেখর ৷ দ্বিতীয়ও হয়েছেন হিমাংশু শেখর ৷ তবে প্রথম জন ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র ৷ আর দ্বিতীয় জন শিলিগুড়ি নির্মাণ বিদ্যা জ্যোতি হাইস্কুলের ছাত্র ৷ একই নামে দুজনের জয়েন্টে প্রথম ও দ্বিতীয় হওয়ার ঘটনা এই প্রথম (WBJEE Result 2022)৷
তৃতীয় স্থান অধিকার করেছে ফিউচার ফাউন্ডেশন স্কুলের সপ্তর্ষি মুখোপাধ্যায় ৷ চতুর্থ হয়েছে সাউথ পয়েন্টের জাহ্নবী সাউ ৷ মেধাতালিকায় পঞ্চম স্থানে রয়েছে কোচবিহার জেনকিংস স্কুলের ছাত্র কৌস্তভ চৌধুরী ৷
দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা...
প্রথম | হিমাংশু শেখর | ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুল |
দ্বিতীয় | হিমাংশু শেখর | শিলিগুড়ি নির্মাণ বিদ্যা জ্যোতি হাইস্কুল |
তৃতীয় | সপ্তর্ষি মুখোপাধ্যায় | ফিউচার ফাউন্ডেশন স্কুল |
চতুর্থ | জাহ্নবী সাউ | সাউথ পয়েন্ট |
পঞ্চম | কৌস্তভ চৌধুরী | কোচবিহার জেনকিংস স্কুল |
ষষ্ঠ | সৌম্যপ্রভ দে | কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুল |
সপ্তম | দেবরাজ কর্মকার | জামশেদপুর ডিবিএমএস কদমা হাইস্কুল |
অষ্টম | অগ্নিধ্র দে | সাউথ পয়েন্ট হাইস্কুল |
নবম | অয়ন অধিকারী | ক্যালকাটা বয়েজ স্কুল |
দশম | শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় | ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুল |
আরও পড়ুন: WBJEE Result 2022: প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, ব়্যাংক পেয়েছে 98.5%
জয়েন্টে এ বার ব়্যাংক পেয়েছে 98.5 শতাংশ পরীক্ষার্থী ৷ সফল পরীক্ষার্থী 80,132 জন ৷ এদের মধ্যে ছাত্রী 73 শতাংশ ৷ ছাত্র 26.8 শতাংশ ৷ শতাংশের হিসেবে ভালো করেছে উত্তর 24 পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও হুগলি ৷