কলকাতা, 6 অগস্ট : আজ প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষার (WBJEE 2021) ফলাফল । একটি বিজ্ঞপ্তি জারি করে আজ এমনটাই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড।
এই বছর রাজ্যে 92 হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল । সংক্রমণের জেরে পিছিয়ে যায় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা । শেষ পর্যন্ত গত 17 জুলাইয়ে হয় পরীক্ষা । পরীক্ষার 20 দিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ফলাফল ।
আরও পড়ুন: Corona- School : বঙ্গে পুজোর পরই স্কুল খোলার ভাবনার সিদ্ধান্তকে স্বাগত শিক্ষাবিদদের
বোর্ডের তরফে জানানো হয়েছে, শুক্রবার সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ফলাফল । বেলা সাড়ে 3টে থেকে বোর্ডের ওয়েবসাইট মারফৎ ফল (Rank Card 2021) জানতে পারবেন পরীক্ষার্থীরা । ফল জানতে লগ ইন করতে হবে বোর্ডের ওয়েবসাইটে । রইল সেই লিঙ্ক :https://wbjeeb.nic.in/