ETV Bharat / city

WBCHSE New Portal : উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কাজে গতি আনতে এবার সব অনলাইনে - উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কাজে গতি আনতে নয়া পোর্টাল সংসদের

উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কাজ নির্ভুল করতে এবং তাতে গতি আনতে নয়া একটি পোর্টালের সূচনা করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই মর্মে একটি নোটিফিকেশন প্রকাশ করেছে তারা (WBCHSE has launched their new portal) ৷

WBCHSE New Portal
উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কাজে গতি আনতে নয়া পোর্টাল সংসদের
author img

By

Published : May 27, 2022, 10:19 PM IST

কলকাতা, 27 মে : এবার উচ্চ মাধ্যমিকের সমস্ত কাজ হবে অনলাইনেই। উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কাজ নির্ভুল করতে এবং তাতে গতি আনতে নয়া একটি পোর্টালের সূচনা করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই মর্মে একটি নোটিফিকেশন প্রকাশ করেছে তারা (WBCHSE has launched their new portal) ৷ সবচেয়ে বড় কথা উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক স্তরের কাজ হাতে-কলমে না হয়ে এবার থেকে হবে অনলাইনেই ৷

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে তৈরি এই পোর্টাল শীঘ্রই তার পথ চলা শুরু করবে ৷ জানা গিয়েছে, পোর্টালটিকে পড়ুয়া এবং শিক্ষকদের জন্য আরও বেশি সহায়ক করে তুলতে রাজ্যের সকল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের মতামত সংগ্রহ করা হয়েছে ৷ যদিও মাধ্যমিকের ক্ষেত্রে কবে এই ব্যবস্থা চালু হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও ৷ পোর্টালটি চালু হলে এর মাধ্যমে পরীক্ষার রেজিস্ট্রেশন, ফর্ম ফিল-আপ-সহ পড়ুয়াদের বিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে যাবতীয় প্রশাসনিক কাজগুলি করা যাবে ৷

আরও পড়ুন : ভিক্টোরিয়ার কাছেই হবে মেট্রো স্টেশন, অবশেষে মিলল ছাড়পত্র

এই বিষয়ে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, "নিঃসন্দেহে এটি একটি ভাল পদক্ষেপ ৷ এর ফলে শিক্ষক এবং প্রধান শিক্ষকদের কাজের বোঝা অনেকটা লাঘব হবে। এই কাজগুলো করতে আমাদের বহুবার দফতরে যাতায়াত করতে হত। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় প্রান্তিক স্কুলের প্রধান শিক্ষকদের ৷ এবার অনলাইনে স্কুলে বসে সেগুলি করা যাবে ৷ একই সঙ্গে কাজগুলি অনেকটা নির্ভুলভাবেও হবে ৷ তবে মাধ্যমিক স্তরে যাতে এই ব্যবস্থা দ্রুত চালু করা যায় সেই আবেদনও রইল শিক্ষা দফতরের কাছে।"

কলকাতা, 27 মে : এবার উচ্চ মাধ্যমিকের সমস্ত কাজ হবে অনলাইনেই। উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কাজ নির্ভুল করতে এবং তাতে গতি আনতে নয়া একটি পোর্টালের সূচনা করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই মর্মে একটি নোটিফিকেশন প্রকাশ করেছে তারা (WBCHSE has launched their new portal) ৷ সবচেয়ে বড় কথা উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক স্তরের কাজ হাতে-কলমে না হয়ে এবার থেকে হবে অনলাইনেই ৷

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে তৈরি এই পোর্টাল শীঘ্রই তার পথ চলা শুরু করবে ৷ জানা গিয়েছে, পোর্টালটিকে পড়ুয়া এবং শিক্ষকদের জন্য আরও বেশি সহায়ক করে তুলতে রাজ্যের সকল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের মতামত সংগ্রহ করা হয়েছে ৷ যদিও মাধ্যমিকের ক্ষেত্রে কবে এই ব্যবস্থা চালু হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও ৷ পোর্টালটি চালু হলে এর মাধ্যমে পরীক্ষার রেজিস্ট্রেশন, ফর্ম ফিল-আপ-সহ পড়ুয়াদের বিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে যাবতীয় প্রশাসনিক কাজগুলি করা যাবে ৷

আরও পড়ুন : ভিক্টোরিয়ার কাছেই হবে মেট্রো স্টেশন, অবশেষে মিলল ছাড়পত্র

এই বিষয়ে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, "নিঃসন্দেহে এটি একটি ভাল পদক্ষেপ ৷ এর ফলে শিক্ষক এবং প্রধান শিক্ষকদের কাজের বোঝা অনেকটা লাঘব হবে। এই কাজগুলো করতে আমাদের বহুবার দফতরে যাতায়াত করতে হত। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় প্রান্তিক স্কুলের প্রধান শিক্ষকদের ৷ এবার অনলাইনে স্কুলে বসে সেগুলি করা যাবে ৷ একই সঙ্গে কাজগুলি অনেকটা নির্ভুলভাবেও হবে ৷ তবে মাধ্যমিক স্তরে যাতে এই ব্যবস্থা দ্রুত চালু করা যায় সেই আবেদনও রইল শিক্ষা দফতরের কাছে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.