ETV Bharat / city

WB HS Examination 2022 : মাঝে জয়েন্ট এন্ট্রান্স, বদলে গেল উচ্চমাধ্যমিকের চারটি পরীক্ষার দিন - West Bengal Council of Higher Secondary Education

বদলে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ৷ একইদিনে শুরু হলেও পরীক্ষা শেষ হবে 26 এপ্রিল ৷ মাঝে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পড়াতেই এই সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (Change in HS Schedule 2022) ৷

HS New Schedule
বদলে গেল উচ্চমাধ্যমিকের চারটি পরীক্ষার দিন
author img

By

Published : Mar 7, 2022, 5:41 PM IST

কলকাতা, 7 মার্চ : বদলে গেল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট । একই দিনে শুরু হলেও দেরিতে শেষ হবে পরীক্ষা ৷ উচ্চমাধ্যমিকের মাঝেই জয়েন্ট এন্ট্রান্স (মেন) পড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে নতুন সূচি ঘোষণা করা হল (WBCHSE announces change in HS Schedule 2022)।

2 এপ্রিলই শুরু হবে পরীক্ষা ৷ মাঝের 4টি পরীক্ষার দিন বদলে শেষ হবে 26 এপ্রিল ৷ নতুন সূচি অনুযায়ী, 13 এপ্রিলের পরীক্ষা হবে 15 এপ্রিল । 16 এপ্রিলের পরীক্ষা হবে 13 এপ্রিল । 18 এপ্রিলের পরীক্ষা হবে 20 এপ্রিল । 20 এপ্রিলের পরীক্ষা হবে 26 এপ্রিল ।

গত বছরের 1 নভেম্বর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল, 2022 সালের উচ্চমাধ্যমিক শুরু হবে 2 এপ্রিল থেকে । পরীক্ষা চলবে 20 এপ্রিল পর্যন্ত । তারমধ্যেই প্রকাশিত হয় জয়েন্ট এন্ট্রান্সের সূচিও । পরীক্ষা চলবে 16 থেকে 21 এপ্রিল পর্যন্ত । ফলে এই দু'টি পরীক্ষার সূচির মধ্যে সংঘাত দেখা দেয় ।

HS New Schedule
উচ্চমাধ্যমিকের নতুন সূচি

আরও পড়ুন : আগামী বছর উচ্চমাধ্যমিক হোম সেন্টারেই, জানাল সংসদ

তারপরেই পরীক্ষার্থীদের কথা ভেবে একেবারে শেষ লগ্নে এসে সংসদের পক্ষ থেকে নতুন সূচি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় । সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ অনেক আগেই প্রকাশ করা হয় । তবে জয়েন্টের সূচি নিয়ে আমাদের কিছু জানানো হয়নি । দুটি পরীক্ষার মধ্যে সংঘাতের কারণেই একেবারে শেষ সময় এসে আবার উচ্চমাধ্যমিকের কয়েকটি পরীক্ষার দিনে রদবদল করার সিদ্ধান্ত নেওয়া হল ।’’

কলকাতা, 7 মার্চ : বদলে গেল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট । একই দিনে শুরু হলেও দেরিতে শেষ হবে পরীক্ষা ৷ উচ্চমাধ্যমিকের মাঝেই জয়েন্ট এন্ট্রান্স (মেন) পড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে নতুন সূচি ঘোষণা করা হল (WBCHSE announces change in HS Schedule 2022)।

2 এপ্রিলই শুরু হবে পরীক্ষা ৷ মাঝের 4টি পরীক্ষার দিন বদলে শেষ হবে 26 এপ্রিল ৷ নতুন সূচি অনুযায়ী, 13 এপ্রিলের পরীক্ষা হবে 15 এপ্রিল । 16 এপ্রিলের পরীক্ষা হবে 13 এপ্রিল । 18 এপ্রিলের পরীক্ষা হবে 20 এপ্রিল । 20 এপ্রিলের পরীক্ষা হবে 26 এপ্রিল ।

গত বছরের 1 নভেম্বর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল, 2022 সালের উচ্চমাধ্যমিক শুরু হবে 2 এপ্রিল থেকে । পরীক্ষা চলবে 20 এপ্রিল পর্যন্ত । তারমধ্যেই প্রকাশিত হয় জয়েন্ট এন্ট্রান্সের সূচিও । পরীক্ষা চলবে 16 থেকে 21 এপ্রিল পর্যন্ত । ফলে এই দু'টি পরীক্ষার সূচির মধ্যে সংঘাত দেখা দেয় ।

HS New Schedule
উচ্চমাধ্যমিকের নতুন সূচি

আরও পড়ুন : আগামী বছর উচ্চমাধ্যমিক হোম সেন্টারেই, জানাল সংসদ

তারপরেই পরীক্ষার্থীদের কথা ভেবে একেবারে শেষ লগ্নে এসে সংসদের পক্ষ থেকে নতুন সূচি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় । সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ অনেক আগেই প্রকাশ করা হয় । তবে জয়েন্টের সূচি নিয়ে আমাদের কিছু জানানো হয়নি । দুটি পরীক্ষার মধ্যে সংঘাতের কারণেই একেবারে শেষ সময় এসে আবার উচ্চমাধ্যমিকের কয়েকটি পরীক্ষার দিনে রদবদল করার সিদ্ধান্ত নেওয়া হল ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.