কলকাতা, 20 ডিসেম্বর : কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বছর পঁচাশির বৃদ্ধ । বাড়িতে একাই থাকেন । একমাত্র মেয়ে বিদেশে থাকেন । বাড়িতে সর্বক্ষণ দেখাশোনার জন্য থাকতেন একজন আয়া । এছাড়া সকালে কয়েক ঘণ্টা থাকতেন একজন পরিচারক । কোরোনায় আক্রান্ত হওয়ার পর বৃদ্ধকে এক নার্সিংহোমে ভরতি করানো হয় । সেখান থেকে বাড়িও ফেরেন । কিন্তু বাড়ি থেকে ফেরার পরই বৃদ্ধের শরীরের বিভিন্ন জায়গায় কালশিটে । কেন কালশিটে ? নার্সিংহোমে কি তাঁকে মারধর করা হয়েছে ? অভিযোগ জানানো হয় রাজ্যের স্বাস্থ্য কমিশনে । মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট নার্সিংহোমকে জরিমানা করল কমিশন ।
85 বছর বয়সি এই বৃদ্ধ কলকাতার পাম অ্যাভিনিউতে থাকতেন । কলকাতার একটি নার্সিংহোমে 31 অক্টোবর তাঁকে ভরতি করানো হয়েছিল । কোরোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি নিউমোনিয়া সহ অন্য বিভিন্ন ধরনের সমস্যা ছিল তাঁর । এই জন্য তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। 16 নভেম্বর তাঁকে ওই নার্সিংহোম থেকে ছুটিও দেওয়া হয়েছিল । বাড়িতে ফেরার পরে রোগীর জামা খোলার সময় দেখা যায় তাঁর শরীরে কালশিটে পড়ে গিয়েছে । ঘটনার পর বাড়ি ফিরে আসেন বৃদ্ধের মেয়ে । ঘটনার পাঁচ দিন পরে বিদেশ থেকে কলকাতায় ফিরে 21 নভেম্বর বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন এই বৃদ্ধের মেয়ে। এর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য কমিশনেও অভিযোগ জানান তিনি। কমিশন জানিয়েছে, ওই নার্সিংহোমের বক্তব্য, এমন কোনও ঘটনা হয়নি। যদি হত, তা হলে এই রোগীকে যিনি ভরতি করিয়েছিলেন, তিনিই এই রোগীকে যখন ওই নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে গিয়েছিলেন, সেই সময় তিনি কোনও অভিযোগ জানাননি। এদিকে, এই কালশিটে পড়ে যাওয়ার জন্য পরে এই বৃদ্ধর চিকিৎসা করানো হয়। 6 ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।
কমিশন জানিয়েছে, কালশিটে পড়ে যাওয়ার ছবি দেখে মনে হয়েছে, রক্ত জমাট বেঁধে এমন হয়েছিল । কোরোনার জন্য এমন হচ্ছে । রক্ত দেওয়ার সময় বা, ইন্ট্রাভেনাস দেওয়ার সময় কোনও গাফিলতি থাকলেও এভাবে রক্ত জমাট বেঁধে যেতে পারে । গাফিলতি না হলেও এমন হতে পারে । ওই নার্সিংহোমের বক্তব্য, যখন এই রোগীকে ছুটি দেওয়া হয়েছিল তখন এমন কিছু ছিল না। কমিশন জানিয়েছে, এই ঘটনায় ওই নার্সিংহোমকে 25 হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর সঙ্গে সতর্ক করে কমিশন জানিয়েছে, আগামী দিনে কোনও রোগীকে যখন ছুটি দেওয়া হবে, ওই রোগীর কী চিকিৎসা হয়েছে এবং তার ফলাফল কী, এ সব শুধুমাত্র তখন রোগীর বাড়ির লোকদের বুঝিয়ে দিলে চলবে না, সেটা ডকুমেন্টেড করে রাখতে হবে।
আরও পড়ুন : কোরোনা রোগীর চিকিৎসা হলেও নার্সিংহোমে নেই কোনও তথ্য, 50 হাজার টাকা ফেরতের নির্দেশ
এই কমিশনে দায়ের হওয়া অন্য একটি অভিযোগে মল্লিকবাজারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের কথা বলা হয়েছে। কমিশন জানিয়েছে, বেসরকারি ওই হাসপাতালের বিরুদ্ধে বিল নিয়ে অভিযোগ জানানো হয়েছে। এক বৃদ্ধাকে ওই হাসপাতালে ভরতি করানো হয়েছিল। মাত্র 18 ঘণ্টা ওই হাসপাতালে ছিলেন এই রোগী, এর পরে ওই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। এই রোগীর পরিজনদের অভিযোগ, এত বেশি ইনজেকশন দিয়েছে ওই হাসপাতাল, তা কি এত কম সময়ে দেওয়া সম্ভব? কমিশন জানিয়েছে, ওই বেসরকারি হাসপাতাল জানিয়েছে, এ ক্ষেত্রে একটু ভুল হয়েছে। যিনি বিল করেছিলেন, তাঁর কিছু ভুলভ্রান্তি হয়েছে। বিল রিভাইজ়ড করে যথাযথ টাকা ফিরিয়ে দেওয়া হবে। কমিশন জানিয়েছে, বিল খুব একটা বেশি নয়। তবে, ইরেগুলারিটির বিষয়টা ছিল। পরিজনদের অভিযোগ, এই রোগীর মৃত্যুর পরে তাঁর মৃতদেহ ছাড়া হচ্ছিল না বিমা সংস্থা থেকে টাকা ক্লিয়ার হয়নি বলে। তখন বাধ্য হয়ে পুরো টাকা পেমেন্ট করে মৃতদেহ নিতে হয়। কমিশন জানিয়েছে, এই বিষয়ে ওই হাসপাতালকে সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে যেন এমন ঘটনা না হয়।
লেকটাউনে অবস্থিত বেসরকারি একটি নার্সিংহোমের বিরুদ্ধেও এই কমিশনে অভিযোগ জানানো হয়। কমিশন জানিয়েছে, ওই নার্সিংহোমের বিরুদ্ধে বিল নিয়ে অভিযোগ জানানো হয়েছে। 58 বছর বয়সি এক প্রবীণ ব্যক্তিকে ওই নার্সিংহোমে ভরতি করানো হয়েছিল। এই মামলায় ওই নার্সিংহোমকে 50 হাজার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।