কলকাতা, 5 সেপ্টেম্বর: বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে COVID-19 রোগীর চিকিৎসায় রোগী ও তাঁদের পরিবারকে বিশাল অঙ্কের বিল দেওয়ার অভিযোগ উঠছিল প্রথম থেকে । এতে রাশ টানতে এবার কড়া পদক্ষেপ করল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) । কমিশনের পদক্ষেপের ফলে, দু'লাখ 72 হাজার টাকা ছাড় পেল COVID-19'এ মৃত এক রোগীর পরিবার । পাশাপাশি দু'বছরের মধ্যে বকেয়া এক লাখ 20 হাজার টাকা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে কিস্তিতে জমা দিতে পারবেন রোগীর পরিবার । গতকাল কমিশনের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ।
COVID-19'এ আক্রান্ত এক রোগীর চিকিৎসা চলছিল EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি এক হাসপাতালে । হাসপাতালে মোট 14 দিন ছিলেন ওই রোগী । তাঁর পরিবার সূত্রে খবর, ভরতির সময় হাসপাতালে দু'লাখ 25 হাজার টাকা অগ্রিম জমা দেওয়া হয় । পরে ওই রোগীর মৃত্যু হয় । অভিযোগ, হাসপাতালের তরফে পরে চিকিৎসার খরচ হিসেবে আরও তিন লাখ 92 হাজার টাকা বিল করা হয় । অর্থাৎ, সব মিলিয়ে বিলের মোট অঙ্ক হয় ছ'লাখ 17 হাজার টাকা । এরপর মৃতের পরিবার অভিযোগ দায়ের করে রাজ্যের স্বাস্থ্য কমিশনে । তাঁদের অভিযোগ ছিল, ওষুধ কিনে দেওয়া সত্ত্বেও হাসপাতালে বিলের অঙ্ক বেড়ে গেছে । গতকাল এই মামলার শুনানি ছিল ।
কমিশন জানিয়েছে, বকেয়া তিন লাখ 92 হাজার টাকার মধ্যে এক লাখ 20 হাজার টাকা দেবে মৃতের পরিবার । বাকি দু'লাখ 72 হাজার টাকা দিতে হবে না । এদিকে মৃতের পরিবারের তরফে বকেয়া বিল জম করার জন্য কমিশনের কাছে সময় চাওয়া হয়েছে । তার পরিপ্রেক্ষিতে কমিশন জানায়, বকেয়া বিল প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আগামী দু'বছরের মধ্যে জমা দিতে পারবেন মৃতের পরিজনরা ।