ETV Bharat / city

70টির মধ্যে পাওয়া গিয়েছে মাত্র 4টি, বাকি অক্সিজেন প্ল্যান্ট চেয়ে মোদিকে চিঠি মমতার - বাংলার 70টি অক্সিজেন প্ল্যান্ট গড়তে চায় রাজ্য

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘রাজ্য সরকার তার নিজের তহবিল ও সংস্থা দিয়ে অতিরিক্ত অক্সিজেন কারখানা তৈরি করার পরিকল্পনা করেছে । যদিও সেই পরিকল্পনা দিল্লির কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে ।’’

wb-wants-to-build-70-oxygen-plants-cm-mamata-banerjee-writes-letter-to-pm-narendra-modi
wb-wants-to-build-70-oxygen-plants-cm-mamata-banerjee-writes-letter-to-pm-narendra-modi
author img

By

Published : May 14, 2021, 5:34 PM IST

Updated : May 14, 2021, 7:18 PM IST

কলকাতা, 14 মে : বাংলার হাসপাতালগুলিতে অক্সিজেন প্ল্যান্ট করতে চেয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী ৷ চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "রাজ্যে 70টি অক্সিজেন প্ল্যান্ট গড়তে চাওয়া হলেও কেন্দ্র মাত্র 4টি অক্সিজেন প্ল্যান্টের অনুমতি দিয়েছে ৷ বাকি প্ল্যান্টের অনুমতি কেন দেওয়া হল না, তাও স্পষ্ট করা হয়নি ৷"

সপ্তাহখানেক আগেই রাজ্যের অক্সিজেনের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল, বাংলায় মেডিকেল অক্সিজেনের চাহিদা বাড়ছে । প্রতিদিন 470 মেট্রিক টন অক্সিজেন লাগছে । আগামীতে তা বেড়ে 550 মেট্রিক টন হতে পারে । বাংলায় যে পরিমাণ অক্সিজেন উৎপাদিত হচ্ছে, তা থেকেই অন্য রাজ্যে পাঠানো হচ্ছে । রোজ বাংলায় 580 মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন, সেখানে মাত্র 308 মেট্রিক টন অক্সিজেন মিলছে ।

wb-wants-to-build-70-oxygen-plants-cm-mamata-banerjee-writes-letter-to-pm-narendra-modi
প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠি ৷

আরও পড়ুন: যাত্রীসংখ্যা কমছে, কলকাতা থেকে 40টি বিমানের উড়ান বাতিল

এদিনের চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমাদের বলা হয়েছিল আমরা 70টি অক্সিজেন প্ল্যান্ট পাব, এখন বলা হয়েছে প্রথম পর্য়ায়ে 4টি পাব । বাকি কারখানার বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি ।" মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ‘‘রাজ্য সরকার তার নিজের তহবিল ও সংস্থা দিয়ে অতিরিক্ত অক্সিজেন কারখানা তৈরি করার পরিকল্পনা করেছে । যদিও সেই পরিকল্পনা দিল্লির কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে ।’’

কলকাতা, 14 মে : বাংলার হাসপাতালগুলিতে অক্সিজেন প্ল্যান্ট করতে চেয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী ৷ চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "রাজ্যে 70টি অক্সিজেন প্ল্যান্ট গড়তে চাওয়া হলেও কেন্দ্র মাত্র 4টি অক্সিজেন প্ল্যান্টের অনুমতি দিয়েছে ৷ বাকি প্ল্যান্টের অনুমতি কেন দেওয়া হল না, তাও স্পষ্ট করা হয়নি ৷"

সপ্তাহখানেক আগেই রাজ্যের অক্সিজেনের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল, বাংলায় মেডিকেল অক্সিজেনের চাহিদা বাড়ছে । প্রতিদিন 470 মেট্রিক টন অক্সিজেন লাগছে । আগামীতে তা বেড়ে 550 মেট্রিক টন হতে পারে । বাংলায় যে পরিমাণ অক্সিজেন উৎপাদিত হচ্ছে, তা থেকেই অন্য রাজ্যে পাঠানো হচ্ছে । রোজ বাংলায় 580 মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন, সেখানে মাত্র 308 মেট্রিক টন অক্সিজেন মিলছে ।

wb-wants-to-build-70-oxygen-plants-cm-mamata-banerjee-writes-letter-to-pm-narendra-modi
প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠি ৷

আরও পড়ুন: যাত্রীসংখ্যা কমছে, কলকাতা থেকে 40টি বিমানের উড়ান বাতিল

এদিনের চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমাদের বলা হয়েছিল আমরা 70টি অক্সিজেন প্ল্যান্ট পাব, এখন বলা হয়েছে প্রথম পর্য়ায়ে 4টি পাব । বাকি কারখানার বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি ।" মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ‘‘রাজ্য সরকার তার নিজের তহবিল ও সংস্থা দিয়ে অতিরিক্ত অক্সিজেন কারখানা তৈরি করার পরিকল্পনা করেছে । যদিও সেই পরিকল্পনা দিল্লির কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে ।’’

Last Updated : May 14, 2021, 7:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.