ETV Bharat / city

WB Civic Poll 2022 : রাজ্যের বাকি 108 পৌরসভায় ভোট 27 ফেব্রুয়ারি, বিজ্ঞপ্তি জারি কমিশনের

তবে ভোট গণনা (date of counting votes) কবে হবে সেই তারিখ কমিশনের তরফে এদিন ঘোষণা করা হয়নি ৷

West Bengal Civic Poll 2022
রাজ্যের বাকি 108 পৌরসভায় ভোট 27 ফেব্রুয়ারি
author img

By

Published : Feb 3, 2022, 11:31 AM IST

Updated : Feb 3, 2022, 11:48 AM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি : রাজ্যের বাকি 108 পৌরসভায় বকেয়া নির্বাচনের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal Municipal Election 2022) ৷ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের বাকি 108টি পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে ৷

এদিন রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই দিন ঘোষণা করা হয়েছে । দীর্ঘ টানাপোড়েনের পর এদিন রাজ্যের বাকি 108টি পৌরসভার ভোটের বিজ্ঞপ্তি জারি হল । 27 ফেব্রুয়ারি সকাল 7 টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া । তবে ভোট গণনার দিন কমিশন এখনও ঘোষণা করেনি ৷ তবে 8 মার্চের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৷ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 9 ফেব্রুয়ারি ৷ মনোনয়ন স্ক্রুটিনি করান হবে 10 ফেব্রুয়ারি ৷ মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 12 ফেব্রুয়ারি ৷

আরও পড়ুন : ফের মেট্রো বিভ্রাট, লাইনে ফাটল ধরা পড়ায় আংশিক পরিষেবা বন্ধ

কলকাতা পৌরনিগমের ভোট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ৷ আগামী 12 ফেব্রুয়ারি শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগরে পৌরভোট হওয়ার কথা ৷ তবে হাওড়ার পৌরসভা নির্বাচন আপাতত হচ্ছে না ৷

কলকাতা, 3 ফেব্রুয়ারি : রাজ্যের বাকি 108 পৌরসভায় বকেয়া নির্বাচনের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal Municipal Election 2022) ৷ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের বাকি 108টি পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে ৷

এদিন রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই দিন ঘোষণা করা হয়েছে । দীর্ঘ টানাপোড়েনের পর এদিন রাজ্যের বাকি 108টি পৌরসভার ভোটের বিজ্ঞপ্তি জারি হল । 27 ফেব্রুয়ারি সকাল 7 টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া । তবে ভোট গণনার দিন কমিশন এখনও ঘোষণা করেনি ৷ তবে 8 মার্চের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৷ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 9 ফেব্রুয়ারি ৷ মনোনয়ন স্ক্রুটিনি করান হবে 10 ফেব্রুয়ারি ৷ মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 12 ফেব্রুয়ারি ৷

আরও পড়ুন : ফের মেট্রো বিভ্রাট, লাইনে ফাটল ধরা পড়ায় আংশিক পরিষেবা বন্ধ

কলকাতা পৌরনিগমের ভোট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ৷ আগামী 12 ফেব্রুয়ারি শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগরে পৌরভোট হওয়ার কথা ৷ তবে হাওড়ার পৌরসভা নির্বাচন আপাতত হচ্ছে না ৷

Last Updated : Feb 3, 2022, 11:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.