ETV Bharat / city

Javed Ahmed Khan: 'এটাই বাংলার ঐতিহ্য', ঈদের আগে জীবন্ত কালী বন্দনা করে জানালেন মন্ত্রী জাভেদ - WB Minister Javed Ahmed Khan

প্রবাহমান কালী-বিতর্ক ও বকরি ঈদ, দুইয়ের মাঝে কালী বন্দনা করে কোন বার্তা দিতে চাইলেন মন্ত্রী ? জাভেদ খানের স্পষ্ট জবাব, 'এটা বাংলা । এটাই বাংলার ঐতিহ্য । ভুললে চলবে না (WB Minister Javed Ahmed Khan worships Goddess Kali) ।'

Khunti Pujo
সাউথ ট্যাংরা শীতলা যুবক সংঘের খুঁটিপুজো
author img

By

Published : Jul 9, 2022, 9:49 PM IST

কলকাতা, 09 জুলাই: রথের রশিতে টান পড়তেই উমার আবাহনের সূচনা শুরু হয় কলকাতা জুড়ে । শনিবারও কলকাতার একাধিক জায়গায় খুঁটিপুজো হয়েছে । তারমধ্যেই রবিবার রয়েছে কুরবানীর ঈদ । ফলে এদিন অনেক জায়গাতেই সম্প্রীতির ছবি ধরা পড়েছে, দেখা গিয়েছে দুই ধর্মের সহাবস্থানও । যেমন সাউথ ট্যাংরা শীতলা যুবক সংঘের খুঁটিপুজো । যে পুজোর অন্যতম উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী জাভেদ খান । দেশে চলছে কালী-বিতর্কও । তারমধ্যেই জীবন্ত কালীর বন্দনা করে মন্ত্রী বলেন, "এটাই বাংলার ঐতিহ্য । এটাই বাংলার সংস্কৃতি, পরম্পরা । ভুললে চলবে না (WB Minister Javed Ahmed Khan worships Goddess Kali) ।"

পুরোহিত ও অন্যান্যদের সঙ্গে হাতে-হাত রেখে খুঁটিপুজো করেন জাভেদ খান । শুধু মন্ত্রী নন, তাঁর সঙ্গে ছিলেন এলাকার সংখ্যালঘু মুখেরাও । প্রবাহমান কালী-বিতর্ক ও ঈদ, দুইয়ের মাঝে কালী বন্দনা করে কোনও বার্তা দিতে চাইলেন মন্ত্রী ? জাভেদ খানের স্পষ্ট জবাব, 'এটা বাংলা । এটাই বাংলার ঐতিহ্য । এটা সবসময় বজায় থাকবে ।'

Khunti Pujo
সাউথ ট্যাংরা শীতলা যুবক সংঘের খুঁটিপুজো

খুঁটিপুজোয় প্রধান পুরোহিত হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর জয়ন্ত কুশারী । তাঁর বক্তব্য, 'মানুষের মধ্যেই মায়ের অবস্থান । তাই, এই উদ্যোগের সাফল্য কামনা করি ।' আর কালীরূপী কৃষ্ণ বৈরাগীর বক্তব্যও অনেকটা একই । তিনি বলেন, "রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ সেজেছি । আজ মায়ের রূপ নিয়েছি । আমাকে পুজো করা হল । ভালো লাগছে । মানুষের মধ্যেই তো ভগবান ।"

আরও পড়ুন : মাকসুদ-মুজাম্মিলদের হাতে 'প্রাণপ্রতিষ্ঠা' হিন্দু দেবদেবীর, ঐতিহ্য 'গৌরিবাড়ি'র

হালফিলে খুঁটিপুজো নিয়ে এত উন্মাদনা, কয়েক বছর আগেও ছিল না । থিমের পুজো তো কল্পনার বাইরে ছিল । সেই সময়ে পুজো মানে বনেদি বাড়ির সাবেকি একচালা প্রতিমা । বাড়ির ঠাকুর দালানেই মূর্তি তৈরি করে পুজো হত । এখনও রথের দিনে অনেক জমিদার বাড়িতেই প্রতিমার কাঠের ফ্রেমকে পুজো করা হয় । এরপর থেকে একটু একটু করে গড়ে উঠতে শুরু করে প্রতিমা । সেই রীতি বদলেই খুঁটিপুজোর প্রচলন শুরু হয়েছে । দুর্গাপুজোর মতই বেশ জাঁকজমকভাবে খুঁটিপুজো করা হয় ক্লাবগুলোয় । তার মধ্যে অন্যতম সাউথ ট্যাংরা শীতলা যুবক সংঘের পুজো ।

কলকাতা, 09 জুলাই: রথের রশিতে টান পড়তেই উমার আবাহনের সূচনা শুরু হয় কলকাতা জুড়ে । শনিবারও কলকাতার একাধিক জায়গায় খুঁটিপুজো হয়েছে । তারমধ্যেই রবিবার রয়েছে কুরবানীর ঈদ । ফলে এদিন অনেক জায়গাতেই সম্প্রীতির ছবি ধরা পড়েছে, দেখা গিয়েছে দুই ধর্মের সহাবস্থানও । যেমন সাউথ ট্যাংরা শীতলা যুবক সংঘের খুঁটিপুজো । যে পুজোর অন্যতম উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী জাভেদ খান । দেশে চলছে কালী-বিতর্কও । তারমধ্যেই জীবন্ত কালীর বন্দনা করে মন্ত্রী বলেন, "এটাই বাংলার ঐতিহ্য । এটাই বাংলার সংস্কৃতি, পরম্পরা । ভুললে চলবে না (WB Minister Javed Ahmed Khan worships Goddess Kali) ।"

পুরোহিত ও অন্যান্যদের সঙ্গে হাতে-হাত রেখে খুঁটিপুজো করেন জাভেদ খান । শুধু মন্ত্রী নন, তাঁর সঙ্গে ছিলেন এলাকার সংখ্যালঘু মুখেরাও । প্রবাহমান কালী-বিতর্ক ও ঈদ, দুইয়ের মাঝে কালী বন্দনা করে কোনও বার্তা দিতে চাইলেন মন্ত্রী ? জাভেদ খানের স্পষ্ট জবাব, 'এটা বাংলা । এটাই বাংলার ঐতিহ্য । এটা সবসময় বজায় থাকবে ।'

Khunti Pujo
সাউথ ট্যাংরা শীতলা যুবক সংঘের খুঁটিপুজো

খুঁটিপুজোয় প্রধান পুরোহিত হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর জয়ন্ত কুশারী । তাঁর বক্তব্য, 'মানুষের মধ্যেই মায়ের অবস্থান । তাই, এই উদ্যোগের সাফল্য কামনা করি ।' আর কালীরূপী কৃষ্ণ বৈরাগীর বক্তব্যও অনেকটা একই । তিনি বলেন, "রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ সেজেছি । আজ মায়ের রূপ নিয়েছি । আমাকে পুজো করা হল । ভালো লাগছে । মানুষের মধ্যেই তো ভগবান ।"

আরও পড়ুন : মাকসুদ-মুজাম্মিলদের হাতে 'প্রাণপ্রতিষ্ঠা' হিন্দু দেবদেবীর, ঐতিহ্য 'গৌরিবাড়ি'র

হালফিলে খুঁটিপুজো নিয়ে এত উন্মাদনা, কয়েক বছর আগেও ছিল না । থিমের পুজো তো কল্পনার বাইরে ছিল । সেই সময়ে পুজো মানে বনেদি বাড়ির সাবেকি একচালা প্রতিমা । বাড়ির ঠাকুর দালানেই মূর্তি তৈরি করে পুজো হত । এখনও রথের দিনে অনেক জমিদার বাড়িতেই প্রতিমার কাঠের ফ্রেমকে পুজো করা হয় । এরপর থেকে একটু একটু করে গড়ে উঠতে শুরু করে প্রতিমা । সেই রীতি বদলেই খুঁটিপুজোর প্রচলন শুরু হয়েছে । দুর্গাপুজোর মতই বেশ জাঁকজমকভাবে খুঁটিপুজো করা হয় ক্লাবগুলোয় । তার মধ্যে অন্যতম সাউথ ট্যাংরা শীতলা যুবক সংঘের পুজো ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.