ETV Bharat / city

31 জানুয়ারি মধ্যরাত থেকে সম্পূর্ণ বন্ধ হচ্ছে টালা ব্রিজ, জারি বিজ্ঞপ্তি - tala bridge will colse from 31 january

আগামী 31 জানুয়ারি থেকে টালা ব্রিজে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে ৷ টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হবে আগামী 1 ফেব্রুয়ারি থেকে ৷ যদিও এই সময় গাড়ি কোন পথে চলাচল করবে, সে বিষয়ে এখনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি লালবাজারের তরফে ৷

tala bridge demolition notification
সংস্কারের জন্য বন্ধ হচ্ছে টালা ব্রিজ
author img

By

Published : Jan 25, 2020, 12:06 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: অবশেষে রেল-রাজ্য সমন্বয় হল। জারি হয়ে গেল টালা ব্রিজ ভাঙার বিজ্ঞপ্তি। আগামী 31 জানুয়ারি রাত 12টায় টালা ব্রিজে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে৷ নবান্ন সূত্রের খবর, 1 ফেব্রুয়ারি টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হবে। যদিও সেই সময় গাড়ি কোন পথে চলাচল করবে, সে বিষয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করেনি লালবাজার। তবে ট্রাফিক বিভাগ সূত্রে খবর, পরিকল্পনা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে । আজ কিংবা সোমবার তা প্রকাশ করবে লালবাজার।

প্রথমে ঠিক হয়েছিল 4 জানুয়ারি শুরু হবে টালা ব্রিজ ভাঙার কাজ। কিন্তু রেলের তরফে জানানো হয়নি তাদের অংশ কবে ভাঙা হবে। সেই কারণে পিছিয়ে যায় পুরো প্রক্রিয়া। রেলের সঙ্গে বৈঠকে বসে রাজ্য সরকার। তখনো এবিষয়ে সদুত্তর পায়নি রাজ্য সরকার। পরে অবশ্য জটিলতা কাটে। রেলের তরফে সদুত্তর আসে। 800 মিটার লম্বা টালা ব্রিজ ভাঙতে খরচ হবে প্রায় 26 কোটি টাকা। ইতিমধ্যেই সে বিষয়ে টেন্ডার ডেখেছে পূর্ত দপ্তর। রাজ্য সরকারের অংশের খরচ ধরা হয়েছে 4 কোটি টাকা। আর রেলের অংশ ভাঙতে খরচ ধরা হয়েছে 22 কোটি টাকা।

নবান্ন সূত্রে খবর, চিৎপুর লক গেটের কাছে পঞ্চানন মুখোপাধ্যায় রোড ও কাশীপুর রোডের মধ্যে যোগাযোগের জন্য লেভেল ক্রসিং তৈরি করা হবে। এর জন্য রেল ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে। লেভেল ক্রসিং তৈরির জন্য রাজ্য সরকার রেলকে 10 কোটি 53 লাখ টাকা দিচ্ছে বলে খবর। কাজ শুরু হলে 20 দিনের মধ্যেই ওই লেভেল ক্রসিং তৈরি করা যাবে বলে মনে করছে নবান্ন। এমনিতেই টালা ব্রিজে বড় গাড়ি চলাচল বন্ধ থাকার কারণে উত্তর কলকাতায় যানজট হচ্ছে। গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে উত্তর শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগ আরও একটু কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কাশীপুর লকগেট ব্রিজ যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে।

নবান্ন সূত্রে খবর, যান চলাচলের ব্লু প্রিন্ট তৈরি করতে ইতিমধ্যেই পরিবহন সচিব, পূর্ত দপ্তর এবং পুলিশের সঙ্গে বৈঠক করেছে।

কলকাতা, 25 জানুয়ারি: অবশেষে রেল-রাজ্য সমন্বয় হল। জারি হয়ে গেল টালা ব্রিজ ভাঙার বিজ্ঞপ্তি। আগামী 31 জানুয়ারি রাত 12টায় টালা ব্রিজে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে৷ নবান্ন সূত্রের খবর, 1 ফেব্রুয়ারি টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হবে। যদিও সেই সময় গাড়ি কোন পথে চলাচল করবে, সে বিষয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করেনি লালবাজার। তবে ট্রাফিক বিভাগ সূত্রে খবর, পরিকল্পনা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে । আজ কিংবা সোমবার তা প্রকাশ করবে লালবাজার।

প্রথমে ঠিক হয়েছিল 4 জানুয়ারি শুরু হবে টালা ব্রিজ ভাঙার কাজ। কিন্তু রেলের তরফে জানানো হয়নি তাদের অংশ কবে ভাঙা হবে। সেই কারণে পিছিয়ে যায় পুরো প্রক্রিয়া। রেলের সঙ্গে বৈঠকে বসে রাজ্য সরকার। তখনো এবিষয়ে সদুত্তর পায়নি রাজ্য সরকার। পরে অবশ্য জটিলতা কাটে। রেলের তরফে সদুত্তর আসে। 800 মিটার লম্বা টালা ব্রিজ ভাঙতে খরচ হবে প্রায় 26 কোটি টাকা। ইতিমধ্যেই সে বিষয়ে টেন্ডার ডেখেছে পূর্ত দপ্তর। রাজ্য সরকারের অংশের খরচ ধরা হয়েছে 4 কোটি টাকা। আর রেলের অংশ ভাঙতে খরচ ধরা হয়েছে 22 কোটি টাকা।

নবান্ন সূত্রে খবর, চিৎপুর লক গেটের কাছে পঞ্চানন মুখোপাধ্যায় রোড ও কাশীপুর রোডের মধ্যে যোগাযোগের জন্য লেভেল ক্রসিং তৈরি করা হবে। এর জন্য রেল ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে। লেভেল ক্রসিং তৈরির জন্য রাজ্য সরকার রেলকে 10 কোটি 53 লাখ টাকা দিচ্ছে বলে খবর। কাজ শুরু হলে 20 দিনের মধ্যেই ওই লেভেল ক্রসিং তৈরি করা যাবে বলে মনে করছে নবান্ন। এমনিতেই টালা ব্রিজে বড় গাড়ি চলাচল বন্ধ থাকার কারণে উত্তর কলকাতায় যানজট হচ্ছে। গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে উত্তর শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগ আরও একটু কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কাশীপুর লকগেট ব্রিজ যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে।

নবান্ন সূত্রে খবর, যান চলাচলের ব্লু প্রিন্ট তৈরি করতে ইতিমধ্যেই পরিবহন সচিব, পূর্ত দপ্তর এবং পুলিশের সঙ্গে বৈঠক করেছে।

Intro:কলকাতা, 25 জানুয়ারি: অবশেষে রেল-রাজ্য সমন্বয় হল। জারি হয়ে গেল টালা ব্রিজ ভাঙার বিজ্ঞপ্তি। আগামী 31 জানুয়ারি রাত 12 টায় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে টালা ব্রিজের উপর দিয়ে। 1 ফেব্রুয়ারি টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হবে। নবান্ন সূত্রে খবর এমনটাই। যদিও সেই সময় গাড়ি কোন পথে চলাচল করবে, সে বিষয়ে এখনো কোনো বিজ্ঞপ্তি জারি করেনি লালবাজার। তবে ট্রাফিক বিভাগ সূত্রে খবর, পরিকল্পনা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আজ কিংবা সোমবার তা প্রকাশ করবে লালবাজার।


Body:প্রথমে ঠিক হয়েছিল 4 জানুয়ারি শুরু হবে টালা ব্রিজ ভাঙার কাজ। কিন্তু রেলের তরফে জানানো হয়নি তাদের অংশ কবে ভাঙা হবে। সেই কারণে পিছিয়ে যায় পুরো প্রক্রিয়া। রেলের সঙ্গে বৈঠকে বসে রাজ্য সরকার। তখনো এবিষয়ে সদুত্তর পায়নি রাজ্য সরকার। পরে অবশ্য জটিলতা কাটে। রেলের তরফে সদুত্তর আসে। 800 মিটার লম্বা টালা ব্রিজ ভাঙতে খরচ হবে প্রায় 26 কোটি টাকা। ইতিমধ্যেই সে বিষয়ে টেন্ডার ডেখেছে পূর্ত দপ্তর। রাজ্য সরকারের অংশের খরচ ধরা হয়েছে 4 কোটি টাকা। আর রেলের অংশ ভাঙতে খরচ ধরা হয়েছে 22 কোটি টাকা।



Conclusion:নবান্ন সূত্রে খবর, চিতপুর লক গেটের কাছে পঞ্চানন মুখার্জী রোড এবং কাশিপুর রোডের মধ্যে যোগাযোগের জন্য লেভেল ক্রসিং তৈরি করা হবে। এর জন্য রেল ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে। লেভেল ক্রসিং তৈরির জন্য রাজ্য সরকার রেলকে 10 কোটি 53 লাখ টাকা দিচ্ছে বলে খবর। কাজ শুরু হলে কুড়ি দিনের মধ্যেই ওই লেভেলক্রসিং তৈরি করা যাবে বলে মনে করছে নবান্ন। এমনিতেই টালা ব্রিজে বড় গাড়ি চলাচল বন্ধ থাকার কারণে উত্তর কলকাতায় যানজট হচ্ছে। গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে উত্তর শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগ আরো একটু কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কাশিপুর লকগেট ব্রিজ যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে। নবান্ন সূত্রে খবর যানচলাচলের ব্লু প্রিন্ট তৈরি করতে ইতিমধ্যেই পরিবহন সচিব, পূর্ত দপ্তর এবং পুলিশের সঙ্গে বৈঠক করেছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.