কলকাতা, 14 মার্চ : আসানসোল এবং বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন পিছনোর আর্জি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিল রাজ্য ৷ গতবার কোভিডের কারণে সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হতে হয়েছিল ছাত্র-ছাত্রীদের । করোনা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে আসায় শুরু হয়েছে মাধ্যমিক । ফিরেছে চেনা ছবি ৷ আগামী মাসের প্রথমেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক ৷ কিন্তু উচ্চমাধ্যমিক চলাকালীনই রাজ্যের দু'টি কেন্দ্রে সম্প্রতি উপনির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। উচ্চমাধ্যমিক চলাকালীন উপনির্বাচন আয়োজনে নারাজ রাজ্য সরকার ৷ তাই নির্বাচন পিছনোর আর্জি জানিয়ে নবান্নের চিঠি গেল কমিশনে (WB government urges Election Commission to revise the bye poll date in Asansol and Ballygunge) ৷
উচ্চমাধ্যমিক চলাকালীন নির্বাচন অনুষ্ঠিত হলে অসুবিধায় পড়বে পরীক্ষার্থীরা। এমতাবস্থায় পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে নির্বাচনের দিনক্ষণ নিয়ে কমিশনকে পুনর্বিবেচনার আর্জি জানাল স্বরাষ্ট্র দফতর। নির্বাচনের কারণে পরীক্ষার্থীদের যাতে অসুবিধায় না-পড়তে হয়, তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে নবান্ন। আগামী ১২ এপ্রিল উপনির্বাচন রয়েছে বালিগঞ্জ এবং আসানসোলে। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর বালিগঞ্জ আসনটি বর্তমানে বিধায়কশূন্য।
আরও পড়ুন : শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণায় আসানসোলে রাজনৈতিক তরজা
অপরদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেওয়ায় আসানসোলের লোকসভা আসনটিও শূন্য। একইদিনে উপনির্বাচন সেখানেও। ইতিমধ্যেই জেলাশাসকের দফতর থেকে কোন কোন স্কুলগুলিতে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, তার একটা তালিকা শিক্ষা দফতরে পাঠানোর নির্দেশিকা জারি করা হয়েছে। এক্ষেত্রে কয়েকটি ক্ষেত্রে পরীক্ষার ভেন্যু বদলেরও সম্ভাবনা রয়ে যাচ্ছে । এই সমস্ত বিষয় এড়ানো সম্ভব হবে তখনই যদি 12 এপ্রিল নির্বাচনের দিনক্ষণ বদল করা হয়। তবে সমস্ত বিষয়টি যেহেতু নির্বাচন কমিশনের আওতাভুক্ত, তাই তাদের কাছেই পুনর্বিবেচনার আর্জি জানানো হল রাজ্যের তরফে। এখন দেখার নবান্নের অনুরোধ মেনে আদৌ দুই কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ বদল হয় কি না।