কলকাতা, 16 ফেব্রুয়ারি : চার পৌরনিগমের নির্বাচনে (WB Civic Polls 2022) সন্ত্রাস এবং ভোট লুঠের অভিযোগে বিরোধীদের করা মামলায় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Calcutta HC Direct State and EC to Submit Affidavit) ৷ সেই সঙ্গে চার পৌরনিগমের ভোটের যাবতীয় সিসিটিভি ফুটেজ ও নির্বাচনে ব্যবহৃত নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সোমবারের মধ্যে হলফনামা জমা দিতে হবে ৷ ওইদিনই মামলার পরবর্তী শুনানি ৷
পৌরনিগম নির্বাচনে সন্ত্রাস ও ভোট লুঠের অভিযোগে মঙ্গলবার রাজ্য বিজেপির তরফে প্রতাপ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটি মামলার আবেদন করেছিলেন ৷ সেই সঙ্গে বামেদের তরফে মৌসুমী রায় হাইকোর্টে মামলার আবেদন করেন ৷ সেই আবেদনগুলি গ্রহণ করার পর, আজ মামলার শুনানি ছিল ৷ সেই শুনানিতে প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী রঞ্জিত কুমার বলেন, আদালত রাজ্য নির্বাচন কমিশনের উপর ভোটে বিশ্বাস ও ভরসা রেখেছিল ৷ কিন্তু, চার পৌরনিগমে যে নির্বাচন হয়েছে তা কার্যত প্রহসনে পরিণত করেছে রাজ্য প্রশাসন ৷ এই পরিস্থিতিতে আদালতের উচিত পরবর্তী 108 পৌরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দেওয়া ৷ যাতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয় ৷
আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : 2 মার্চ 108 পৌরসভার ভোট গণনা
এ দিন আদালতে বিজেপির আইনজীবী অভিযোগ করেছেন, রাজ্য নির্বাচন কমিশনের উপর আদালত যে ভরসা রেখেছিল ৷ কমিশন সেই বিশ্বাসের প্রতি সুবিচার করতে পারেনি ৷ দুয়ারে সরকারের মতো সরকারি প্রকল্প নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে ৷ যা নির্বাচনী আচরণবিধির বিরুদ্ধাচরণ বলে আদালতে জানান বিজেপির আইনজীবী ৷ পাশাপাশি সল্টলেকে প্রখ্যাত গায়ক প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়ে ভোট পড়ার বিষয়টিও উল্লেখ করেন ৷
আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : বাকি 108 পৌরসভার ভোটে ফের কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা, আজ শুনানি
যদিও, নির্বাচন কমিশনের তরফ এ দিন আইনজীবী জয়ন্ত মিত্র বিরোধী আইনজীবীর সন্ত্রাস ও ভোটলুঠের দাবি খণ্ডন করেন ৷ তিনি আদালতে জানান, পৌরনিগমের নির্বাচনে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছে ৷ কিন্তু, মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে নির্বাচন ৷ আর বিচ্ছিন্ন ঘটনায় রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি ৷
অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এদিন আদালতে জানান, ‘‘বিধাননগরে কিছু কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে ৷ কিন্তু, বাকি তিনটি পৌরনিগমের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে ৷ পুলিশ সেই সমস্ত ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে ৷ 72 শতাংশ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছেন ৷’’
পাশাপাশি চার পৌরনিগমের ভোটে কী হয়েছে ? সেই সত্যতা আদালত চাইলে খতিয়ে দেখতে পারে বলে জানান কমিশনের আইনজীবী ৷ আর এ নিয়ে এ ব্যাপারে তাদের বক্তব্য জানানোর জন্য রাজ্য প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশন উভয়ই কয়েকদিনের সময়ের আর্জি জানায় আদালতে ৷ দু’তরফের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দু’পক্ষকেই হলফনামা দিয়ে নিজেরদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে ৷