ETV Bharat / city

WB Civic Polls 2022 : পৌরনিগমের ভোটের মামলায় কমিশন ও রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের

চার পৌরনিগমের ভোটে (WB Civic Polls 2022) অশান্তির মামলায় রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা পেশ করতে বলছে কলকাতা হাইকোর্ট (Calcutta HC Direct State and EC to Submit Affidavit) ৷ সোমবার মামলার পরবর্তী শুনানি ৷ ওইদিনেই হলফনামা পেশ করতে হবে ৷

WB Civic Polls 2022 Calcutta HC Direct State and EC to Submit Affidavit
WB Civic Polls 2022 Calcutta HC Direct State and EC to Submit Affidavit
author img

By

Published : Feb 16, 2022, 3:37 PM IST

Updated : Feb 16, 2022, 6:09 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি : চার পৌরনিগমের নির্বাচনে (WB Civic Polls 2022) সন্ত্রাস এবং ভোট লুঠের অভিযোগে বিরোধীদের করা মামলায় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Calcutta HC Direct State and EC to Submit Affidavit) ৷ সেই সঙ্গে চার পৌরনিগমের ভোটের যাবতীয় সিসিটিভি ফুটেজ ও নির্বাচনে ব্যবহৃত নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সোমবারের মধ্যে হলফনামা জমা দিতে হবে ৷ ওইদিনই মামলার পরবর্তী শুনানি ৷

পৌরনিগম নির্বাচনে সন্ত্রাস ও ভোট লুঠের অভিযোগে মঙ্গলবার রাজ্য বিজেপির তরফে প্রতাপ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটি মামলার আবেদন করেছিলেন ৷ সেই সঙ্গে বামেদের তরফে মৌসুমী রায় হাইকোর্টে মামলার আবেদন করেন ৷ সেই আবেদনগুলি গ্রহণ করার পর, আজ মামলার শুনানি ছিল ৷ সেই শুনানিতে প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী রঞ্জিত কুমার বলেন, আদালত রাজ্য নির্বাচন কমিশনের উপর ভোটে বিশ্বাস ও ভরসা রেখেছিল ৷ কিন্তু, চার পৌরনিগমে যে নির্বাচন হয়েছে তা কার্যত প্রহসনে পরিণত করেছে রাজ্য প্রশাসন ৷ এই পরিস্থিতিতে আদালতের উচিত পরবর্তী 108 পৌরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দেওয়া ৷ যাতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয় ৷

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : 2 মার্চ 108 পৌরসভার ভোট গণনা

এ দিন আদালতে বিজেপির আইনজীবী অভিযোগ করেছেন, রাজ্য নির্বাচন কমিশনের উপর আদালত যে ভরসা রেখেছিল ৷ কমিশন সেই বিশ্বাসের প্রতি সুবিচার করতে পারেনি ৷ দুয়ারে সরকারের মতো সরকারি প্রকল্প নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে ৷ যা নির্বাচনী আচরণবিধির বিরুদ্ধাচরণ বলে আদালতে জানান বিজেপির আইনজীবী ৷ পাশাপাশি সল্টলেকে প্রখ্যাত গায়ক প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়ে ভোট পড়ার বিষয়টিও উল্লেখ করেন ৷

পৌরনিগমের ভোটের মামলায় কমিশন ও রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : বাকি 108 পৌরসভার ভোটে ফের কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা, আজ শুনানি

যদিও, নির্বাচন কমিশনের তরফ এ দিন আইনজীবী জয়ন্ত মিত্র বিরোধী আইনজীবীর সন্ত্রাস ও ভোটলুঠের দাবি খণ্ডন করেন ৷ তিনি আদালতে জানান, পৌরনিগমের নির্বাচনে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছে ৷ কিন্তু, মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে নির্বাচন ৷ আর বিচ্ছিন্ন ঘটনায় রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি ৷

অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এদিন আদালতে জানান, ‘‘বিধাননগরে কিছু কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে ৷ কিন্তু, বাকি তিনটি পৌরনিগমের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে ৷ পুলিশ সেই সমস্ত ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে ৷ 72 শতাংশ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছেন ৷’’

পাশাপাশি চার পৌরনিগমের ভোটে কী হয়েছে ? সেই সত্যতা আদালত চাইলে খতিয়ে দেখতে পারে বলে জানান কমিশনের আইনজীবী ৷ আর এ নিয়ে এ ব্যাপারে তাদের বক্তব্য জানানোর জন্য রাজ্য প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশন উভয়ই কয়েকদিনের সময়ের আর্জি জানায় আদালতে ৷ দু’তরফের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দু’পক্ষকেই হলফনামা দিয়ে নিজেরদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে ৷

কলকাতা, 16 ফেব্রুয়ারি : চার পৌরনিগমের নির্বাচনে (WB Civic Polls 2022) সন্ত্রাস এবং ভোট লুঠের অভিযোগে বিরোধীদের করা মামলায় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Calcutta HC Direct State and EC to Submit Affidavit) ৷ সেই সঙ্গে চার পৌরনিগমের ভোটের যাবতীয় সিসিটিভি ফুটেজ ও নির্বাচনে ব্যবহৃত নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সোমবারের মধ্যে হলফনামা জমা দিতে হবে ৷ ওইদিনই মামলার পরবর্তী শুনানি ৷

পৌরনিগম নির্বাচনে সন্ত্রাস ও ভোট লুঠের অভিযোগে মঙ্গলবার রাজ্য বিজেপির তরফে প্রতাপ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটি মামলার আবেদন করেছিলেন ৷ সেই সঙ্গে বামেদের তরফে মৌসুমী রায় হাইকোর্টে মামলার আবেদন করেন ৷ সেই আবেদনগুলি গ্রহণ করার পর, আজ মামলার শুনানি ছিল ৷ সেই শুনানিতে প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী রঞ্জিত কুমার বলেন, আদালত রাজ্য নির্বাচন কমিশনের উপর ভোটে বিশ্বাস ও ভরসা রেখেছিল ৷ কিন্তু, চার পৌরনিগমে যে নির্বাচন হয়েছে তা কার্যত প্রহসনে পরিণত করেছে রাজ্য প্রশাসন ৷ এই পরিস্থিতিতে আদালতের উচিত পরবর্তী 108 পৌরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দেওয়া ৷ যাতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয় ৷

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : 2 মার্চ 108 পৌরসভার ভোট গণনা

এ দিন আদালতে বিজেপির আইনজীবী অভিযোগ করেছেন, রাজ্য নির্বাচন কমিশনের উপর আদালত যে ভরসা রেখেছিল ৷ কমিশন সেই বিশ্বাসের প্রতি সুবিচার করতে পারেনি ৷ দুয়ারে সরকারের মতো সরকারি প্রকল্প নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে ৷ যা নির্বাচনী আচরণবিধির বিরুদ্ধাচরণ বলে আদালতে জানান বিজেপির আইনজীবী ৷ পাশাপাশি সল্টলেকে প্রখ্যাত গায়ক প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়ে ভোট পড়ার বিষয়টিও উল্লেখ করেন ৷

পৌরনিগমের ভোটের মামলায় কমিশন ও রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : বাকি 108 পৌরসভার ভোটে ফের কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা, আজ শুনানি

যদিও, নির্বাচন কমিশনের তরফ এ দিন আইনজীবী জয়ন্ত মিত্র বিরোধী আইনজীবীর সন্ত্রাস ও ভোটলুঠের দাবি খণ্ডন করেন ৷ তিনি আদালতে জানান, পৌরনিগমের নির্বাচনে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছে ৷ কিন্তু, মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে নির্বাচন ৷ আর বিচ্ছিন্ন ঘটনায় রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি ৷

অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এদিন আদালতে জানান, ‘‘বিধাননগরে কিছু কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে ৷ কিন্তু, বাকি তিনটি পৌরনিগমের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে ৷ পুলিশ সেই সমস্ত ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে ৷ 72 শতাংশ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছেন ৷’’

পাশাপাশি চার পৌরনিগমের ভোটে কী হয়েছে ? সেই সত্যতা আদালত চাইলে খতিয়ে দেখতে পারে বলে জানান কমিশনের আইনজীবী ৷ আর এ নিয়ে এ ব্যাপারে তাদের বক্তব্য জানানোর জন্য রাজ্য প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশন উভয়ই কয়েকদিনের সময়ের আর্জি জানায় আদালতে ৷ দু’তরফের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দু’পক্ষকেই হলফনামা দিয়ে নিজেরদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে ৷

Last Updated : Feb 16, 2022, 6:09 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.