ETV Bharat / city

BJP Rally on Rampurhat Massacre : রামপুরহাট-কাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীবার বিজেপির মহামিছিল, নেতৃত্বে শুভেন্দু - রামপুরহাট-কাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীবার কলকাতায় বিজেপির মহামিছিল

রামপুরহাটে গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবে বিজেপি (BJP Rally Rampurhat Massacre ) ৷ মিছিলের নেতৃত্ব দেবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

BJP Rally Rampurhat Massacre
রামপুরহাট-কাণ্ডের প্রতিবাদে কলকাতায় বিজেপির মহামিছিল
author img

By

Published : Mar 23, 2022, 10:59 PM IST

কলকাতা, 23 মার্চ : রামপুরহাটে গণহত্যার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন মহল ৷ প্রতিবাদে সরব হয়েছে রাজনৈতিক দলগুলিও (BJP Rally Rampurhat Massacre ) ৷ এবার ঘটনার প্রতিবাদে মিছিল করবে রাজ্য বিজেপি ৷ রামপুরহাট-কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য বিজেপি মহামিছিলের ডাক দিয়েছে ৷ কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবে বিজেপি ৷ মিছিলের নেতৃত্ব দেবেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিজেপির দাবি, রামপুরহাটের বাগটুই গ্রামে যে ঘটনা ঘটেছে তাতে যারা দোষী ব্যক্তি তাদের চিহ্নিত করতে হবে। এই ঘটনার দায় স্বীকার করে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীকে তাঁর পদ থেকে পদত্যাগ করতে হবে বলেও দাবি করেছে বিজেপি । আর বাংলার আইন-শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিও করা হবে । রাজ্যে অবিলম্বে ৩৫৬ ধারা প্রয়োগ করতে হবে । রাজ্য বিজেপি ইতিমধ্যেই রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল জগদীপ ধনকড়কে লিখিতভাবে পুরো বিষয়টি জানিয়েছে।

আরও পড়ুন: রামপুরহাট-কাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে কেন্দ্রকে চিঠি শুভেন্দুর

এই বিষয়ে বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবে বলেন, "আগামীকাল আমরা কলেজ স্ট্রিটে জমায়েত করব। আমরা শান্তিপূর্ণভাবেই বৃহস্পতিবার মিছিল করব। তবে পুলিশ বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে ৷"

কলকাতা, 23 মার্চ : রামপুরহাটে গণহত্যার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন মহল ৷ প্রতিবাদে সরব হয়েছে রাজনৈতিক দলগুলিও (BJP Rally Rampurhat Massacre ) ৷ এবার ঘটনার প্রতিবাদে মিছিল করবে রাজ্য বিজেপি ৷ রামপুরহাট-কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য বিজেপি মহামিছিলের ডাক দিয়েছে ৷ কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবে বিজেপি ৷ মিছিলের নেতৃত্ব দেবেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিজেপির দাবি, রামপুরহাটের বাগটুই গ্রামে যে ঘটনা ঘটেছে তাতে যারা দোষী ব্যক্তি তাদের চিহ্নিত করতে হবে। এই ঘটনার দায় স্বীকার করে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীকে তাঁর পদ থেকে পদত্যাগ করতে হবে বলেও দাবি করেছে বিজেপি । আর বাংলার আইন-শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিও করা হবে । রাজ্যে অবিলম্বে ৩৫৬ ধারা প্রয়োগ করতে হবে । রাজ্য বিজেপি ইতিমধ্যেই রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল জগদীপ ধনকড়কে লিখিতভাবে পুরো বিষয়টি জানিয়েছে।

আরও পড়ুন: রামপুরহাট-কাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে কেন্দ্রকে চিঠি শুভেন্দুর

এই বিষয়ে বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবে বলেন, "আগামীকাল আমরা কলেজ স্ট্রিটে জমায়েত করব। আমরা শান্তিপূর্ণভাবেই বৃহস্পতিবার মিছিল করব। তবে পুলিশ বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.