ETV Bharat / city

BJP Delegation Meet Amit Shah: দিল্লিতে অমিত শাহের সঙ্গের দেখা করল বিজেপি সাংসদদের প্রতিনিধিদল

author img

By

Published : Mar 22, 2022, 8:20 PM IST

Updated : Mar 22, 2022, 8:42 PM IST

রাজ্যে অবিলম্বে ৩৫৬ ধারা প্রয়োগের দাবিতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গের দেখা করল রাজ্যের বিজেপি সাংসদদের প্রতিনিধিদল (BJP Delegation Meet Amit Shah) । নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

BJP Delegation Meet Amit Shah
অমিত শাহের সঙ্গের দেখা করলেন বিজেপি সাংসদদের প্রতিনিধি দল

কলকাতা, 22 মার্চ : রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই । রাজ্যে অবিলম্বে ৩৫৬ ধারা প্রয়োগের দাবিতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গের দেখা করল বিজেপি সাংসদদের প্রতিনিধিদল (BJP Delegation Meet Amit Shah) । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে দিল্লিতে বিজেপির প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এই দাবি জানালেন এরাজ্যের বিজেপি সাংসদরা ।

প্রতিনিধিদলে ছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং ও লকেট চট্টোপাধ্যায়ের মত সাংসদরা । তাঁদের দাবি, রামপুরহাটে অন্ততপক্ষে 12 জন সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হয়েছে । রাজ্যের পুলিশমন্ত্রীকে এই ঘটনার দায় নিতে হবে । রাজ্যে অবিলম্বে ৩৫৬ ধারা প্রয়োগ করতে হবে ৷

BJP Delegation Meet Amit Shah
অমিত শাহের সঙ্গের দেখা করলেন বিজেপি সাংসদদের প্রতিনিধি দল

আরও পড়ুন: রামপুরহাটের ঘটনায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ, সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমরা কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রীকে বাংলার সামগ্রিক অবস্থা জানিয়েছি । বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল বাংলায় আসছে । খুব শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যবস্থা নেবেন । রাজ্যজুড়ে অরাজকতার শাসন চলছে । আইন-শৃঙ্খলা বলে কিছু নেই । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পুলিশমন্ত্রীও বটে তাঁর বিন্দুমাত্র লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত । রামপুরহাটে 12 জনকে পুড়িয়ে মেরে ফেলা হল আর কথায় কথায় গুজরাট, উত্তরপ্রদেশ দেখায় তৃণমূল । এর দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে । আমার মনে হচ্ছে এই রাজ্য ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে ।"

কলকাতা, 22 মার্চ : রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই । রাজ্যে অবিলম্বে ৩৫৬ ধারা প্রয়োগের দাবিতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গের দেখা করল বিজেপি সাংসদদের প্রতিনিধিদল (BJP Delegation Meet Amit Shah) । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে দিল্লিতে বিজেপির প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এই দাবি জানালেন এরাজ্যের বিজেপি সাংসদরা ।

প্রতিনিধিদলে ছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং ও লকেট চট্টোপাধ্যায়ের মত সাংসদরা । তাঁদের দাবি, রামপুরহাটে অন্ততপক্ষে 12 জন সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হয়েছে । রাজ্যের পুলিশমন্ত্রীকে এই ঘটনার দায় নিতে হবে । রাজ্যে অবিলম্বে ৩৫৬ ধারা প্রয়োগ করতে হবে ৷

BJP Delegation Meet Amit Shah
অমিত শাহের সঙ্গের দেখা করলেন বিজেপি সাংসদদের প্রতিনিধি দল

আরও পড়ুন: রামপুরহাটের ঘটনায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ, সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমরা কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রীকে বাংলার সামগ্রিক অবস্থা জানিয়েছি । বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল বাংলায় আসছে । খুব শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যবস্থা নেবেন । রাজ্যজুড়ে অরাজকতার শাসন চলছে । আইন-শৃঙ্খলা বলে কিছু নেই । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পুলিশমন্ত্রীও বটে তাঁর বিন্দুমাত্র লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত । রামপুরহাটে 12 জনকে পুড়িয়ে মেরে ফেলা হল আর কথায় কথায় গুজরাট, উত্তরপ্রদেশ দেখায় তৃণমূল । এর দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে । আমার মনে হচ্ছে এই রাজ্য ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে ।"

Last Updated : Mar 22, 2022, 8:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.