কলকাতা, 29 মার্চ : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে মধ্য কলকাতায়। সেকারণে আগামী শনিবার সকাল থেকে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জলসরবরাহ বন্ধ থাকবে। আজ একথা জানিয়েছে কলকাতা পৌরনিগম। পৌরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার সকাল 9টার পর থেকে রবিবার সকাল পর্যন্ত জলসরবরাহ বন্ধ থাকবে।
একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ওয়ার্ডগুলিতে জলসরবরাহ বন্ধ থাকবে:
ওয়ার্ড নম্বর 66, 67, 68, 69 ,70, 71 ,72 73 74 ,83, 84 ,85, 86, 87, 88, 90 ও 91।
একনজরে দেখে নেওয়া যাক পৌরনিগমের নির্দেশিকা অনুযায়ী কোন কোন এলাকায় জলসরবরাহ বন্ধ থাকবে:
টালা পাম্পিং স্টেশন, জোড়াবাগান পাম্পিং স্টেশন, মহম্মদ আলী, বাগমারি, কসবা, নিউ-পার্ক, চাল পট্টি, সেন্ট্রাল পার্ক, সল্টলেক, দক্ষিণ দমদম সহ বেশ কিছু এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে।
রাজা সুবোধ মল্লিক স্কয়্যারের কাছে কলকাতা পৌরনিগমের একটি বড় পাম্পিং স্টেশন রয়েছে। সেই পাম্পিং স্টেশনের নিচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির কাজ চলবে। তাই সুবোধ মল্লিক স্কয়্যার এলাকার পাম্পিং স্টেশনের জলসরবরাহ বন্ধ রাখা হবে। আজ কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম বলেন,"আগামীকাল সকাল 9টার পর থেকে জলসরবরাহ বন্ধ থাকবে। রবিবার সকালে আবার জলসরবরাহ করা হবে। টালাতে কিছু রিপেয়ারিংয়ের কাজ আছে। সেই কাজটাও এই ফাঁকে সেরে নেওয়া হবে।"