ETV Bharat / city

শনিবার মধ্য ও উত্তর কলকাতায় বন্ধ থাকবে জল সরবরাহ - suspended

শনিবার সকাল 9টা থেকে রবিবার সকাল পর্যন্ত মধ্য ও উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় জলসরবরাহ বন্ধ থাকবে।

ফোটো সৌজন্যে: PIXABAY
author img

By

Published : Mar 29, 2019, 7:57 PM IST

Updated : Mar 29, 2019, 8:45 PM IST

কলকাতা, 29 মার্চ : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে মধ্য কলকাতায়। সেকারণে আগামী শনিবার সকাল থেকে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জলসরবরাহ বন্ধ থাকবে। আজ একথা জানিয়েছে কলকাতা পৌরনিগম। পৌরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার সকাল 9টার পর থেকে রবিবার সকাল পর্যন্ত জলসরবরাহ বন্ধ থাকবে।

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ওয়ার্ডগুলিতে জলসরবরাহ বন্ধ থাকবে:

ওয়ার্ড নম্বর 66, 67, 68, 69 ,70, 71 ,72 73 74 ,83, 84 ,85, 86, 87, 88, 90 ও 91।

একনজরে দেখে নেওয়া যাক পৌরনিগমের নির্দেশিকা অনুযায়ী কোন কোন এলাকায় জলসরবরাহ বন্ধ থাকবে:

টালা পাম্পিং স্টেশন, জোড়াবাগান পাম্পিং স্টেশন, মহম্মদ আলী, বাগমারি, কসবা, নিউ-পার্ক, চাল পট্টি, সেন্ট্রাল পার্ক, সল্টলেক, দক্ষিণ দমদম সহ বেশ কিছু এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে।

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

রাজা সুবোধ মল্লিক স্কয়্যারের কাছে কলকাতা পৌরনিগমের একটি বড় পাম্পিং স্টেশন রয়েছে। সেই পাম্পিং স্টেশনের নিচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির কাজ চলবে। তাই সুবোধ মল্লিক স্কয়্যার এলাকার পাম্পিং স্টেশনের জলসরবরাহ বন্ধ রাখা হবে। আজ কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম বলেন,"আগামীকাল সকাল 9টার পর থেকে জলসরবরাহ বন্ধ থাকবে। রবিবার সকালে আবার জলসরবরাহ করা হবে। টালাতে কিছু রিপেয়ারিংয়ের কাজ আছে। সেই কাজটাও এই ফাঁকে সেরে নেওয়া হবে।"

কলকাতা, 29 মার্চ : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে মধ্য কলকাতায়। সেকারণে আগামী শনিবার সকাল থেকে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জলসরবরাহ বন্ধ থাকবে। আজ একথা জানিয়েছে কলকাতা পৌরনিগম। পৌরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার সকাল 9টার পর থেকে রবিবার সকাল পর্যন্ত জলসরবরাহ বন্ধ থাকবে।

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ওয়ার্ডগুলিতে জলসরবরাহ বন্ধ থাকবে:

ওয়ার্ড নম্বর 66, 67, 68, 69 ,70, 71 ,72 73 74 ,83, 84 ,85, 86, 87, 88, 90 ও 91।

একনজরে দেখে নেওয়া যাক পৌরনিগমের নির্দেশিকা অনুযায়ী কোন কোন এলাকায় জলসরবরাহ বন্ধ থাকবে:

টালা পাম্পিং স্টেশন, জোড়াবাগান পাম্পিং স্টেশন, মহম্মদ আলী, বাগমারি, কসবা, নিউ-পার্ক, চাল পট্টি, সেন্ট্রাল পার্ক, সল্টলেক, দক্ষিণ দমদম সহ বেশ কিছু এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে।

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

রাজা সুবোধ মল্লিক স্কয়্যারের কাছে কলকাতা পৌরনিগমের একটি বড় পাম্পিং স্টেশন রয়েছে। সেই পাম্পিং স্টেশনের নিচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির কাজ চলবে। তাই সুবোধ মল্লিক স্কয়্যার এলাকার পাম্পিং স্টেশনের জলসরবরাহ বন্ধ রাখা হবে। আজ কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম বলেন,"আগামীকাল সকাল 9টার পর থেকে জলসরবরাহ বন্ধ থাকবে। রবিবার সকালে আবার জলসরবরাহ করা হবে। টালাতে কিছু রিপেয়ারিংয়ের কাজ আছে। সেই কাজটাও এই ফাঁকে সেরে নেওয়া হবে।"

Intro:ইস্ট ওয়েস্টের মেট্রোর কাজ চলছে মধ্য কলকাতায়। এই কাজের জন্যই আগামী শনিবার মধ্য কলকাতায় সকাল থেকে জল বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা পৌর নিগম। পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার সকাল ছয়টা ও সকাল 10 টার জল দেয়া হবে। সকাল দশটার পর থেকে জল দেওয়া বন্ধ থাকবে। রোববার সকাল পর্যন্ত জল বন্ধ থাকবে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে। ওয়ার্ড নাম্বার 66, 67, 68, 69 ,70, 71 ,72 73 74 ,83, 84 ,85, 86, 87, 88, 90 ,91 নম্বর ওয়ার্ডে শনিবার সকাল থেকে জল বন্ধ থাকবে।


Body:রাজা সুবোধ মল্লিক স্কয়ার এ কলকাতা পুর নিগমের একটি বড় পাম্পিং স্টেশন রয়েছে। সেই পাম্পিং স্টেশন এর নিচ দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের ভূগর্ভস্থ টানেল তৈরির কাজ চলবে। সেই কাজের জন্যই সুবোধ মল্লিক স্কয়ার এর পাম্পিং স্টেশন এর জল সরবরাহ বন্ধ রাখা হবে। জল-সরবরাহ সময় এস এস মেট্রোর কাজ চললে প্রকল্পে সমস্যা তৈরি হতে পারে তাই তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম। বিবিদী বাগ এর দিক থেকে শিয়ালদা ষ্টেশনের দিকে মেট্রোরেলের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সময় সুবোধ মল্লিক স্কয়ার পাম্পিং স্টেশন সমস্যা তৈরি তৈরি হয়েছে। পাম্পিং স্টেশন এর কিছু কারিগরি পরিবর্তন করা হবে বলে জানিয়েছে কলকাতা পৌরনিগম। পুর নিগমের নির্দেশিকায় বলা হয়েছে টালা পাম্পিং স্টেশন ,জোড়াবাগান পাম্পিং স্টেশন, মোহাম্মদ, আলী , বাগমারি, কসবা, নিউ পার্ক, চাউল পট্টি, সেন্ট্রাল পার্ক, সল্টলেক , দক্ষিণ দমদম সহ বেশ কিছু এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত।


Conclusion:পাম্পিং স্টেশন এর রক্ষণাবেক্ষণের জন্য জল সরবরাহ বন্ধ রাখা প্রয়োজন বলে জানিয়েছে কলকাতা পৌরনিগম। তাই শনিবার সকাল 10 টা থেকে রবিবার সকাল পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে, রোববার সকাল 10 টার পর থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে।
Last Updated : Mar 29, 2019, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.