কলকাতা, 5 জুন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে 100 দিনের কাজের টাকা আটকে দেওয়া নিয়ে কর্মসূচি চলছে । দু'দিনের কর্মসূচির আজ প্রথম দিন । জেলায় জেলায় এই কর্মসূচি বুথ ও এলাকাভিত্তিক হলেও, কলকাতায় তা মূলত ওয়ার্ড ভিত্তিক । এই কর্মসূচিতে রবিবার রাজাবাজারে 28 নম্বর ওয়ার্ডের মিছিলে পা মেলালেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । এদিন এই মিছিল থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন তিনি । কুণাল ঘোষের দাবি, "বিধানসভা নির্বাচনে গোহারা হেরে গিয়ে বিজেপি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বাংলার মানুষের থেকে প্রতিশোধ নিচ্ছে । এই প্রতিহিংসার জায়গা থেকেই বাংলার প্রাপ্ত অর্থ আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার ।"
এ দিন কুণাল ঘোষ বলেন, "বিধানসভা ভোটে বিজেপি গোহারা হারার পর কেন্দ্রীয় সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে পড়েছে । বিজেপি ফুঁসছে । ওদের মুরোদ নেই মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতি করার । প্রত্যেকটা নির্বাচনে ওরা গো হারা হারে । এখন ওরা দু'ভাবে রাজ্যকে হয়রানি করছে । একটা হল কেন্দ্রীয় এজেন্সি দিয়ে । অন্যটা রাজ্যের প্রাপ্য টাকা আটকে দিয়ে । এই মুহূর্তে 97 হাজার কোটি বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার বাংলাকে দিচ্ছে না ।"
তাঁর আরও দাবি, "একদিকে কেন্দ্রীয় সরকার বলছে 100 দিনের কাজে বাংলাই সেরা । অন্যদিকে আবার নানা অছিলায় টাকা আটকে দিচ্ছেন ।" তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের মতে, এটা বাংলার হক । তিনি আরও বলেন, "বাংলা থেকে যে ট্যাক্সের টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, তার মধ্যে যেটা অংকের হিসাবে প্রাপ্য সেই টাকাই তো রাজ্যকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেয় কেন্দ্রীয় সরকার । কেন্দ্রের টাকা তো বিজেপির পৈতৃক সম্পত্তি নয় । মূলত প্রতিহিংসার জায়গা থেকেই কেন্দ্র টাকা দিতে চাইছে না । তাই মুখ্যমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে বিকল্প উপায়ে গরিব মানুষকে টাকা এবং কাজ দেওয়ার চেষ্টা করছেন । তবে আমাদের স্পষ্ট রাজনৈতিক কর্মসূচি- 100 দিনের কাজের টাকা কেন রাজ্যকে দেওয়া হচ্ছে না, কেন্দ্রীয় সরকার জবাব দাও । 100 দিনের কাজের বকেয়া টাকা অবিলম্বে রাজ্যকে মিটিয়ে দিতে হবে এবং রাজ্যের বাকি প্রাপ্য অর্থও অবিলম্বে কেন্দ্রকে দিতে হবে ।"
আরও পড়ুন: Governor on death of KK: কেকের মৃত্যুতে প্রশাসনকে দুষলেন রাজ্যপাল, পাল্টা তোপ শাসক দলের
এ দিন কুণাল ঘোষের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Kunal Ghosh and Dilip Ghosh on MGNREGS Project)। তাঁর দাবি, "জন্ম থেকেই তো তৃণমূল বঞ্চনার কথা বলছে । যত টাকা আসছে কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছি না । সর্বত্র দুর্নীতি আর কাটমানি । কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প তার সুবিধা এখানকার মানুষ পায় না । তাদেরকে এই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে । এখানে পশ্চিমবঙ্গকে কম টাকা দেওয়া হয় না, বরং অন্য রাজ্যের তুলনায় বেশি টাকা দেওয়া হয় । যে কারণে আমার মনে হয় হিসাব দেওয়াটাও একটা দায়িত্ব । হিসাবপত্র ঠিকমত দিন তারপরে দাবি করুন, কেন টাকা দেবে না ।"