ETV Bharat / city

Firhad Slams CPIM: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কৃতিত্ব দাবি সিপিএমের, পাগল বলে কটাক্ষ ফিরহাদের - Firhad Hakim

মেট্রোর উদ্বোধন নিয়ে দুই শাসকের টানাপোড়েন মাঝেই মাঠে নেমেছে রাজ্যের প্রাক্তন শাসকদল সিপিএম । উদ্বোধনের আগে থেকেই দলের তরফে সামাজিক মাধ্যমে পোস্টারের দ্বারা (ইস্ট-ওয়েস্ট মেট্রোর সাত কাহন) ওই প্রকল্পের কৃতিত্ব দাবি করতে থাকে সিপিএম (Firhad Slams CPIM) ।

War of words between CPIM TMC on East West Metro
Firhad Hakim
author img

By

Published : Jul 12, 2022, 9:25 PM IST

কলকাতা, 12 জুলাই: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কৃতিত্ব দাবি প্রসঙ্গে এবার রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) সিপিএমকে একহাত নিলেন । তিনি বলেন, "পাগলে কী না বলে ছাগলে কী না খায় ।"

বিতর্কের সূত্রপাত ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধনকে কেন্দ্র করে । রাজ্যের বুকে এত বড় অনুষ্ঠান । এমন দিনে সেই শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধন করল কেন্দ্র যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন উত্তরবঙ্গে । আর সেই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম ।

পরিবহণ মন্ত্রী জানান, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন । তিনি এই গোটা বিষয় উদ্দ্যোগ নিয়ে করেছেন । তার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ রেখে এই উদ্বোধন, অনৈতিক । উদ্বোধন নিয়ে তৃণমূল-বিজেপির টানাপোড়েন মাঝে মাঠে নেমেছে রাজ্যের প্রাক্তন শাসকদল সিপিএম । উদ্বোধনের আগে থেকেই দলের তরফে সামাজিক মাধ্যমে পোস্টারের দ্বারা(ইস্ট-ওয়েস্ট মেট্রোর সাত কাহন) ওই প্রকল্পের কৃতিত্ব দাবি করতে থাকে সিপিএম । এমনকী দলের মুখপত্রের প্রথম পাতায় ছবি-সহ তথ্য দিয়ে প্রতিবেদন পেশ করে । যাতে দেখা গিয়েছে প্রণব মুখোপাধ্যায় ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিলান্যাস করছেন । উপস্থিত আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, মহম্মদ সেলিম-সহ অন্যান্যরা । সেই সংক্রান্ত বিজ্ঞাপন যা তৎকালীন কাগজে ছাপা হয়েছিল তাও তুলে ধরা হয় মুখপত্রে ।

রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম সিপিএমকে তীব্র কটাক্ষ করেন

আরও পড়ুন: অশোক স্তম্ভের উদ্বোধনে কেন পুজো করলেন প্রধানমন্ত্রী, প্রশ্ন সিপিএমের

পাশাপাশি একের পর এক বাম নেতৃত্ব টুইট করতে থাকেন । জানান, রাজ্য ও কেন্দ্র দুই শাসকই ইতিহাস মুছতে চান । আর সিপিএমের তরফে এই দাবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম সিপিএমকে তীব্র কটাক্ষ করেন । তিনি বলেন, "পাগলে কী না বলে, ছাগলে কী না খায় । এটা পাগলের প্রলাপ । বামেরা আবার ইস্ট-ওয়েস্ট মেট্রো কবে উদ্বোধন করল ? মেট্রোর প্রথম ফেজ ইন্দিরা গান্ধি উদ্বোধন করেছিলেন । তার পরেরটা যখন হয় তখন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (War of words between CPIM TMC on East West Metro)"

কলকাতা, 12 জুলাই: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কৃতিত্ব দাবি প্রসঙ্গে এবার রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) সিপিএমকে একহাত নিলেন । তিনি বলেন, "পাগলে কী না বলে ছাগলে কী না খায় ।"

বিতর্কের সূত্রপাত ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধনকে কেন্দ্র করে । রাজ্যের বুকে এত বড় অনুষ্ঠান । এমন দিনে সেই শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধন করল কেন্দ্র যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন উত্তরবঙ্গে । আর সেই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম ।

পরিবহণ মন্ত্রী জানান, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন । তিনি এই গোটা বিষয় উদ্দ্যোগ নিয়ে করেছেন । তার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ রেখে এই উদ্বোধন, অনৈতিক । উদ্বোধন নিয়ে তৃণমূল-বিজেপির টানাপোড়েন মাঝে মাঠে নেমেছে রাজ্যের প্রাক্তন শাসকদল সিপিএম । উদ্বোধনের আগে থেকেই দলের তরফে সামাজিক মাধ্যমে পোস্টারের দ্বারা(ইস্ট-ওয়েস্ট মেট্রোর সাত কাহন) ওই প্রকল্পের কৃতিত্ব দাবি করতে থাকে সিপিএম । এমনকী দলের মুখপত্রের প্রথম পাতায় ছবি-সহ তথ্য দিয়ে প্রতিবেদন পেশ করে । যাতে দেখা গিয়েছে প্রণব মুখোপাধ্যায় ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিলান্যাস করছেন । উপস্থিত আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, মহম্মদ সেলিম-সহ অন্যান্যরা । সেই সংক্রান্ত বিজ্ঞাপন যা তৎকালীন কাগজে ছাপা হয়েছিল তাও তুলে ধরা হয় মুখপত্রে ।

রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম সিপিএমকে তীব্র কটাক্ষ করেন

আরও পড়ুন: অশোক স্তম্ভের উদ্বোধনে কেন পুজো করলেন প্রধানমন্ত্রী, প্রশ্ন সিপিএমের

পাশাপাশি একের পর এক বাম নেতৃত্ব টুইট করতে থাকেন । জানান, রাজ্য ও কেন্দ্র দুই শাসকই ইতিহাস মুছতে চান । আর সিপিএমের তরফে এই দাবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম সিপিএমকে তীব্র কটাক্ষ করেন । তিনি বলেন, "পাগলে কী না বলে, ছাগলে কী না খায় । এটা পাগলের প্রলাপ । বামেরা আবার ইস্ট-ওয়েস্ট মেট্রো কবে উদ্বোধন করল ? মেট্রোর প্রথম ফেজ ইন্দিরা গান্ধি উদ্বোধন করেছিলেন । তার পরেরটা যখন হয় তখন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (War of words between CPIM TMC on East West Metro)"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.