কলকাতা 15 জানুয়ারি : বিশ্বভারতীর গেটে পুলিশ আউটপোস্ট বসানোর প্রয়োজন মনে করলে বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের সাথে যোগাযোগ করুক ৷ বিশ্বভারতীর আইনশৃঙ্খলা সংক্রান্ত জনস্বার্থ মামলায় এমনটাই রায় দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। এদিন উচ্চ আদালত তার রায়ে জানায়, বিশ্ববিদ্যালয় যদি মনে করে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ আউটপোস্টের প্রয়োজন আছে, তার জন্য আদালতের কোনও নির্দেশের প্রয়োজন নেই। একটি জনস্বার্থ মামলার রায়ে জানালেন প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ।
বিশ্ব বিশ্বভারতীর গেটে পুলিশ আউট পোস্টের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রমাপ্রসাদ সরকার নামে কলকাতা হাইকোর্টের আইনজীবী। সেই মামলার রায়ে এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাটি নিষ্পত্তি করে দিয়েছে আদালত। এর আগে গত বছর 17 অগাস্ট বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে, ভাঙচুর মারামারি হয় সেখানে । পরিবেশ আদালতের নির্দেশে পৌষমেলার মাঠে পাঁচিল তোলা হচ্ছিল বলে বিশ্বভারতী কর্তৃপক্ষ দাবি করে। কিন্তু স্থানীয় কিছু লোকজন গিয়ে জোর করে সেই পাঁচিল ভেঙে দেয় বলে অভিযোগ।
আরও পড়ুন : পৌষমেলার মাঠে পাঁচিল : রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টের
এই ঘটনার যথাযথ তদন্ত চেয়ে পরদিনই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার। সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে মাথায় রেখে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে। পরে সেই মামলায় বিশ্বভারতীর পাঁচিল তৈরির বিষয়টি তত্ত্বাবধান করার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে, এদিন আদালত সেই মামলাতেও আজ তাদের রায় দিয়েছে ৷ সেখানে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিশ্বভারতীর ভিতরে কোনও নির্মাণ করতে হলে, স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে সেই কাজ করতে পারবে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ ৷