ETV Bharat / city

Visva Bharati Professor Gets Bail : জাতিবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার হওয়া বিশ্বভারতীর অধ্যাপকের জামিন

12 দিন পর জামিন পেলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসু (Visva Bharati Professor Sumit Bose Gets Bail from Calcutta HC) ৷ এক ছাত্রকে জাতিবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল (Allegations of Racist Remarks Against Visva Bharati Professor) ৷

visva-bharati-professor-sumit-bose-gets-bail-from-calcutta-hc
Visva Bharati Professor Gets Bail : জাতিবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার হওয়া বিশ্বভারতীর অধ্যাপকের জামিন
author img

By

Published : Apr 22, 2022, 5:07 PM IST

Updated : Apr 22, 2022, 7:20 PM IST

কলকাতা, 22 এপ্রিল : জাতিবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হওয়া বিশ্বভারতীর অধ্যাপক সুমিত বসু অবশেষে জামিন পেলেন ৷ আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে (Visva Bharati Professor Sumit Bose Gets Bail from Calcutta HC) ৷ প্রায় 12 দিন জেলে থাকার পর সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসুকে জামিন দিল আদালত ৷

অভিযোগ, বিশ্বভারতীর ছাত্রনেতা সোমনাথ সৌয়ের সম্বন্ধে জাতিবৈষম্যমূলক মন্তব্য করেন সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসু (Allegations of Racist Remarks Against Visva Bharati Professor) ৷ বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় সোমনাথ সৌকে দেখে অধ্যাপক সুমিত বসু জাতিবৈষম্যমূলক মন্তব্য করেন বলে অভিযোগ ৷ এমনকি গত বছর ছাত্র আন্দোলনের সময় অর্থনীতি বিভাগের এই ছাত্রনেতাকে অসম্মানজনক মন্তব্য করেছিলেন তিনি ৷ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঘটনায় তফশিলি জাতি ও উপজাতি অধিকার রক্ষার আইনে সোমনাথ সৌ অধ্যাপকের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় মামলা দায়ের করেন ৷

আরও পড়ুন : Visva-Bharati Professor Arrest : ছাত্রকে জাতি বৈষম্যমূলক মন্তব্য, গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক

সোমনাথ সৌ-এর অভিযোগের ভিত্তিতে পুলিশ সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসুকে গ্রেফতার করে পুলিশ ৷ 12 দিন জেলে থাকার পর, আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে জামিন পেলেন তিনি (Visva Bharati Professor Gets Bail) ৷

আইনজীবীর বক্তব্য

কলকাতা, 22 এপ্রিল : জাতিবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হওয়া বিশ্বভারতীর অধ্যাপক সুমিত বসু অবশেষে জামিন পেলেন ৷ আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে (Visva Bharati Professor Sumit Bose Gets Bail from Calcutta HC) ৷ প্রায় 12 দিন জেলে থাকার পর সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসুকে জামিন দিল আদালত ৷

অভিযোগ, বিশ্বভারতীর ছাত্রনেতা সোমনাথ সৌয়ের সম্বন্ধে জাতিবৈষম্যমূলক মন্তব্য করেন সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসু (Allegations of Racist Remarks Against Visva Bharati Professor) ৷ বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় সোমনাথ সৌকে দেখে অধ্যাপক সুমিত বসু জাতিবৈষম্যমূলক মন্তব্য করেন বলে অভিযোগ ৷ এমনকি গত বছর ছাত্র আন্দোলনের সময় অর্থনীতি বিভাগের এই ছাত্রনেতাকে অসম্মানজনক মন্তব্য করেছিলেন তিনি ৷ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঘটনায় তফশিলি জাতি ও উপজাতি অধিকার রক্ষার আইনে সোমনাথ সৌ অধ্যাপকের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় মামলা দায়ের করেন ৷

আরও পড়ুন : Visva-Bharati Professor Arrest : ছাত্রকে জাতি বৈষম্যমূলক মন্তব্য, গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক

সোমনাথ সৌ-এর অভিযোগের ভিত্তিতে পুলিশ সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসুকে গ্রেফতার করে পুলিশ ৷ 12 দিন জেলে থাকার পর, আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে জামিন পেলেন তিনি (Visva Bharati Professor Gets Bail) ৷

আইনজীবীর বক্তব্য
Last Updated : Apr 22, 2022, 7:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.