কলকাতা, 26 সেপ্টেম্বর : NRC নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের অবস্থান স্পষ্ট করলেন সংগঠনের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক মিলিন পারন্দে ৷ তিনি জানান, NRC নিয়ে সচেতনতার প্রসারে রাজ্যজুড়ে লিফলেট বিক্রি করা হবে ৷ শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ শুধুমাত্র অনুপ্রবেশকারী মুসলিমদেরকেই ভারত থেকে বিতাড়িত করা হবে ৷
মিলিন্দ পারান্দে সাংবাদিক বৈঠকে NRC সম্পর্কে বিশদে বিশ্ব হিন্দু পরিষদের কর্মসূচি ঘোষণা করেন ৷ তিনি বলেন, "বাংলায় NRC হবেই ৷ তবে তা নিয়ে আমজনতার দুশ্চিন্তার কোনও কারণ নেই ৷ শুধুমাত্র এরাজ্যে যেসব মুসলিম অনুপ্রবেশকারী আছে NRC-র মাধ্যমে তাদের চিহ্নিত করে দেশ থেকে তাড়ানো হবে ৷ কিন্তু হিন্দু বাঙালি কিংবা প্রতিবেশী রাষ্ট্র থেকে হিন্দু শরণার্থী যারা এদেশে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ এই বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদ জনগণের মধ্যে সচেতনতা প্রসারের কর্মসূচি গ্রহণ করবে ৷" পাশাপাশি তিনি NRC প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের তীব্র নিন্দা করেন ৷ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছেন ভোটার কার্ড হারিয়ে গেলে নিকটবর্তী থানায় FIR করুন ৷ মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেন তা বিস্ময়জনক ৷ তাঁর মতে, এ ধরনের মন্তব্য অত্যন্ত বিপজ্জনক ৷
আরও পড়ুন : পশ্চিমবঙ্গেও দ্রুত NRC কার্যকর করার দাবি বিশ্ব হিন্দু পরিষদের
উল্লেখ্য, NRC নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোড়া থেকেই বিরোধিতা করে আসছেন ৷ সম্প্রতি, উত্তর কলকাতার সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত NRC-র প্রতিবাদে তিনি একটি পদযাত্রা করেন ৷ সেই পদযাত্রা শেষে তিনি ঘোষণা করেন তাঁর জীবদ্দশায় বাংলায় NRC হতে দেবেন না ৷