ETV Bharat / city

বাংলায় NRC হবেই : VHP - বিশ্ব হিন্দু পরিষদ

মিলিন্দ পারান্দে সাংবাদিক বৈঠকে NRC সম্পর্কে বিশদে বিশ্ব হিন্দু পরিষদের কর্মসূচি ঘোষণা করেন ৷ তিনি বলেন, "বাংলায় NRC হবেই ৷ তবে তা নিয়ে আমজনতার দুশ্চিন্তার কোনও কারণ নেই ৷ শুধুমাত্র এরাজ্যে যেসব মুসলিম অনুপ্রবেশকারী আছে NRC-র মাধ্যমে তাদের চিহ্নিত করে দেশ থেকে তাড়ানো হবে ৷ "

সাংবাদিক বৈঠকে মিলিন্দ পারন্দে
author img

By

Published : Sep 26, 2019, 12:27 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : NRC নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের অবস্থান স্পষ্ট করলেন সংগঠনের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক মিলিন পারন্দে ৷ তিনি জানান, NRC নিয়ে সচেতনতার প্রসারে রাজ্যজুড়ে লিফলেট বিক্রি করা হবে ৷ শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ শুধুমাত্র অনুপ্রবেশকারী মুসলিমদেরকেই ভারত থেকে বিতাড়িত করা হবে ৷

মিলিন্দ পারান্দে সাংবাদিক বৈঠকে NRC সম্পর্কে বিশদে বিশ্ব হিন্দু পরিষদের কর্মসূচি ঘোষণা করেন ৷ তিনি বলেন, "বাংলায় NRC হবেই ৷ তবে তা নিয়ে আমজনতার দুশ্চিন্তার কোনও কারণ নেই ৷ শুধুমাত্র এরাজ্যে যেসব মুসলিম অনুপ্রবেশকারী আছে NRC-র মাধ্যমে তাদের চিহ্নিত করে দেশ থেকে তাড়ানো হবে ৷ কিন্তু হিন্দু বাঙালি কিংবা প্রতিবেশী রাষ্ট্র থেকে হিন্দু শরণার্থী যারা এদেশে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ এই বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদ জনগণের মধ্যে সচেতনতা প্রসারের কর্মসূচি গ্রহণ করবে ৷" পাশাপাশি তিনি NRC প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের তীব্র নিন্দা করেন ৷ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছেন ভোটার কার্ড হারিয়ে গেলে নিকটবর্তী থানায় FIR করুন ৷ মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেন তা বিস্ময়জনক ৷ তাঁর মতে, এ ধরনের মন্তব্য অত্যন্ত বিপজ্জনক ৷

আরও পড়ুন : পশ্চিমবঙ্গেও দ্রুত NRC কার্যকর করার দাবি বিশ্ব হিন্দু পরিষদের

উল্লেখ্য, NRC নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোড়া থেকেই বিরোধিতা করে আসছেন ৷ সম্প্রতি, উত্তর কলকাতার সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত NRC-র প্রতিবাদে তিনি একটি পদযাত্রা করেন ৷ সেই পদযাত্রা শেষে তিনি ঘোষণা করেন তাঁর জীবদ্দশায় বাংলায় NRC হতে দেবেন না ৷

কলকাতা, 26 সেপ্টেম্বর : NRC নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের অবস্থান স্পষ্ট করলেন সংগঠনের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক মিলিন পারন্দে ৷ তিনি জানান, NRC নিয়ে সচেতনতার প্রসারে রাজ্যজুড়ে লিফলেট বিক্রি করা হবে ৷ শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ শুধুমাত্র অনুপ্রবেশকারী মুসলিমদেরকেই ভারত থেকে বিতাড়িত করা হবে ৷

মিলিন্দ পারান্দে সাংবাদিক বৈঠকে NRC সম্পর্কে বিশদে বিশ্ব হিন্দু পরিষদের কর্মসূচি ঘোষণা করেন ৷ তিনি বলেন, "বাংলায় NRC হবেই ৷ তবে তা নিয়ে আমজনতার দুশ্চিন্তার কোনও কারণ নেই ৷ শুধুমাত্র এরাজ্যে যেসব মুসলিম অনুপ্রবেশকারী আছে NRC-র মাধ্যমে তাদের চিহ্নিত করে দেশ থেকে তাড়ানো হবে ৷ কিন্তু হিন্দু বাঙালি কিংবা প্রতিবেশী রাষ্ট্র থেকে হিন্দু শরণার্থী যারা এদেশে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ এই বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদ জনগণের মধ্যে সচেতনতা প্রসারের কর্মসূচি গ্রহণ করবে ৷" পাশাপাশি তিনি NRC প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের তীব্র নিন্দা করেন ৷ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছেন ভোটার কার্ড হারিয়ে গেলে নিকটবর্তী থানায় FIR করুন ৷ মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেন তা বিস্ময়জনক ৷ তাঁর মতে, এ ধরনের মন্তব্য অত্যন্ত বিপজ্জনক ৷

আরও পড়ুন : পশ্চিমবঙ্গেও দ্রুত NRC কার্যকর করার দাবি বিশ্ব হিন্দু পরিষদের

উল্লেখ্য, NRC নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোড়া থেকেই বিরোধিতা করে আসছেন ৷ সম্প্রতি, উত্তর কলকাতার সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত NRC-র প্রতিবাদে তিনি একটি পদযাত্রা করেন ৷ সেই পদযাত্রা শেষে তিনি ঘোষণা করেন তাঁর জীবদ্দশায় বাংলায় NRC হতে দেবেন না ৷

Intro:কলকাতা: এনআরসি এড়াতে মুখ্যমন্ত্রীর গত কালের মন্তব্যের তীব্র নিন্দা করলেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক মিলিন মিলিন্দ পারান্দে।

কলকাতা সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন ভোটার কার্ড হারিয়ে গেলে নিকটবর্তী থানায় এফআইআর করুন। মুখ্যমন্ত্রী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থেকে কিভাবে এমন দায়িত্বজ্ঞানহীন এর মত মন্তব্য করেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন এই ধরনের মন্তব্য অত্যন্ত বিপদজনক।

উল্লেখ্য এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী গোড়া থেকেই বিরোধিতা করে আসছেন সম্প্রতি উত্তর কলকাতার সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত একটি পদযাত্রা করেন। সেখানে তিনি ঘোষণা করেন তার জীবদ্দশায় বাংলায় এনআরসি হতে দেবেন না।

মিলিন্দ পারান্দে সাংবাদিক বৈঠকে এনআরসি সম্পর্কে বিশদে বিশ্ব হিন্দু পরিষদের নিজস্ব স্ট্যান্ড ঘোষণা করেন। তিনি বলেন বাংলা এনআরসি হবেই। তবে তা নিয়ে আমজনতার কোনো দুশ্চিন্তার কারণ নেই। শুধুমাত্র এরাজ্যে যেসব মুসলিম অনুপ্রবেশকারী আছে এনআরসির মাধ্যমে তাদের চিহ্নিত করে দেশ থেকে তাড়ানো হবে। কিন্তু একজনও হিন্দু বাঙালি কিংবা প্রতিবেশী রাষ্ট্র থেকে হিন্দু শরণার্থী এ দেশে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব দেয়া হবে। এই সম্পর্কে বিশ্ব হিন্দু পরিষদ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য কর্মসূচি নেবে।





Body:কপি


Conclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.