ETV Bharat / city

Vinay Mishra : শুভেন্দুকে আইনি নোটিশ কয়লা ও গরু পাচার কাণ্ডে ফেরার বিনয়ের

author img

By

Published : Jun 15, 2021, 12:12 PM IST

11 জুন শুভেন্দু অধিকারী একটি টুইট করে অভিযোগ করেন, 2018 সালে বিনয় মিশ্র ভারতের নাগরিকত্ব ছেড়ে ভানুয়াতু দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছিলেন । 2020 সালে সেই ব্যক্তিকে যুব তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয় ।

vinay-mishra-sent-a-legal-notice-to-suvendu-adhikari
vinay-mishra-sent-a-legal-notice-to-suvendu-adhikari

কলকাতা, 15 জুন : এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আইনি নোটিশ পাঠালেন কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র (Vinay Mishra) ।

গত 11 জুন শুভেন্দু অধিকারী একটি টুইট করেন ৷ যেখানে তিনি অভিযোগ করেন, 2018 সালে বিনয় মিশ্র ভারতের নাগরিকত্ব ছেড়ে ভানুয়াতু দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছিলেন । 2020 সালে সেই ব্যক্তিকে যুব তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয় । শুভেন্দুর অভিযোগ ছিল, কোনও বিদেশি নাগরিক কিভাবে দেশের একটি রাজনৈতিক দলের পদ পেতে পারেন ৷

  • In year 2018 Vinay Mishra seems to be a Citizen of VANUATU and renouncing Indian citizenship.

    In year 2020 the same person is made the General Secretary of TMC Youth wing.

    Drawing the kind attention of ECI, Does Indian law permit a foreigner to be a part of a political party? pic.twitter.com/LpDijdSdtC

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনজীবী মারফত নোটিশ পাঠিয়েছেন গরু ও কয়লা পাচার কাণ্ডে ফেরার বিনয় মিশ্র । বিনয়ের অভিযোগ, শুভেন্দুর টুইট বিভ্রান্তিকর । আইনি নোটিশে ওই টুইট মুছে ফেলার দাবি জানানো হয়েছে ৷ নোটিশের একটি কপি লালবাজারের সাইবার সেলের গোয়েন্দাদের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: কয়লা পাচারের 900 কোটি গিয়েছে ভাইপোর কাছে, অভিযোগ শুভেন্দুর

এদিকে সিবিআই সূত্রেও খবর, গোয়েন্দারা জানতে পেরেছেন ফেরার বিনয় মিশ্র ভারতের নাগরিকত্ব ছেড়ে ভানুয়াতু দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন । বর্তমানে তিনি সেখানেই রয়েছেন । অভিযুক্তকে দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছে সিবিআই ।

কলকাতা, 15 জুন : এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আইনি নোটিশ পাঠালেন কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র (Vinay Mishra) ।

গত 11 জুন শুভেন্দু অধিকারী একটি টুইট করেন ৷ যেখানে তিনি অভিযোগ করেন, 2018 সালে বিনয় মিশ্র ভারতের নাগরিকত্ব ছেড়ে ভানুয়াতু দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছিলেন । 2020 সালে সেই ব্যক্তিকে যুব তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয় । শুভেন্দুর অভিযোগ ছিল, কোনও বিদেশি নাগরিক কিভাবে দেশের একটি রাজনৈতিক দলের পদ পেতে পারেন ৷

  • In year 2018 Vinay Mishra seems to be a Citizen of VANUATU and renouncing Indian citizenship.

    In year 2020 the same person is made the General Secretary of TMC Youth wing.

    Drawing the kind attention of ECI, Does Indian law permit a foreigner to be a part of a political party? pic.twitter.com/LpDijdSdtC

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনজীবী মারফত নোটিশ পাঠিয়েছেন গরু ও কয়লা পাচার কাণ্ডে ফেরার বিনয় মিশ্র । বিনয়ের অভিযোগ, শুভেন্দুর টুইট বিভ্রান্তিকর । আইনি নোটিশে ওই টুইট মুছে ফেলার দাবি জানানো হয়েছে ৷ নোটিশের একটি কপি লালবাজারের সাইবার সেলের গোয়েন্দাদের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: কয়লা পাচারের 900 কোটি গিয়েছে ভাইপোর কাছে, অভিযোগ শুভেন্দুর

এদিকে সিবিআই সূত্রেও খবর, গোয়েন্দারা জানতে পেরেছেন ফেরার বিনয় মিশ্র ভারতের নাগরিকত্ব ছেড়ে ভানুয়াতু দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন । বর্তমানে তিনি সেখানেই রয়েছেন । অভিযুক্তকে দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছে সিবিআই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.