কলকাতা, 9 ফেব্রুয়ারি : ভার এবং পরিবহণ ক্ষমতা পরীক্ষার জন্য এবার আগামী 13 ফেব্রুয়ারি বন্ধ হতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge Maintenance) ৷ হাওড়া থেকে কলকাতা এবং কলকাতা থেকে হাওড়ামুখী পরিবহণ ব্যবস্থা বন্ধ রাখা হবে । কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ এবং হুগলি রিভার ব্রিজ কমিশনার বা এইচআরবিসি'র (Hooghly River Bridge Commissioner) তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
জানা গিয়েছে, আগামী 13 ফেব্রুয়ারি রাত আটটা থেকে রাত দু'টো অবধি বন্ধ থাকবে সেতু । ফলে হাওড়া থেকে কলকাতামুখী এবং কলকাতা থেকে হাওড়া হয়ে অন্য জেলামুখী গাড়িগুলিকে অন্য পথে চালানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে লালবাজার । ফলে ট্রাফিক যানযটের আশঙ্কা করা হচ্ছে । যদিও লালবাজার সূত্রের খবর, যাতে রাস্তায় কোনও প্রকারের অসুবিধা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ ।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে দ্বিতীয় হুগলি সেতু কী অবস্থায় রয়েছে তা পরীক্ষা করা হয়নি । বেশ কিছু পিলার বা থাম্বার অবস্থা সাঠিক কেমন আছে তা পরীক্ষা করে দেখা হবে ।
আরও পড়ুন : KMC On Digital Map : শহরের 50টি ওয়ার্ডে ভূগর্ভস্থ নিকাশি নালার ডিজিটাল মানচিত্র বানাল কলকাতা পৌরনিগম