কলকাতা, 3 এপ্রিল : উপাচার্যের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে অসন্তুষ্ট বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ৷ চড়াও হয়ে চলল অশ্রাব্য গালিগালাজ, উপাচার্যকে দেওয়া হল মারধরের হুমকিও ৷ সবমিলিয়ে শনিবার নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল আলিয়া বিশ্ববিদ্যালয়। উপাচার্য ঘেরাও রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নতুন কোনও ঘটনা নয় ৷ কিন্তু কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা কার্যত ছাপিয়ে গেল আগের সমস্ত নজির ৷
এদিন উপাচার্য মহম্মদ আলির উপর চড়াও হয় একদল বহিষ্কৃত ছাত্র ৷ নেতৃত্বে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন প্রেসিডেন্ট গিয়াসঊদ্দিন মণ্ডল ৷ সম্প্রতি তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেন উপাচার্য মহম্মদ আলি ৷ সেই ক্ষোভ থেকেই মেয়াদ বৃদ্ধির খবরে অসন্তুষ্ট বহিষ্কৃত ছাত্রনেতা গিয়াসঊদ্দিন তাঁর দলবল নিয়ে চড়াও হয় উপাচার্যের ঘরে ৷ এরপর তাদের বিরুদ্ধে উপাচার্যের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করিয়ে হুমকি দিতে থাকে ওই ছাত্রদলের সদস্যরা ৷ সঙ্গে চলতে থাকে ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ (Vice Chancellor of Aliah University assaulted by a group of students) ৷ ইন্টারনেটে ভাইরাল সেই ভিডিও ৷
উপাচার্যকে ঘিরে থাকা বিশ্ববিদ্য়ালয়ের নিরাপত্তারক্ষীরা সব দেখে শুনে কিংকর্তব্যবিমূঢ় ৷ এমনকী ওই নিরাপত্তারক্ষীরা তাঁর বিরুদ্ধে সাক্ষী দিয়ে কিছুই করে উঠতে পারবে না বলে জানায় গিয়াসঊদ্দিন ৷ পরবর্তীতে উপাচার্যকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, থানায় জানালেও পুলিশ ঘটনায় কোনও পদক্ষেপ গ্রহণ করেনি ৷ একইসঙ্গে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান মহম্মদ আলি ৷ ঘটনায় রাজ্যের শাসকদলের প্ররোচনা রয়েছে বলে দাবি করা হয় বিভিন্নমহলে ৷
আরও পড়ুন : বিশ্বভারতীতে পুলিশ ডাকায় উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ
যদিও গিয়াসঊদ্দিন মণ্ডলকে তৃণমূল ছাত্রনেতা মানতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ৷ ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷