কলকাতা, 30 মার্চ : রামনবমীকে সামনে রেখে বঙ্গজুড়ে জোরদার প্রচারের পরিকল্পনা করেছে গেরুয়া শিবির ৷ রাজ্যজুড়ে আগামী 10 এপ্রিল রামনবমীর দিন এক হাজার মিছিল বের করার পরিকল্পনা করেছে বিশ্বহিন্দু পরিষদ (VHP Planning to Organise 1k Rally on Ram Navami in Bengal) ৷ সেই মিছিলের সঙ্গে সরাসরি ভারতীয় জনতা পার্টির (BJP) কোনও সংযোগ থাকছে না ৷ কিন্তু সুকান্ত মজুমদারদের তরফেও সঙ্ঘ পরিবারের ওই কর্মসূচি সফল করতে সবরকম সহযোগিতার ছকও কষা হয়ে গিয়েছে ৷ বিজেপি সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত কয়েক বছরে বঙ্গে বিজেপির ক্ষমতা যত বেড়েছে, ততই রামনবমীতে শক্তি প্রদর্শনের চিত্র আরও স্পষ্ট হতে শুরু করেছে ৷ কিন্তু 2020 ও 21 সালে পরপর দু’বার করোনা পরিস্থিতি রামনবমী আয়োজনে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছিল ৷ এবার সেই বাধা সরে গিয়েছে ৷ সেই কারণেই বিশ্বহিন্দু পরিষদ (Vishwa Hindu Parishad) রামনবমীকে সামনে রেখে বঙ্গজুড়ে গেরুয়া ঝড় তুলতে প্রস্তুতি নিচ্ছে ৷ শুধু কলকাতায় নয়, বাংলার সব ক’টি জেলাতেই বড় করে রামনবমী পালন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ওই গেরুয়া সংগঠনের তরফে । ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়েছে । জেলায় জেলায় ব্যানার, হোর্ডিং ও লিফলেটও বিলি শুরু হয়েছে বিশ্বহিন্দু পরিষদের তরফে ।
বিশ্বহিন্দু পরিষদের সর্বভারতীয় নেতা শচীন্দ্রনাথ সিংহ জানান, এবার রামনবমীতে রাজ্যজুড়ে প্রায় এক হাজার শোভাযাত্রা বের হবে । প্রতিটি জেলায় ব্লক ধরে ধরে এই কর্মসূচি হবে । কলকাতাতেও একাধিক শোভাযাত্রা বের হবে । আগামী 10 এপ্রিল রামনবমী ৷ আর আগামী বৈশাখের দুই তারিখ, 16 এপ্রিল হনুমান জয়ন্তী ৷ তাই 10 থেকে 16, টানা ছ’দিন ধরে এই কর্মসূচি চালানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি ৷ বলেন, ‘‘এবার টানা 6 দিন ধরে এই কর্মসূচি হবে । হনুমান জয়ন্তী ও রামনবমী, দু’টি কর্মসূচিই এবার জাঁকজমকপূর্ণ ভাবেই হবে ।’’
বিজেপি সূত্রে খবর, সঙ্ঘ পরিবারের এই কর্মসূচিকে সফল করতে পুরোপুরি সহযোগিতা করা হবে দলের তরফে ৷ দলের হেভিওয়েট নেতারা বিভিন্ন জায়গায় বিশ্বহিন্দু পরিষদের মিছিলে উপস্থিত থাকবেন ৷ তাছাড়া গেরুয়া শিবিরের 42টি সাংগঠনিক জেলার সভাপতিদেরও এই নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ৷ জানানো হয়েছে যে কীভাবে বিশ্বহিন্দু পরিষদকে রামনবমীর কর্মসূচি সফল করতে সাহায্য করা হবে ৷ এমনকী, ওই কর্মসূচিতে যাতে দলের পতাকা ব্যবহার না করা হয়, সেই দিকেই নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ৷
যেহেতু সরাসরি বিশ্বহিন্দু পরিষদের এই কর্মসূচির সঙ্গে বিজেপির কোনও যোগ নেই ৷ তাই এই নিয়ে দলের কোনও নেতাই মুখ খুলতে নারাজ ৷ তবে গেরুয়া শিবিরের একটি সূত্রের দাবি, আগামী 10 এপ্রিল রামনবমীর মিছিলে নন্দীগ্রামে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) ৷ খড়গপুরে থাকবেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) ৷ আর বালুরঘাটের সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) কলকাতায় রামনবমীর মিছিলে অংশ নেবেন ৷
রাজনৈতিক মহলের মতে, আগামী বছর পঞ্চায়েত ভোট ৷ তার পরের বছর লোকসভা নির্বাচন ৷ এই দুই নির্বাচনে সফল হতে গ্রামে-গঞ্জে হিন্দুত্বের আওয়াজ তুলতে চাইছে বিজেপি ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে 18টি আসন পেয়েছিল বিজেপি ৷ 2024-এর ফলও তেমনই করতে চাইছে তারা ৷ সেই কারণেই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির ৷ এখন দেখার তাঁদের হিন্দুত্ববাদী আন্দোলন বাংলার ভোটারদের মন আবার জয় করতে পারে কি না !
আরও পড়ুন : PM-Bengal BJP Meeting Postponed: প্রধানমন্ত্রী ব্যস্ত, বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক স্থগিত