ETV Bharat / city

VHP to Celebrate Ram Navami in Bengal : রামনবমীতে বঙ্গজুড়ে এক হাজার শোভাযাত্রার পরিকল্পনা বিশ্বহিন্দু পরিষদের

আগামী 10 এপ্রিল রামনবমী ৷ ওই দিন থেকে 16 এপ্রিল, হনুমান জয়ন্তী পর্যন্ত রাজ্যজুড়ে এক হাজার শোভাযাত্রা বের করার পরিকল্পনা করেছে বিশ্বহিন্দু পরিষদ (VHP Planning to Organise 1k Rally on Ram Navami in Bengal) ৷

Ram Navami in Kolkata
বঙ্গে এক হাজার শোভাযাত্রার পরিকল্পনা বিশ্বহিন্দু পরিষদের
author img

By

Published : Mar 30, 2022, 9:20 PM IST

কলকাতা, 30 মার্চ : রামনবমীকে সামনে রেখে বঙ্গজুড়ে জোরদার প্রচারের পরিকল্পনা করেছে গেরুয়া শিবির ৷ রাজ্যজুড়ে আগামী 10 এপ্রিল রামনবমীর দিন এক হাজার মিছিল বের করার পরিকল্পনা করেছে বিশ্বহিন্দু পরিষদ (VHP Planning to Organise 1k Rally on Ram Navami in Bengal) ৷ সেই মিছিলের সঙ্গে সরাসরি ভারতীয় জনতা পার্টির (BJP) কোনও সংযোগ থাকছে না ৷ কিন্তু সুকান্ত মজুমদারদের তরফেও সঙ্ঘ পরিবারের ওই কর্মসূচি সফল করতে সবরকম সহযোগিতার ছকও কষা হয়ে গিয়েছে ৷ বিজেপি সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত কয়েক বছরে বঙ্গে বিজেপির ক্ষমতা যত বেড়েছে, ততই রামনবমীতে শক্তি প্রদর্শনের চিত্র আরও স্পষ্ট হতে শুরু করেছে ৷ কিন্তু 2020 ও 21 সালে পরপর দু’বার করোনা পরিস্থিতি রামনবমী আয়োজনে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছিল ৷ এবার সেই বাধা সরে গিয়েছে ৷ সেই কারণেই বিশ্বহিন্দু পরিষদ (Vishwa Hindu Parishad) রামনবমীকে সামনে রেখে বঙ্গজুড়ে গেরুয়া ঝড় তুলতে প্রস্তুতি নিচ্ছে ৷ শুধু কলকাতায় নয়, বাংলার সব ক’টি জেলাতেই বড় করে রামনবমী পালন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ওই গেরুয়া সংগঠনের তরফে । ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়েছে । জেলায় জেলায় ব্যানার, হোর্ডিং ও লিফলেটও বিলি শুরু হয়েছে বিশ্বহিন্দু পরিষদের তরফে ।

বিশ্বহিন্দু পরিষদের সর্বভারতীয় নেতা শচীন্দ্রনাথ সিংহ জানান, এবার রামনবমীতে রাজ্যজুড়ে প্রায় এক হাজার শোভাযাত্রা বের হবে । প্রতিটি জেলায় ব্লক ধরে ধরে এই কর্মসূচি হবে । কলকাতাতেও একাধিক শোভাযাত্রা বের হবে । আগামী 10 এপ্রিল রামনবমী ৷ আর আগামী বৈশাখের দুই তারিখ, 16 এপ্রিল হনুমান জয়ন্তী ৷ তাই 10 থেকে 16, টানা ছ’দিন ধরে এই কর্মসূচি চালানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি ৷ বলেন, ‘‘এবার টানা 6 দিন ধরে এই কর্মসূচি হবে । হনুমান জয়ন্তী ও রামনবমী, দু’টি কর্মসূচিই এবার জাঁকজমকপূর্ণ ভাবেই হবে ।’’

ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন বিশ্বহিন্দু পরিষদের সর্বভারতীয় নেতা শচীন্দ্রনাথ সিংহ

বিজেপি সূত্রে খবর, সঙ্ঘ পরিবারের এই কর্মসূচিকে সফল করতে পুরোপুরি সহযোগিতা করা হবে দলের তরফে ৷ দলের হেভিওয়েট নেতারা বিভিন্ন জায়গায় বিশ্বহিন্দু পরিষদের মিছিলে উপস্থিত থাকবেন ৷ তাছাড়া গেরুয়া শিবিরের 42টি সাংগঠনিক জেলার সভাপতিদেরও এই নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ৷ জানানো হয়েছে যে কীভাবে বিশ্বহিন্দু পরিষদকে রামনবমীর কর্মসূচি সফল করতে সাহায্য করা হবে ৷ এমনকী, ওই কর্মসূচিতে যাতে দলের পতাকা ব্যবহার না করা হয়, সেই দিকেই নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

যেহেতু সরাসরি বিশ্বহিন্দু পরিষদের এই কর্মসূচির সঙ্গে বিজেপির কোনও যোগ নেই ৷ তাই এই নিয়ে দলের কোনও নেতাই মুখ খুলতে নারাজ ৷ তবে গেরুয়া শিবিরের একটি সূত্রের দাবি, আগামী 10 এপ্রিল রামনবমীর মিছিলে নন্দীগ্রামে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) ৷ খড়গপুরে থাকবেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) ৷ আর বালুরঘাটের সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) কলকাতায় রামনবমীর মিছিলে অংশ নেবেন ৷

রাজনৈতিক মহলের মতে, আগামী বছর পঞ্চায়েত ভোট ৷ তার পরের বছর লোকসভা নির্বাচন ৷ এই দুই নির্বাচনে সফল হতে গ্রামে-গঞ্জে হিন্দুত্বের আওয়াজ তুলতে চাইছে বিজেপি ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে 18টি আসন পেয়েছিল বিজেপি ৷ 2024-এর ফলও তেমনই করতে চাইছে তারা ৷ সেই কারণেই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির ৷ এখন দেখার তাঁদের হিন্দুত্ববাদী আন্দোলন বাংলার ভোটারদের মন আবার জয় করতে পারে কি না !

আরও পড়ুন : PM-Bengal BJP Meeting Postponed: প্রধানমন্ত্রী ব্যস্ত, বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক স্থগিত

কলকাতা, 30 মার্চ : রামনবমীকে সামনে রেখে বঙ্গজুড়ে জোরদার প্রচারের পরিকল্পনা করেছে গেরুয়া শিবির ৷ রাজ্যজুড়ে আগামী 10 এপ্রিল রামনবমীর দিন এক হাজার মিছিল বের করার পরিকল্পনা করেছে বিশ্বহিন্দু পরিষদ (VHP Planning to Organise 1k Rally on Ram Navami in Bengal) ৷ সেই মিছিলের সঙ্গে সরাসরি ভারতীয় জনতা পার্টির (BJP) কোনও সংযোগ থাকছে না ৷ কিন্তু সুকান্ত মজুমদারদের তরফেও সঙ্ঘ পরিবারের ওই কর্মসূচি সফল করতে সবরকম সহযোগিতার ছকও কষা হয়ে গিয়েছে ৷ বিজেপি সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত কয়েক বছরে বঙ্গে বিজেপির ক্ষমতা যত বেড়েছে, ততই রামনবমীতে শক্তি প্রদর্শনের চিত্র আরও স্পষ্ট হতে শুরু করেছে ৷ কিন্তু 2020 ও 21 সালে পরপর দু’বার করোনা পরিস্থিতি রামনবমী আয়োজনে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছিল ৷ এবার সেই বাধা সরে গিয়েছে ৷ সেই কারণেই বিশ্বহিন্দু পরিষদ (Vishwa Hindu Parishad) রামনবমীকে সামনে রেখে বঙ্গজুড়ে গেরুয়া ঝড় তুলতে প্রস্তুতি নিচ্ছে ৷ শুধু কলকাতায় নয়, বাংলার সব ক’টি জেলাতেই বড় করে রামনবমী পালন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ওই গেরুয়া সংগঠনের তরফে । ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়েছে । জেলায় জেলায় ব্যানার, হোর্ডিং ও লিফলেটও বিলি শুরু হয়েছে বিশ্বহিন্দু পরিষদের তরফে ।

বিশ্বহিন্দু পরিষদের সর্বভারতীয় নেতা শচীন্দ্রনাথ সিংহ জানান, এবার রামনবমীতে রাজ্যজুড়ে প্রায় এক হাজার শোভাযাত্রা বের হবে । প্রতিটি জেলায় ব্লক ধরে ধরে এই কর্মসূচি হবে । কলকাতাতেও একাধিক শোভাযাত্রা বের হবে । আগামী 10 এপ্রিল রামনবমী ৷ আর আগামী বৈশাখের দুই তারিখ, 16 এপ্রিল হনুমান জয়ন্তী ৷ তাই 10 থেকে 16, টানা ছ’দিন ধরে এই কর্মসূচি চালানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি ৷ বলেন, ‘‘এবার টানা 6 দিন ধরে এই কর্মসূচি হবে । হনুমান জয়ন্তী ও রামনবমী, দু’টি কর্মসূচিই এবার জাঁকজমকপূর্ণ ভাবেই হবে ।’’

ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন বিশ্বহিন্দু পরিষদের সর্বভারতীয় নেতা শচীন্দ্রনাথ সিংহ

বিজেপি সূত্রে খবর, সঙ্ঘ পরিবারের এই কর্মসূচিকে সফল করতে পুরোপুরি সহযোগিতা করা হবে দলের তরফে ৷ দলের হেভিওয়েট নেতারা বিভিন্ন জায়গায় বিশ্বহিন্দু পরিষদের মিছিলে উপস্থিত থাকবেন ৷ তাছাড়া গেরুয়া শিবিরের 42টি সাংগঠনিক জেলার সভাপতিদেরও এই নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ৷ জানানো হয়েছে যে কীভাবে বিশ্বহিন্দু পরিষদকে রামনবমীর কর্মসূচি সফল করতে সাহায্য করা হবে ৷ এমনকী, ওই কর্মসূচিতে যাতে দলের পতাকা ব্যবহার না করা হয়, সেই দিকেই নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

যেহেতু সরাসরি বিশ্বহিন্দু পরিষদের এই কর্মসূচির সঙ্গে বিজেপির কোনও যোগ নেই ৷ তাই এই নিয়ে দলের কোনও নেতাই মুখ খুলতে নারাজ ৷ তবে গেরুয়া শিবিরের একটি সূত্রের দাবি, আগামী 10 এপ্রিল রামনবমীর মিছিলে নন্দীগ্রামে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) ৷ খড়গপুরে থাকবেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) ৷ আর বালুরঘাটের সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) কলকাতায় রামনবমীর মিছিলে অংশ নেবেন ৷

রাজনৈতিক মহলের মতে, আগামী বছর পঞ্চায়েত ভোট ৷ তার পরের বছর লোকসভা নির্বাচন ৷ এই দুই নির্বাচনে সফল হতে গ্রামে-গঞ্জে হিন্দুত্বের আওয়াজ তুলতে চাইছে বিজেপি ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে 18টি আসন পেয়েছিল বিজেপি ৷ 2024-এর ফলও তেমনই করতে চাইছে তারা ৷ সেই কারণেই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির ৷ এখন দেখার তাঁদের হিন্দুত্ববাদী আন্দোলন বাংলার ভোটারদের মন আবার জয় করতে পারে কি না !

আরও পড়ুন : PM-Bengal BJP Meeting Postponed: প্রধানমন্ত্রী ব্যস্ত, বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক স্থগিত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.