ETV Bharat / city

পশ্চিমবঙ্গেও দ্রুত NRC কার্যকর করার দাবি বিশ্ব হিন্দু পরিষদের

অসমের পর এবার পশ্চিমবঙ্গেও দ্রুত NRC কার্যকর করার দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ ৷

বিশ্বহিন্দু পরিষদের সাংবাদিক বৈঠক
author img

By

Published : Sep 7, 2019, 2:01 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : অসমের পর এবার পশ্চিমবঙ্গেও দ্রুত NRC কার্যকর করার দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ ৷ গতকাল একটি সাংবাদিক বৈঠকে VHP-র অখিল ভারতী সহ-সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ করে রাজ্য প্রশাসনের সমালোচনা করেন ৷ তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় সংসদে বলেছিলেন বাংলায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷ এখন মুখ্যমন্ত্রী হঠাৎ করেই ভোল বদল করেছেন । ব্যক্তিস্বার্থের জন্য বেশ কিছু অনুপ্রবেশকারীদের রাজ্যে জায়গা দিচ্ছে সরকার ৷ রাজ্য সরকার নাগরিকপঞ্জি বিলকে সমর্থন করেনি ৷ যেভাবে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে, সেভাবেই গোটা দেশে NRC লাগু করতে হবে ৷ "

'হতচিন্তক' নামে 17 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে নতুন সদস্যপদ অভিযান শুরু করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ ৷ রাজ্যে চার লাখ নতুন সদস্য তৈরির টার্গেটও দেওয়া হয়েছে ৷ আগে রাজ্যের বিশ্ব হিন্দু পরিষদের 40 হাজার সদস্য ছিল ৷ শচীন্দ্রনাথবাবু জানান, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে জনজাগরণ কর্মসূচি শুরু হচ্ছে । কলকাতায় প্রতিটি বাড়িতে গিয়ে জনসংযোগ করা হবে ৷

কলকাতা, 7 সেপ্টেম্বর : অসমের পর এবার পশ্চিমবঙ্গেও দ্রুত NRC কার্যকর করার দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ ৷ গতকাল একটি সাংবাদিক বৈঠকে VHP-র অখিল ভারতী সহ-সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ করে রাজ্য প্রশাসনের সমালোচনা করেন ৷ তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় সংসদে বলেছিলেন বাংলায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷ এখন মুখ্যমন্ত্রী হঠাৎ করেই ভোল বদল করেছেন । ব্যক্তিস্বার্থের জন্য বেশ কিছু অনুপ্রবেশকারীদের রাজ্যে জায়গা দিচ্ছে সরকার ৷ রাজ্য সরকার নাগরিকপঞ্জি বিলকে সমর্থন করেনি ৷ যেভাবে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে, সেভাবেই গোটা দেশে NRC লাগু করতে হবে ৷ "

'হতচিন্তক' নামে 17 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে নতুন সদস্যপদ অভিযান শুরু করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ ৷ রাজ্যে চার লাখ নতুন সদস্য তৈরির টার্গেটও দেওয়া হয়েছে ৷ আগে রাজ্যের বিশ্ব হিন্দু পরিষদের 40 হাজার সদস্য ছিল ৷ শচীন্দ্রনাথবাবু জানান, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে জনজাগরণ কর্মসূচি শুরু হচ্ছে । কলকাতায় প্রতিটি বাড়িতে গিয়ে জনসংযোগ করা হবে ৷

Intro:

06-09-19

সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: অসমের পর এবার পশ্চিমবঙ্গেও দ্রুত NRC কার্যকর করার ফের দাবী তুললেন বিশ্বহিন্দু পরিষদের অখিল ভারতীয় সহ সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ।


"হতচিন্তক" নামে বিশ্বহিন্দু পরিষদ ১৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর মাস পর্যন্ত নতুন সদস্যপদ অভিযান শুরু করছে রাজ্য জুরে। রাজ্যে ৪ লক্ষ নতুন সদস্য তৈরি করার টার্গেটও দেওয়া হয়েছে। আগে রাজ্যের বিশ্বহিন্দ পরিষদের ৪০ হাজার সদস্য ছিলো বলে জানান শচীন্দ্রনাথ বাবু।





আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নাম করে রাজ্য প্রশাসনের তীব্র সমালোচণা করেন শচীন্দ্রনাথ সিংহ বলেন, " বিশ্বহিন্দু পরিষদের স্থাপনা দিবসে জনমষ্টামির দিনআমরা ৫০০ টি বেশী বড় পদযাত্রা করেছি। অসমে ১৯ লক্ষ মানুষের NRC থেকে নাম বাদ গিয়েছে। সরকার এখনও এই বিষয়ে সঠিক পদক্ষেপ নিয়ে জানায় নি। NRC নিয়ে রাজ্যে একটা বড় সমস্যা তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী কয়েকটি বিধানসভায় ভোট ব্যাংকের জন্য কেন্দ্রে NRC কে সমর্থন করল না মমতা"



আজ শচীন্দ্রনাথ সিং দাবী করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় সংসদে বলেছিলেন বাংলায় অনুপ্রবেশকারী দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন মুখ্যমন্ত্রী হঠাৎ করে ভোল বদল করেছে। ব্যক্তি সার্থের জন্য বেশ কিছু অনুপ্রবেশকারীদের রাজ্যে জায়গা দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার নাগরিকপুঞ্জি বিল কে সমর্থন করল না। ৩৭০ ধারাকে যে ভাবে বাতিল করা হয়েছে। তেমনই গোটা ভারতে NRC কে লাঘু করার দাবী জানাচ্ছ। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে জনজাগন কর্মসূচি শুরু হচ্ছ। কলকাতায় প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে আমরা জনসংযোগ করব।


"Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.