ETV Bharat / city

কলকাতা পৌরনিগমের প্রশাসক নিয়োগ মামলার শুনানি শেষ, 25 অগাস্ট রায়দানের সম্ভাবনা - high court

সুপ্রিম কোর্ট এই মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়ায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছিল শুনানি । 25 অগাস্ট মামলার রায়দান হতে পারে বলে জানিয়েছে হাইকোর্ট ।

Kolkata HC
Kolkata HC
author img

By

Published : Aug 19, 2020, 9:24 PM IST

কলকাতা, 19 অগাস্ট : কলকাতা পৌরনিগমের প্রশাসক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি শেষ । রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট । 25 অগাস্ট বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে হতে পারে এই মামলার রায়দান ।

এর আগে একাধিকবার কলকাতা পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের মেয়াদ বাড়ায় কলকাতা হাইকোর্ট । সিঙ্গল বেঞ্চে শুনানি হলেও সুপ্রিম কোর্ট এই মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়ায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছিল শুনানি । গত 28 জুলাই বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানায়, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পৌরনিগমের প্রশাসনিক বোর্ড তাদের কাজ চালিয়ে যেতে পারবে ।

কলকাতা পৌরনিগমের নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয় চলতি বছরের 7 মে । কিন্তু সেই বোর্ডের মেয়াদ বাড়িয়ে 8 মে থেকে ফিরহাদ হাকিমকে বোর্ডের চেয়ারপারসন নিযুক্ত করে রাজ্য সরকার । কোরোনার কারণে পৌরনিগমের নির্বাচন করা সম্ভব নয় বলে জানায় রাজ্য সরকার। এরই বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেছিলেন উত্তর কলকাতার বাসিন্দা শরৎকুমার সিং।

তাঁর বক্তব্য ছিল, “পৌরনিগমের নির্বাচিত মেয়াদ ফুরিয়ে গেছে । তাই নতুন করে প্রশাসনিক বোর্ড গঠন করে সেই বোর্ডের চেয়ারপারসন হিসেবে ফিরহাদ হাকিমকে নিযুক্ত করা সংবিধান বিরোধী পদক্ষেপ । রাজ্য সরকার যদি কলকাতা পৌরনিগমের প্রশাসক বসাতে চায় তার জন্য পৌর কমিশনার রয়েছে । কিন্তু তা না করে রাজ্যের শাসকদল প্রশাসক হিসেবে কাজ করবে কেন ?” পাশাপাশি কলকাতা পৌরনিগম আইনে প্রশাসক বসানোর কোনও সংস্থান নেই বলেও দাবি করেন তিনি ।

এই মামলায় প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও পরে ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানায় কলকাতা পৌরনিগমের প্রশাসক বোর্ড কেয়ারটেকার বোর্ড হিসেবে কাজ চালিয়ে যেতে পারবে । এরপর মামলাকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন । কিন্তু, দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে মামলাটি হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট । আজ সেই মামলার শুনানি শেষ হল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায় ডিভিশন বেঞ্চে ।

কলকাতা, 19 অগাস্ট : কলকাতা পৌরনিগমের প্রশাসক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি শেষ । রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট । 25 অগাস্ট বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে হতে পারে এই মামলার রায়দান ।

এর আগে একাধিকবার কলকাতা পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের মেয়াদ বাড়ায় কলকাতা হাইকোর্ট । সিঙ্গল বেঞ্চে শুনানি হলেও সুপ্রিম কোর্ট এই মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়ায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছিল শুনানি । গত 28 জুলাই বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানায়, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পৌরনিগমের প্রশাসনিক বোর্ড তাদের কাজ চালিয়ে যেতে পারবে ।

কলকাতা পৌরনিগমের নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয় চলতি বছরের 7 মে । কিন্তু সেই বোর্ডের মেয়াদ বাড়িয়ে 8 মে থেকে ফিরহাদ হাকিমকে বোর্ডের চেয়ারপারসন নিযুক্ত করে রাজ্য সরকার । কোরোনার কারণে পৌরনিগমের নির্বাচন করা সম্ভব নয় বলে জানায় রাজ্য সরকার। এরই বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেছিলেন উত্তর কলকাতার বাসিন্দা শরৎকুমার সিং।

তাঁর বক্তব্য ছিল, “পৌরনিগমের নির্বাচিত মেয়াদ ফুরিয়ে গেছে । তাই নতুন করে প্রশাসনিক বোর্ড গঠন করে সেই বোর্ডের চেয়ারপারসন হিসেবে ফিরহাদ হাকিমকে নিযুক্ত করা সংবিধান বিরোধী পদক্ষেপ । রাজ্য সরকার যদি কলকাতা পৌরনিগমের প্রশাসক বসাতে চায় তার জন্য পৌর কমিশনার রয়েছে । কিন্তু তা না করে রাজ্যের শাসকদল প্রশাসক হিসেবে কাজ করবে কেন ?” পাশাপাশি কলকাতা পৌরনিগম আইনে প্রশাসক বসানোর কোনও সংস্থান নেই বলেও দাবি করেন তিনি ।

এই মামলায় প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও পরে ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানায় কলকাতা পৌরনিগমের প্রশাসক বোর্ড কেয়ারটেকার বোর্ড হিসেবে কাজ চালিয়ে যেতে পারবে । এরপর মামলাকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন । কিন্তু, দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে মামলাটি হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট । আজ সেই মামলার শুনানি শেষ হল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায় ডিভিশন বেঞ্চে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.