কলকাতা, 14 এপ্রিল : কলকাতা পৌরনিগমের 144 টি স্বাস্থ্য কেন্দ্রে আগামী 16 এপ্রিল থেকে করোনার টিকাকরণ শুরু হবে ৷ টিকার যোগান কম থাকায় সময়মতো শুরু করা গেল না টিকাকরণ । 45-এর ঊর্ধ্বে সকল ব্যক্তি করোনার টিকা নিতে পারবেন ।
রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী শেষ 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত চার হাজার 817 জন। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় মারা গিয়েছেন 20 জন । দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতায় কোরোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার 271 । কলকাতায় কোরোনায় মৃত্যু হয়েছে 11 জনের ।
আরও পড়ুন : দেশে দৈনিক সংক্রমণ পৌঁছল রেকর্ড 1.84 লাখে, করোনা লাফিয়ে বাড়ছে বঙ্গেও
ইতিমধ্যে কলকাতা জুড়ে বৃদ্ধি পেয়েছে করোনার সংক্রমণ । বেশকিছু এলাকাকে অতি সংক্রমিত হিসেবে চিহ্নিত করেছে পৌরনিগম ৷ 3, 7, 8, 9, 10 নম্বর বোরোকে অতি সংক্রমিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে । 29 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত শুধু কলকাতার 66 নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা 341 । 69 নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা 235 । 63 নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা 258 । 109 নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা 198 । ও 31 নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্তের সংখ্যা 245 জন ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার থেকে কিশোর ভারতীতে চালু হচ্ছে কোয়ারানটিন সেন্টার । সেই সঙ্গে রাজারহাটে ও বাইপাসে বুধবার থেকে সেফহোম শুরু করতে চলেছে কলকাতা পৌরনিগম । সেইসঙ্গে পৌরনিগমের 23টি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু রয়েছে । এরমধ্যে 18 টি অ্যাম্বুলেন্স করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে । পাঁচটি অ্যাম্বুলেন্স শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে সোয়াব টেস্ট করছে ।