ETV Bharat / city

চিংড়িঘাটা উড়ালপুল বন্ধে তীব্র যানজট, KMDA-কে চিঠি পুলিশের - Chirighata bridge

চিংড়িঘাটা উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষার কাজ দ্রুত শেষ করতে KMDA-কে অনুরোধ করল কলকাতা পুলিশ । উড়ালপুল বন্ধ হওয়ায় বাইপাসে ব্যাপক যানজট হচ্ছে ।

চিংড়িঘাটা
author img

By

Published : Sep 8, 2019, 1:44 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: আশঙ্কা করা হয়েছিল । বাস্তবে সেটাই হল । চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখার ফলে বাইপাসের বড় অংশ জুড়ে তৈরি হচ্ছে যানজট । এমনকি আজ রবিবার ছুটির দিনেও তা থেকে নিস্তার পাওয়া যায়নি । সেই সূত্রে কলকাতা পুলিশের তরফে চিঠি লেখা হল কলকাতা উন্নয়ন পর্ষদ (KMDA)-কে । চিঠিতে আগামীকাল সকাল আটটার মধ্যে চিংড়িঘাটা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে । সপ্তাহের শুরুর দিনে অফিস টাইমের আগেই চিংড়িঘাটা উড়ালপুল খুলে দিতে চাইছে কলকাতা পুলিশ । লালবাজার সূত্রে পাওয়া গেছে এমনই খবর ।

পুরোনো না হলেও এই চিংড়িঘাটা উড়ালপুলে কিছুদিন আগেই দেখা গেছে ফাটল । সেসময় অবশ্য মেরামতির কাজ করা হয়েছিল কিছুটা । কিন্তু তা যথেষ্ট নয় । KMDA এর বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে রিপোর্ট দেয়, উড়ালপুলের অবস্থা ভালো নয় । আর তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে কিছুদিন আগেই জারি করা হয় একটি বিজ্ঞপ্তি । তাতে বলা হয় ৩০ কিলোমিটারের বেশি গতিতে এই উড়ালপুল দিয়ে যানবাহন চলাচল করতে পারবে না । বেশি গতিতে যান চলাচল করলে সেতুর কম্পন বেশি হয় । তা থেকে বাড়ে দুর্ঘটনার সম্ভাবনা । পাশাপাশি ভারী যান চলাচলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে সেতুতে ।

সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৬ সেপ্টেম্বর রাত ন'টা থেকে বন্ধ করে দেওয়া হয় চিংড়িঘাটা উড়ালপুল । কথা ছিল আগামীকাল রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে এই উড়ালপুল । সেই মর্মে জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি । জানিয়ে দেওয়া হয়েছিল এই সময় নিয়ন্ত্রণ করা হবে বাইপাসে যানচলাচল । কিন্তু নিয়ন্ত্রণের জেরে বাইপাসের বড় অংশে তৈরি হয়েছে যানজট । এমনিতে কম সময়ে এয়ারপোর্ট যাবার জন্য দক্ষিণ কলকাতার মানুষ এই উড়ালপুল ব্যবহার করেন । তাছাড়া সল্টলেকের সরকারি দপ্তর, সেক্টর ফাইভ কিংবা নিউটাউন IT পার্কের কর্মীরাও এই উড়ালপুল ব্যবহার করেন নিত্যদিন । শনিবার সন্ধ্যায় কিংবা রবিবার সকালে যেভাবে যানজট হয়েছে, তাতে আগামীকাল অর্থাৎ সপ্তাহের কাজের শুরুর দিনে বাইপাস স্তব্ধ হয়ে যাবার আশংকা করছে পুলিশ । তাই KMDA-কে লেখা হয়েছে চিঠি ।

আজ রাতের মধ্যেই KMDA উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ করতে পারে কি না সেটাই এখন দেখার ।

কলকাতা, 8 সেপ্টেম্বর: আশঙ্কা করা হয়েছিল । বাস্তবে সেটাই হল । চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখার ফলে বাইপাসের বড় অংশ জুড়ে তৈরি হচ্ছে যানজট । এমনকি আজ রবিবার ছুটির দিনেও তা থেকে নিস্তার পাওয়া যায়নি । সেই সূত্রে কলকাতা পুলিশের তরফে চিঠি লেখা হল কলকাতা উন্নয়ন পর্ষদ (KMDA)-কে । চিঠিতে আগামীকাল সকাল আটটার মধ্যে চিংড়িঘাটা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে । সপ্তাহের শুরুর দিনে অফিস টাইমের আগেই চিংড়িঘাটা উড়ালপুল খুলে দিতে চাইছে কলকাতা পুলিশ । লালবাজার সূত্রে পাওয়া গেছে এমনই খবর ।

পুরোনো না হলেও এই চিংড়িঘাটা উড়ালপুলে কিছুদিন আগেই দেখা গেছে ফাটল । সেসময় অবশ্য মেরামতির কাজ করা হয়েছিল কিছুটা । কিন্তু তা যথেষ্ট নয় । KMDA এর বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে রিপোর্ট দেয়, উড়ালপুলের অবস্থা ভালো নয় । আর তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে কিছুদিন আগেই জারি করা হয় একটি বিজ্ঞপ্তি । তাতে বলা হয় ৩০ কিলোমিটারের বেশি গতিতে এই উড়ালপুল দিয়ে যানবাহন চলাচল করতে পারবে না । বেশি গতিতে যান চলাচল করলে সেতুর কম্পন বেশি হয় । তা থেকে বাড়ে দুর্ঘটনার সম্ভাবনা । পাশাপাশি ভারী যান চলাচলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে সেতুতে ।

সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৬ সেপ্টেম্বর রাত ন'টা থেকে বন্ধ করে দেওয়া হয় চিংড়িঘাটা উড়ালপুল । কথা ছিল আগামীকাল রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে এই উড়ালপুল । সেই মর্মে জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি । জানিয়ে দেওয়া হয়েছিল এই সময় নিয়ন্ত্রণ করা হবে বাইপাসে যানচলাচল । কিন্তু নিয়ন্ত্রণের জেরে বাইপাসের বড় অংশে তৈরি হয়েছে যানজট । এমনিতে কম সময়ে এয়ারপোর্ট যাবার জন্য দক্ষিণ কলকাতার মানুষ এই উড়ালপুল ব্যবহার করেন । তাছাড়া সল্টলেকের সরকারি দপ্তর, সেক্টর ফাইভ কিংবা নিউটাউন IT পার্কের কর্মীরাও এই উড়ালপুল ব্যবহার করেন নিত্যদিন । শনিবার সন্ধ্যায় কিংবা রবিবার সকালে যেভাবে যানজট হয়েছে, তাতে আগামীকাল অর্থাৎ সপ্তাহের কাজের শুরুর দিনে বাইপাস স্তব্ধ হয়ে যাবার আশংকা করছে পুলিশ । তাই KMDA-কে লেখা হয়েছে চিঠি ।

আজ রাতের মধ্যেই KMDA উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ করতে পারে কি না সেটাই এখন দেখার ।

Intro:কলকাতা, 8 সেপ্টেম্বর: আশঙ্কাটা ছিলই। বাস্তবেও চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখার যাবে বাইপাসের বড় অংশ জুড়ে তৈরি হচ্ছে যানজট। এমনকি আজ রবিবার ছুটির দিনেও তা থেকে নিস্তার পাওয়া যায়নি। সেই সূত্রে কলকাতা পুলিশের তরফে চিঠি লেখা হল কলকাতা উন্নয়ন পর্ষদ (KMDA)কে। চিঠিতে আগামীকাল সকাল আটটার মধ্যে চিংড়িঘাটা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে। সপ্তাহের শুরুর দিনে অফিস টাইমের আগেই চিংড়িঘাটা উড়ালপুল খুলে দিতে চাইছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে পাওয়া গেছে এমনই খবর।Body:খুব বেশি পুরোনো নয় এই উড়ালপুল। এরই মাঝে চিংড়িঘাটা উড়ালপুলে দেখা যায় ফাটল। সেসময় অবশ্য মেরামতির কাজ করা হয়েছিল কিছুটা। কিন্তু তা যথেষ্ট নয়। KMDAর বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে রিপোর্ট দেয়, উড়ালপুলের অবস্থা ভালো নয়। আর তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে কিছুদিন আগেই জারি করা হয় একটি বিজ্ঞপ্তি। তাতে বলা হয় 30 কিলোমিটারের বেশি গতিতে এই উড়ালপুল দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারবে না। আসলে বেশি গতিতে যান চলাচল করলে সেতুর কম্পন বেশি হয়। তা থেকে বাড়ে দুর্ঘটনার সম্ভবনা। সেই সূত্রেই বেঁধে দেওয়া হয় গাড়ির গতিবেগ। পাশাপাশি ভারী যান চলাচলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ হয় এই সেতুতে।
Conclusion:স্বাস্থ্য পরীক্ষার জন্য 6 সেপ্টেম্বর রাত ন'টা থেকে বন্ধ করে দেওয়া হয় চিংড়িঘাটা উড়ালপুল। কথা ছিল আগামীকাল রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে এই উড়ালপুল। সেই মর্মে জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি। জানিয়ে দেওয়া হয়েছিল এই সময় নিয়ন্ত্রণ করা হবে বাইপাসের যানচলাচল। কিন্তু এই নিয়ন্ত্রণ এর জেরে বাইপাসের বড় অংশে ছড়িয়ে পড়েছে যানজট। এমনিতে এই কম সময়ে এয়ারপোর্ট যাবার জন্য দক্ষিণ কলকাতার মানুষ এই উড়ালপুল ব্যবহার করেন। তাছাড়া সল্টলেকের সরকারি দপ্তর, সেক্টর ফাইভ কিংবা নিউ টাউন আইটি পার্কের কর্মীরা এই উড়ালপুল ব্যবহার করেন নিত্যদিন। শনিবার সন্ধ্যা কিংবা আজ যেভাবে যানজট ছড়িয়েছে তাকে আগামীকাল অর্থাৎ সপ্তাহের কাজের শুরুর দিনে বাইপাস স্তব্ধ হয়ে যাবার আশংকা করছে পুলিশ। সেই সূত্রে KMDAকে লেখা হয়েছে চিঠি। আজ রাতের মধ্যেই KMDA স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ করতে পারে কিনা সেটাই এখন দেখার।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.