কলকাতা, 8 সেপ্টেম্বর: আশঙ্কা করা হয়েছিল । বাস্তবে সেটাই হল । চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখার ফলে বাইপাসের বড় অংশ জুড়ে তৈরি হচ্ছে যানজট । এমনকি আজ রবিবার ছুটির দিনেও তা থেকে নিস্তার পাওয়া যায়নি । সেই সূত্রে কলকাতা পুলিশের তরফে চিঠি লেখা হল কলকাতা উন্নয়ন পর্ষদ (KMDA)-কে । চিঠিতে আগামীকাল সকাল আটটার মধ্যে চিংড়িঘাটা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে । সপ্তাহের শুরুর দিনে অফিস টাইমের আগেই চিংড়িঘাটা উড়ালপুল খুলে দিতে চাইছে কলকাতা পুলিশ । লালবাজার সূত্রে পাওয়া গেছে এমনই খবর ।
পুরোনো না হলেও এই চিংড়িঘাটা উড়ালপুলে কিছুদিন আগেই দেখা গেছে ফাটল । সেসময় অবশ্য মেরামতির কাজ করা হয়েছিল কিছুটা । কিন্তু তা যথেষ্ট নয় । KMDA এর বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে রিপোর্ট দেয়, উড়ালপুলের অবস্থা ভালো নয় । আর তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে কিছুদিন আগেই জারি করা হয় একটি বিজ্ঞপ্তি । তাতে বলা হয় ৩০ কিলোমিটারের বেশি গতিতে এই উড়ালপুল দিয়ে যানবাহন চলাচল করতে পারবে না । বেশি গতিতে যান চলাচল করলে সেতুর কম্পন বেশি হয় । তা থেকে বাড়ে দুর্ঘটনার সম্ভাবনা । পাশাপাশি ভারী যান চলাচলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে সেতুতে ।
সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৬ সেপ্টেম্বর রাত ন'টা থেকে বন্ধ করে দেওয়া হয় চিংড়িঘাটা উড়ালপুল । কথা ছিল আগামীকাল রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে এই উড়ালপুল । সেই মর্মে জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি । জানিয়ে দেওয়া হয়েছিল এই সময় নিয়ন্ত্রণ করা হবে বাইপাসে যানচলাচল । কিন্তু নিয়ন্ত্রণের জেরে বাইপাসের বড় অংশে তৈরি হয়েছে যানজট । এমনিতে কম সময়ে এয়ারপোর্ট যাবার জন্য দক্ষিণ কলকাতার মানুষ এই উড়ালপুল ব্যবহার করেন । তাছাড়া সল্টলেকের সরকারি দপ্তর, সেক্টর ফাইভ কিংবা নিউটাউন IT পার্কের কর্মীরাও এই উড়ালপুল ব্যবহার করেন নিত্যদিন । শনিবার সন্ধ্যায় কিংবা রবিবার সকালে যেভাবে যানজট হয়েছে, তাতে আগামীকাল অর্থাৎ সপ্তাহের কাজের শুরুর দিনে বাইপাস স্তব্ধ হয়ে যাবার আশংকা করছে পুলিশ । তাই KMDA-কে লেখা হয়েছে চিঠি ।
আজ রাতের মধ্যেই KMDA উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ করতে পারে কি না সেটাই এখন দেখার ।