কলকাতা, 14 জুলাই: বিতর্ক পিছু ছাড়ছে না SSC-র । আপার প্রাইমারির ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে আবারও অস্বচ্ছতার অভিযোগ উঠল । অভিযোগ, ইন্টারভিউ বোর্ডের সদস্যরা চাকরিপ্রার্থীদের পার্সোনাল শিটে নম্বর পেনে দিলেও ফাইনাল শিটে পেনসিলে নম্বর দিতে বাধ্য হচ্ছেন । গোটা বিষয়টি নিয়ে সমালোচনা ও ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে ।
যোগেশচন্দ্র চৌধুরি কলেজের অধ্যক্ষ পঙ্কজকুমার বিশ্বাস বলেন, "আমার কলেজের কয়েকজন অধ্যাপক ইন্টারভিউ বোর্ডে ছিলেন । তাঁরা নৈতিক সংকটে পড়েছেন । তাঁরা জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের ফাইনাল শিটে পেনসিল দিয়ে নম্বর দিতে হচ্ছে । তাঁদের এটা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । কিন্তু পেনসিল ব্যবহার করে নম্বর দিলেও তাঁদের শিটে স্বাক্ষর করতে হচ্ছে পেনে । " এরপরই পঙ্কজবাবু আপার প্রাইমারি বোর্ডের সংশ্লিষ্ট আধিকারিককে ফোনে জানিয়ে দেন, পেনসিলে নম্বর দেওয়ার নির্দেশ মানতে পারছেন না, তাই তিনি আগামীতে তাঁর কলেজ থেকে আরও কোনও অধ্যাপককে ইন্টারভিউ বোর্ডে পাঠাবেন না ।
আরও পড়ুন: প্রার্থীর নম্বর জানালে প্রভাবিত হতে পারে ইন্টারভিউ প্রক্রিয়া, হাইকোর্টে জানাল SSC
পঙ্কজবাবু আরও বলেন, "আমার নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ নেই। আমার অভিযোগ এই সিস্টেমের বিরুদ্ধে । এটা চলতে দেওয়া যায় না। এভাবে একটা প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে । এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ।" শিটগুলোর ফরেন্সিক টেস্ট ও ইন্টারভিউ বোর্ডে থাকা প্রত্যেকের পলিগ্রাফ টেস্ট করানোর দাবি করেছেন তিনি।
আরও পড়ুন : স্কুল সার্ভিসের সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা প্রকাশ হবে : কমিশন
যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন SSC-র চেয়ারম্যান সৌমিত্র সরকার । তাঁর দাবি এমন কোনও ঘটনাই নাকি ঘটেনি । সৌমিত্রবাবু বলেন, "এরকম কোনও ঘটনাই ঘটেনি। যাঁরা আসছেন তাঁরা তো অভিজ্ঞ লোক। তাঁরা নিশ্চয় সব বোঝেন। এরকম কোনও ঘটনার কথা আমার জানা নেই।"