ETV Bharat / city

অবস্থান-বিক্ষোভে বসে রয়েছেন হবু শিক্ষকরা

author img

By

Published : Dec 1, 2020, 11:05 PM IST

Updated : Dec 2, 2020, 11:38 AM IST

ধিক ধিক করে আগুন আগেই জ্বলছিল ৷ আজ সেই ক্ষোভের আগুন থেকে আমরণ অবস্থান বিক্ষোভ শুরু করলেন আপার প্রাইমারি স্তরের হবু শিক্ষকরা।মালদা, পূর্ব মেদিনীপুর, নদিয়া,কোচবিহার,উত্তর 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রার্থীরা আজ এসে প্রথমে জড়ো হন সল্টলেকে করুণাময়ী বাসস্ট্যান্ডে ৷ পুলিশ চাকরীপ্রার্থী শুনলেই আটক করে ভ্যানে তুলছিল ৷ এই খবর পাওয়ামাত্র অন্যান্য শতাধিক আন্দোলনকারীরা চলে আসেন স্কুল সার্ভিস কমিশনের প্রধান দপ্তর আচার্য সদনের সামনে। সেখানেই বিক্ষোভে সামিল হন চাকরিপ্রার্থীরা ৷

agitation
অবস্থান-বিক্ষোভে বসে রয়েছেন আপারের হবু শিক্ষকরা

কলকাতা,1 ডিসেম্বর : সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত । এখনও স্কুল সার্ভিস কমিশনের প্রধান দপ্তর আচার্য সদনের সামনে অবস্থান-বিক্ষোভে বসে রয়েছেন আপার প্রাইমারি স্তরের হবু শিক্ষকরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, দাবি না মিটলে চলবে অবস্থান। প্রয়োজনে হবে অনশন।

কোচবিহার, মালদা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, উত্তর 24 পরগনা সহ রাজ‍্যের প্রায় সব জেলা থেকেই এদিনের আন্দোলনে অংশগ্রহণ করতে আসেন চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, দীর্ঘ সাত বছর ধরে নিয়োগ নিয়ে রাজ‍্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন টালবাহানা সহ‍্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আজ দাবি ছিনিয়ে নিতে হাজার হাজার প্রার্থী এসে হাজির হয়েছেন আন্দোলনে।

এদিন সকালে বিভিন্ন জেলা থেকে আন্দোলনে অংশগ্রহণ করতে এসেই পুলিশি বাধার সম্মুখিন হতে হয় আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের । করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে বিকাশ ভবন অভিযানের জন্য সল্টলেকে করুণাময়ী বাসস্ট্যান্ডে এসে নামতেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় অনেককেই। উত্তর "চাকরিপ্রার্থী" হলেই ঠাঁই মিলছিল পুলিশ ভ‍্যানে। শুধু বাসস্ট্যান্ড নয়, করুণাময়ীর আশেপাশের অঞ্চলে চাকরিপ্রার্থীদের জমায়েত দেখলেই তুলে নিয়ে যায় পুলিশ। এভাবেই শতাধিক আন্দোলনকারীদের তুলে নিয়ে যাওয়া হয় সল্টলেকের বিভিন্ন পুলিশ স্টেশনে। সঙ্গীদের আটক হওয়ার খবর পেতেই পরিকল্পনা পরিবর্তন করেন রাস্তায় থাকা চাকরিপ্রার্থীরা। তাঁরা চলে আসেন স্কুল সার্ভিস কমিশনের প্রধান দপ্তর আচার্য সদনের সামনে। সেখানে হাজার হাজার প্রার্থী জমায়েত করে স্লোগান তুলে প্রথমে একটি মিছিল ও মিছিল শেষে ফের আচার্য সদনের সামনে এসে অবস্থানে বসে যান। দুপুর গড়িয়ে সন্ধে ও সন্ধে থেকে রাত। শীতের রাতে খোলা আকাশের নিচেই চলতে থাকে আপারের হবু শিক্ষকদের অবস্থান। কোনও অবস্থাতেই দাবি না মিটলে অবস্থান থেকে উঠবেন না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা। প্রয়োজনে অনশনের পথেও হাঁটবেন বলে জানিয়েছেন। এরইমধ্যে বিভিন্ন থানা থেকে আটক করা প্রার্থীদের ছাড়া হলে তাঁরাও এসে উপস্থিত হচ্ছেন অনশন মঞ্চে। অবশেষে আন্দোলনে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত তাঁরা।

কলকাতা,1 ডিসেম্বর : সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত । এখনও স্কুল সার্ভিস কমিশনের প্রধান দপ্তর আচার্য সদনের সামনে অবস্থান-বিক্ষোভে বসে রয়েছেন আপার প্রাইমারি স্তরের হবু শিক্ষকরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, দাবি না মিটলে চলবে অবস্থান। প্রয়োজনে হবে অনশন।

কোচবিহার, মালদা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, উত্তর 24 পরগনা সহ রাজ‍্যের প্রায় সব জেলা থেকেই এদিনের আন্দোলনে অংশগ্রহণ করতে আসেন চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, দীর্ঘ সাত বছর ধরে নিয়োগ নিয়ে রাজ‍্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন টালবাহানা সহ‍্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আজ দাবি ছিনিয়ে নিতে হাজার হাজার প্রার্থী এসে হাজির হয়েছেন আন্দোলনে।

এদিন সকালে বিভিন্ন জেলা থেকে আন্দোলনে অংশগ্রহণ করতে এসেই পুলিশি বাধার সম্মুখিন হতে হয় আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের । করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে বিকাশ ভবন অভিযানের জন্য সল্টলেকে করুণাময়ী বাসস্ট্যান্ডে এসে নামতেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় অনেককেই। উত্তর "চাকরিপ্রার্থী" হলেই ঠাঁই মিলছিল পুলিশ ভ‍্যানে। শুধু বাসস্ট্যান্ড নয়, করুণাময়ীর আশেপাশের অঞ্চলে চাকরিপ্রার্থীদের জমায়েত দেখলেই তুলে নিয়ে যায় পুলিশ। এভাবেই শতাধিক আন্দোলনকারীদের তুলে নিয়ে যাওয়া হয় সল্টলেকের বিভিন্ন পুলিশ স্টেশনে। সঙ্গীদের আটক হওয়ার খবর পেতেই পরিকল্পনা পরিবর্তন করেন রাস্তায় থাকা চাকরিপ্রার্থীরা। তাঁরা চলে আসেন স্কুল সার্ভিস কমিশনের প্রধান দপ্তর আচার্য সদনের সামনে। সেখানে হাজার হাজার প্রার্থী জমায়েত করে স্লোগান তুলে প্রথমে একটি মিছিল ও মিছিল শেষে ফের আচার্য সদনের সামনে এসে অবস্থানে বসে যান। দুপুর গড়িয়ে সন্ধে ও সন্ধে থেকে রাত। শীতের রাতে খোলা আকাশের নিচেই চলতে থাকে আপারের হবু শিক্ষকদের অবস্থান। কোনও অবস্থাতেই দাবি না মিটলে অবস্থান থেকে উঠবেন না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা। প্রয়োজনে অনশনের পথেও হাঁটবেন বলে জানিয়েছেন। এরইমধ্যে বিভিন্ন থানা থেকে আটক করা প্রার্থীদের ছাড়া হলে তাঁরাও এসে উপস্থিত হচ্ছেন অনশন মঞ্চে। অবশেষে আন্দোলনে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত তাঁরা।
Last Updated : Dec 2, 2020, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.