বাগুইআটি, 20 ফেব্রুয়ারি : বাগুইআটির জ্যাংরা এলাকায় মহিলার অস্বাভাবিক মৃত্যু । নাম দীপশিখা দাস(42) ৷ তাঁর স্বামী প্রদীপ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রুজু করেছে বাগুইআটি থানার পুলিশ ।
গতকাল রাত ন'টা নাগাদ দীপশিখাকে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা ৷ কিন্তু তাঁর বাপের বাড়ির কাউকেই এবিষয়ে জানানো হয়নি বলে অভিযোগ ৷ প্রতিবেশীদের কাছ থেকে দীপশিখাকে হাসপাতালে ভরতি করার খবর পান তাঁরা । হাসপাতালে পৌঁছে দীপশিখার নিথর দেহ দেখতে পান । দীপশিখার কী হয়েছিল বারবার জানতে চাইলেও মৃত্যুর সঠিক কারণ বলতে চায়নি তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা ।
দীপশিখার বাড়ির সদস্যদের অভিযোগ, তাঁকে মানসিকভাবে অত্যাচারের পাশাপাশি মারধর করত প্রদীপ । এমনকী তাঁকে বাপের বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতে দেওয়াও হত না । গতকাল রাতেই বাগুইআটি থানার পুলিশ স্বতঃপ্রণদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে ৷ আজ সকালে দীপশিখার স্বামী প্রদীপ দাসকে গ্রেপ্তার করা হয় পুলিশ ৷
পুলিশের অনুমান, অ্যাসিড জাতীয় কিছু পান করাতেই মৃত্যু হয়েছে দীপশিখার । বুধবার সন্ধ্যায় ঠিক কী ঘটেছিল তা জানতে প্রদীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।