ETV Bharat / city

Child Death: রেললাইনের পাশের রেলিংয়ে মাথা আটকে মৃত্যু শিশুর - Child Death

উল্টোডাঙ্গা বাসন্তি কলোনির কাছে রেললাইনের ধারে লোহার রেলিং সংলগ্ন এলাকায় বল নিয়ে খেলছিল ওই শিশুটি(Child Death) । আচমটাই ওই শিশুর মা ঘর থেকে বেরিয়ে এসে দেখে লোহার রেলিংয়ে তার মাথা আটকে গিয়েছে ।

unnatural death of child in Ultadanga
Kolkata police
author img

By

Published : Jul 14, 2022, 11:03 PM IST

কলকাতা, 14 জুলাই: উল্টোডাঙ্গায় রেললাইনের লোহার রডের রেলিংয়ে মাথা আটকে মৃত্যু হল এক শিশুর ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

জানা গিয়েছে, বুধবার দুপুরে নিজে নিজে খেলতে গিয়ে বাড়ির কাছে রেল লাইনের ধারে লোহার রডের রেলিংয়ে মাথা আটকে যায় ওই শিশুটির । গোটা ঘটনাটি দেখতে পায় তার মা । অবশেষে পাড়ার লোকজনকে ডেকে লোহার রেলিং থেকে কোনওভাবে ওই শিশুকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষরক্ষা হল না । হাসপাতালে ওই শিশুকে মৃত ঘোষণা করা হয় ।

পুলিশ সূত্রের খবর, বুধবার দুপুর একটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে । উল্টোডাঙ্গা বাসন্তি কলোনির কাছে রেললাইনের ধারে লোহার রেলিং সংলগ্ন এলাকায় বল নিয়ে খেলছিল ওই শিশু । আচমটাই ওই শিশুর মা ঘর থেকে বেরিয়ে এসে দেখে লোহার রেলিংয়ে তার মাথা আটকে গিয়েছে । এরপর সাহায্যের জন্য তার মা চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে এসে কোনরকমভাবে লোহার রড বেঁকিয়ে ওই শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে । পরে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা(unnatural death of child in Ultadanga) ।

আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে স্নানে নেমে বিপত্তি, অজয়ের জল থেকে উদ্ধার কিশোরের দেহ

ইতিমধ্যেই স্থানীয় উল্টোডাঙ্গা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে । পাশাপাশি এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন কলকাতা পুলিশের ডিসি(ইএসডি) প্রিয়ব্রত রায় ।

কলকাতা, 14 জুলাই: উল্টোডাঙ্গায় রেললাইনের লোহার রডের রেলিংয়ে মাথা আটকে মৃত্যু হল এক শিশুর ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

জানা গিয়েছে, বুধবার দুপুরে নিজে নিজে খেলতে গিয়ে বাড়ির কাছে রেল লাইনের ধারে লোহার রডের রেলিংয়ে মাথা আটকে যায় ওই শিশুটির । গোটা ঘটনাটি দেখতে পায় তার মা । অবশেষে পাড়ার লোকজনকে ডেকে লোহার রেলিং থেকে কোনওভাবে ওই শিশুকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষরক্ষা হল না । হাসপাতালে ওই শিশুকে মৃত ঘোষণা করা হয় ।

পুলিশ সূত্রের খবর, বুধবার দুপুর একটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে । উল্টোডাঙ্গা বাসন্তি কলোনির কাছে রেললাইনের ধারে লোহার রেলিং সংলগ্ন এলাকায় বল নিয়ে খেলছিল ওই শিশু । আচমটাই ওই শিশুর মা ঘর থেকে বেরিয়ে এসে দেখে লোহার রেলিংয়ে তার মাথা আটকে গিয়েছে । এরপর সাহায্যের জন্য তার মা চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে এসে কোনরকমভাবে লোহার রড বেঁকিয়ে ওই শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে । পরে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা(unnatural death of child in Ultadanga) ।

আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে স্নানে নেমে বিপত্তি, অজয়ের জল থেকে উদ্ধার কিশোরের দেহ

ইতিমধ্যেই স্থানীয় উল্টোডাঙ্গা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে । পাশাপাশি এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন কলকাতা পুলিশের ডিসি(ইএসডি) প্রিয়ব্রত রায় ।

For All Latest Updates

TAGGED:

Child Death
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.