ETV Bharat / city

কোথাও দুর্ঘটনা, কোথাও অস্বাভাবিক মৃত্যু; একদিনে শহরে মৃত 8 - 8 people died in Kolkata in 24 hours

একদিনে কলকাতায় 8 জনের মৃত্যু হয়েছে ৷ তার মধ্যে কয়েকজনের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে ৷ সবকিছু খতিয়ে দেখছে পুলিশ ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 3, 2019, 8:07 AM IST

কলকাতা, 3 অগাস্ট : কোথাও অস্বাভাবিক মৃত্যু । কোথাও দুর্ঘটনা ৷ গতকাল সারাদিনে দিনে উদ্ধার হল একের পর এক মৃতদেহ । মৃত্যুর এই ঘটনাগুলো বেশিরভাগই শহরের বৃদ্ধ-বৃদ্ধাদের । রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তাঁদের ।

ঘটনা 1 : গতকাল সকালে টলিগঞ্জে ডায়মন্ডসিটি টাওয়ারের 9তলা থেকে পড়ে মৃত্যু হয় বছর 54-র প্রমোদ জালানের । সকাল 7টা নাগাদ ঘটে এই ঘটনা । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এবং পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, নিজের ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে যান তিনি । তবে এটি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা তা নিয়ে চলছে তদন্ত ।

ঘটনা 2: খিদিরপুরের কাল মার্কস সারণির বাড়ি থেকে উদ্ধার হয় দুই ভাইয়ের পচাগলা দেহ । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । 49/5/H/146 কার্ল মার্কস সরণি রোডের এই বাড়িটিতে ঘটে ঘটনা । মৃতদের নাম ত্রিলোকি গুপ্তা (58) ও ভোলা গুপ্তা (53) । ওই ঘর থেকেই অসুস্থ অবস্থায় উদ্ধার হয় বোন শান্তি গুপ্তা । তাঁকে উদ্ধার করে SSKM-এ নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় । পুলিশের প্রাথমিক ধারণা, ওই ঘর থেকে কার্বন মনোক্সাইড ব্যাপক ভাবে তৈরি হওয়ার কারণেই এই মৃত্যু । তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পরিষ্কার হবে বিষয়টি ঠিক কী ৷

ঘটনা 3: বিজয়গড়ে প্রৌঢ়ার দেহ উদ্ধার । 8/9 বিজয়গড় রোডের বাড়ি থেকে উদ্ধার হয় মায়া দত্তের মৃতদেহ । পরিবারের লোকেদের দাবি, এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই বৃদ্ধা । এর জন্য তাঁর চিকিৎসা চলছিল । পুলিশেরও প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধা ।

ঘটনা 4 : বিধান সরণিতে দুপুরে উদ্ধার হয় বৃদ্ধের দেহ । সুভাষ হকার্স কর্নারে রহস্যজনকভাবে উদ্ধার হয় তাঁর দেহ । ওই মার্কেটের দোকানিরা খবর দেয় পুলিশকে । পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় আর জি কর হাসপাতালে । ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘটনা 5 : ঠাকুরপুকুরে বাড়ির সামনে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার । বেহালার আনন্দ নগর এলাকায় দক্ষিণ বেহালা রোডের ঘটনা । স্থানীয়রা কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ৯২ বছরের বৃদ্ধ । তাঁকে স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । একটি আত্মহত্যা, খুন নাকি নেহাত দুর্ঘটনা তা জানার চেষ্টা করছে পুলিশ ।

ঘটনা 6: বিকেলে জগন্নাথ ঘোষ ঘাটের সামনে হঠাৎই ভেসে ওঠে এক বালকের মৃতদেহ । স্থানীয়রা খবর দেন উত্তর বন্দর থানায় । তারপর পুলিশ এসে উদ্ধার করে দেহ । পরে জানা যায় ওই বালকের নাম সাহিল সাউ । কলকাতা পুলিশের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ উদ্ধার করে দেহটি ।

কলকাতা, 3 অগাস্ট : কোথাও অস্বাভাবিক মৃত্যু । কোথাও দুর্ঘটনা ৷ গতকাল সারাদিনে দিনে উদ্ধার হল একের পর এক মৃতদেহ । মৃত্যুর এই ঘটনাগুলো বেশিরভাগই শহরের বৃদ্ধ-বৃদ্ধাদের । রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তাঁদের ।

ঘটনা 1 : গতকাল সকালে টলিগঞ্জে ডায়মন্ডসিটি টাওয়ারের 9তলা থেকে পড়ে মৃত্যু হয় বছর 54-র প্রমোদ জালানের । সকাল 7টা নাগাদ ঘটে এই ঘটনা । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এবং পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, নিজের ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে যান তিনি । তবে এটি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা তা নিয়ে চলছে তদন্ত ।

ঘটনা 2: খিদিরপুরের কাল মার্কস সারণির বাড়ি থেকে উদ্ধার হয় দুই ভাইয়ের পচাগলা দেহ । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । 49/5/H/146 কার্ল মার্কস সরণি রোডের এই বাড়িটিতে ঘটে ঘটনা । মৃতদের নাম ত্রিলোকি গুপ্তা (58) ও ভোলা গুপ্তা (53) । ওই ঘর থেকেই অসুস্থ অবস্থায় উদ্ধার হয় বোন শান্তি গুপ্তা । তাঁকে উদ্ধার করে SSKM-এ নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় । পুলিশের প্রাথমিক ধারণা, ওই ঘর থেকে কার্বন মনোক্সাইড ব্যাপক ভাবে তৈরি হওয়ার কারণেই এই মৃত্যু । তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পরিষ্কার হবে বিষয়টি ঠিক কী ৷

ঘটনা 3: বিজয়গড়ে প্রৌঢ়ার দেহ উদ্ধার । 8/9 বিজয়গড় রোডের বাড়ি থেকে উদ্ধার হয় মায়া দত্তের মৃতদেহ । পরিবারের লোকেদের দাবি, এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই বৃদ্ধা । এর জন্য তাঁর চিকিৎসা চলছিল । পুলিশেরও প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধা ।

ঘটনা 4 : বিধান সরণিতে দুপুরে উদ্ধার হয় বৃদ্ধের দেহ । সুভাষ হকার্স কর্নারে রহস্যজনকভাবে উদ্ধার হয় তাঁর দেহ । ওই মার্কেটের দোকানিরা খবর দেয় পুলিশকে । পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় আর জি কর হাসপাতালে । ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘটনা 5 : ঠাকুরপুকুরে বাড়ির সামনে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার । বেহালার আনন্দ নগর এলাকায় দক্ষিণ বেহালা রোডের ঘটনা । স্থানীয়রা কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ৯২ বছরের বৃদ্ধ । তাঁকে স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । একটি আত্মহত্যা, খুন নাকি নেহাত দুর্ঘটনা তা জানার চেষ্টা করছে পুলিশ ।

ঘটনা 6: বিকেলে জগন্নাথ ঘোষ ঘাটের সামনে হঠাৎই ভেসে ওঠে এক বালকের মৃতদেহ । স্থানীয়রা খবর দেন উত্তর বন্দর থানায় । তারপর পুলিশ এসে উদ্ধার করে দেহ । পরে জানা যায় ওই বালকের নাম সাহিল সাউ । কলকাতা পুলিশের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ উদ্ধার করে দেহটি ।

Intro:কলকাতা, 3 অগাস্ট: কোথাও দুর্ঘটনা, কোথাও আবার অস্বাভাবিক মৃত্যু। গতকাল গোটা দিনে উদ্ধার হল একের পর এক মৃতদেহ। বড়সড় কোনো ঘটনা, রাজনৈতিক সংঘর্ষ কিংবা দাঙ্গা ছাড়া এমন দিন শহর কলকাতার কবে এসেছে তা মনে করতে পারছেন না কলকাতা পুলিশের রেকর্ড সেকশনের অফিসাররাও। মৃত্যুর এই ঘটনাগুলো ক্ষেত্রে বেশিরভাগই শহরের বৃদ্ধ-বৃদ্ধাদের। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তাদের। Body:ঘটনা 1: গতকাল সকালে টলিগঞ্জে ডায়ামন্ড সিটি টাওয়ারের ৮তলা থেকে পড়ে মৃত্যু হয় বছর ৫৪-র প্রমোদ জালানের। সকাল ৭টা নাগাদ ঘটে এই ঘটনা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এবং পুলিশের ইনভেস্টিগেশন বলছে, নিজের ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে যান তিনি। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা তা নিয়ে চলছে তদন্ত।

ঘটনা 2: খিদিরপুরের কাল মার্কস সারণির বাড়ি থেকে উদ্ধার হয় দুই ভাইয়ের পচাগলা দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। 49/5/H/146 কার্ল মার্ক্স সরণি রোডের এই বাড়িটিতে ঘটে ঘটনা। মৃতদের নাম ত্রিলোকি গুপ্তা (৫৮) ও ভোলা গুপ্তা (৫৩)। ওই ঘর থেকেই অসুস্থ অবস্থায় উদ্ধার বোন শান্তি গুপ্তা। তাঁকে উদ্ধার করে SSKM এ নিয়ে যাবার পথে মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক ধারণা ওই ঘর থেকে কার্বন মনোক্সাইড ব্যাপক ভাবে তৈরি হওয়ার কারণেই এই মৃত্যু। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই পরিষ্কার হবে বিষয়টি ঠিক কি!

ঘটনা 3: বিজয়গড়ে প্রৌঢ়ার দেহ উদ্ধার। ৮/৯ বিজয়গর রোডের বাড়ি থেকে উদ্ধার হয় মায়া দত্তের মৃতদেহ। পরিবারের লোকেদের দাবি, এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই বৃদ্ধা। তাঁর এ বিষয়ে চিকিৎসা করছিল। পুলিশের ও প্রাথমিক ধারণা করেছেন ওই বৃদ্ধা।

ঘটনা ৪: বিধান সরণীতে দুপুরে উদ্ধার হল বৃদ্ধের দেহ। সুভাষ হকার্স কর্নারের রহস্যজনকভাবে উদ্ধার হয় তার দেহ। ওই মার্কেটের দোকানিরা খবর দেয় পুলিশকে। পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় আর জি কর হাসপাতালে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনা ৫: ঠাকুরপুকুরে বাড়ির সামনে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার। বেহালার আনন্দ নগর এলাকায় দক্ষিণ বেহালা রোডে ঘটেছে ঘটনা। স্থানীয়রা কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ৯২ বছরের বৃদ্ধ। তাকে স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। একটি আত্মহত্যা, খুন নাকি নেহাত দুর্ঘটনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

ঘটনা 6: গত বিকেলে জগন্নাথ ঘোষ ঘাটের সামনে হঠাৎই ভেসে ওঠে এক বালকের মৃতদেহ। স্থানীয়রা খবর দেন উত্তর বন্দর থানায়। তারপর পুলিশ এসে উদ্ধার করে ওই দেহ। পরে জানা যায় ওই বালকের নাম সাহিল সাউ। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ উদ্ধার করে দেহটি।
 
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.