ETV Bharat / city

Lalbazar : ফাঁকিবাজি, ঘুষ নেওয়া আটকাতে নাইট পেট্রোলিং বাহিনীর উপর নজরদারি লালবাজারের

রাতের শহরে টহলদারি করা পুলিশের আধিকারিক এবং পুলিশকর্মীদের উপর এবার থেকে নজরদারি চালাবে লালবাজার ৷ কলকাতা পুলিশের বহু কর্মীর বিরুদ্ধে রাতে টহলদারির সময় একাধিকবার কর্তব্যে গাফিলতি এবং ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই এবার সকল কর্তব্যরত পুলিশ এবং টহলদারি ভ্যানের উপর নজর রাখবে লালবাজার ৷

Lalbazar monitoring on night patrol team to prevent taking bribes of their Officers
ফাঁকিবাজি ও ঘুষ নেওয়া আটকাতে নাইট পেট্রোলিং বাহিনীর উপর নজরদারি লালবাজারের
author img

By

Published : Aug 18, 2021, 7:26 PM IST

কলকাতা, 18 অগস্ট : অনেক দিন আগে থেকেই অভিযোগ পাচ্ছিল লালবাজার । অভিযোগ ছিল নাইট পেট্রোলিংয়ে থাকা পুলিশকর্মীরা তাঁদের কর্তব্যে ফাঁকি দিচ্ছেন ৷ সেই সঙ্গে রাস্তায় লরি ও ম্যাটাডোর আটকে ঘুষ নিচ্ছেন বহু পুলিশকর্মী ৷ সেই অভিযোগের ভিত্তিতে এবার অভিনব পদক্ষেপ নিতে চলছে কলকাতা পুলিশের সদর দফতর । আরও বিশেষ করে বলতে গেলে, পদক্ষেপ নিচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ৷

পেট্রোলিং ডিউটিতে থাকার সময়, বিশেষ করে রাতে কলকাতা পুলিশের আধিকারিকদের উপর নজরদারি শুরু করতে চলেছে লালবাজার ৷ কোন ডিভিশনের, কোন ভ্যান কখন, কোথায় মুভ করছে ? কর্তব্যরত পুলিশকর্মীরা কী করছেন ? এবার সেই সব রেকর্ড রাখবে লালবাজার ৷ কলকাতা পুলিশের সদর দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবার রাতের ডিউটিতে ফাঁকিবাজির দিন শেষ ৷

কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রর নির্দেশ মতো, এবার থেকে রাতের ডিউটির সময় কর্তব্যরত পুলিশকর্মীদের জিপ বা ভ্যান নিয়ে রাস্তার সিসিটিভি ক্যামেরার সামনে বা নিচে থাকতে হবে । লালবাজার সূত্রের খবর, কোনও জায়গায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার বা অন্য কোনওরকম অভিযোগ উঠলে, সংশ্লিষ্ট রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি যাচাই করা সম্ভব হবে ৷ কর্তব্য়রত পুলিশকর্মীদের কার্যকলাপে কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো যায়, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

অভিযোগ অনেক সময় কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় কোনও সমস্যা হলে, বা আইনশৃঙ্খলা জনিত সমস্যা দেখা দিলে, সময় মতো পুলিশ ঘটনাস্থলে আসে না । তার জন্য এলাকার পরিস্থিতি খারাপও হয় । জানা গিয়েছে, মূলত এই দায়িত্ব পালন করবে লালবাজারের ট্র্যাফিক বিল্ডিং । পরিচালনায় থাকবেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (ট্র্যাফিক) ও যুগ্ম নগরপাল (সদর) পদমর্যাদার আধিকারিকরা ৷

আরও পড়ুন : Lalbazar : ভুয়োদের ঠেকাতে এবার খোদ পুলিশের অন্দরমহলে গোয়েন্দাগিরি

সম্প্রতি মানিকতলায় দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার অভিযোগ পায় পুলিশ ৷ সেই ঘটনায় এলাকার দু’তরফের বিরুদ্ধে গাড়ি ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে ৷ পাশাপাশি বাসিন্দারা জানায় ঘটনায় পুলিশকে ফোন করা হলেও, তারা অনেকটা সময় পর ঘটনাস্থলে পৌঁছায় ৷ পরে আরও পুলিশ ও রেডিও ফ্লাইং স্ক্যোয়াডের গাড়ি ডাকা হয় । কিন্তু, ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল । কিন্তু, তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা জানতে পারে, ঘটনার দিন রাতে ওই এলাকায় কলকাতা পুলিশের দুটি ভ্যান টহল দিচ্ছিল ৷ তাহলে এই ধরনের অভিযোগ কেন উঠল ?

আরও পড়ুন : Kolkata Police : 75টি পোর্টেবল ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর হাতে পেল লালবাজার

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, ‘‘অনেক সময়ই রাতে কর্তব্যরত পুলিশকর্মীরা টহলদারি ভ্যান রাস্তায় দাঁড় করিয়ে বিশ্রাম নেয় ৷ আবার এলাকার ঠিক কোথায় গন্ডগোল হচ্ছে তাও খুঁজতে খুঁজতে সময় লেগে যায় । ফলে ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়ে যায় পুলিশের । এবার আর এই অভিযোগ যাতে না ওঠে, তার জন্য এই ব্যবস্থা।"

কলকাতা, 18 অগস্ট : অনেক দিন আগে থেকেই অভিযোগ পাচ্ছিল লালবাজার । অভিযোগ ছিল নাইট পেট্রোলিংয়ে থাকা পুলিশকর্মীরা তাঁদের কর্তব্যে ফাঁকি দিচ্ছেন ৷ সেই সঙ্গে রাস্তায় লরি ও ম্যাটাডোর আটকে ঘুষ নিচ্ছেন বহু পুলিশকর্মী ৷ সেই অভিযোগের ভিত্তিতে এবার অভিনব পদক্ষেপ নিতে চলছে কলকাতা পুলিশের সদর দফতর । আরও বিশেষ করে বলতে গেলে, পদক্ষেপ নিচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ৷

পেট্রোলিং ডিউটিতে থাকার সময়, বিশেষ করে রাতে কলকাতা পুলিশের আধিকারিকদের উপর নজরদারি শুরু করতে চলেছে লালবাজার ৷ কোন ডিভিশনের, কোন ভ্যান কখন, কোথায় মুভ করছে ? কর্তব্যরত পুলিশকর্মীরা কী করছেন ? এবার সেই সব রেকর্ড রাখবে লালবাজার ৷ কলকাতা পুলিশের সদর দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবার রাতের ডিউটিতে ফাঁকিবাজির দিন শেষ ৷

কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রর নির্দেশ মতো, এবার থেকে রাতের ডিউটির সময় কর্তব্যরত পুলিশকর্মীদের জিপ বা ভ্যান নিয়ে রাস্তার সিসিটিভি ক্যামেরার সামনে বা নিচে থাকতে হবে । লালবাজার সূত্রের খবর, কোনও জায়গায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার বা অন্য কোনওরকম অভিযোগ উঠলে, সংশ্লিষ্ট রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি যাচাই করা সম্ভব হবে ৷ কর্তব্য়রত পুলিশকর্মীদের কার্যকলাপে কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো যায়, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

অভিযোগ অনেক সময় কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় কোনও সমস্যা হলে, বা আইনশৃঙ্খলা জনিত সমস্যা দেখা দিলে, সময় মতো পুলিশ ঘটনাস্থলে আসে না । তার জন্য এলাকার পরিস্থিতি খারাপও হয় । জানা গিয়েছে, মূলত এই দায়িত্ব পালন করবে লালবাজারের ট্র্যাফিক বিল্ডিং । পরিচালনায় থাকবেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (ট্র্যাফিক) ও যুগ্ম নগরপাল (সদর) পদমর্যাদার আধিকারিকরা ৷

আরও পড়ুন : Lalbazar : ভুয়োদের ঠেকাতে এবার খোদ পুলিশের অন্দরমহলে গোয়েন্দাগিরি

সম্প্রতি মানিকতলায় দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার অভিযোগ পায় পুলিশ ৷ সেই ঘটনায় এলাকার দু’তরফের বিরুদ্ধে গাড়ি ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে ৷ পাশাপাশি বাসিন্দারা জানায় ঘটনায় পুলিশকে ফোন করা হলেও, তারা অনেকটা সময় পর ঘটনাস্থলে পৌঁছায় ৷ পরে আরও পুলিশ ও রেডিও ফ্লাইং স্ক্যোয়াডের গাড়ি ডাকা হয় । কিন্তু, ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল । কিন্তু, তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা জানতে পারে, ঘটনার দিন রাতে ওই এলাকায় কলকাতা পুলিশের দুটি ভ্যান টহল দিচ্ছিল ৷ তাহলে এই ধরনের অভিযোগ কেন উঠল ?

আরও পড়ুন : Kolkata Police : 75টি পোর্টেবল ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর হাতে পেল লালবাজার

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, ‘‘অনেক সময়ই রাতে কর্তব্যরত পুলিশকর্মীরা টহলদারি ভ্যান রাস্তায় দাঁড় করিয়ে বিশ্রাম নেয় ৷ আবার এলাকার ঠিক কোথায় গন্ডগোল হচ্ছে তাও খুঁজতে খুঁজতে সময় লেগে যায় । ফলে ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়ে যায় পুলিশের । এবার আর এই অভিযোগ যাতে না ওঠে, তার জন্য এই ব্যবস্থা।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.