ETV Bharat / city

Union Home Secretary : শুরু হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, বিএসএফের পরিসর বৃদ্ধিই মূল আলোচ্য

সল্টলেকের হিডকো ভবনে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির ইস্যুতে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা ৷ এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ বৈঠকটি শুরু হয় ৷

Union Home Secretary Meeting in HIDCO BHAWAN Kolkata
Union Home Secretary Meeting in HIDCO BHAWAN Kolkata
author img

By

Published : Nov 12, 2021, 1:46 PM IST

Updated : Nov 12, 2021, 1:54 PM IST

কলকাতা, 12 নভেম্বর : সীমান্তবর্তী জেলাগুলিতে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে বেলা সাড়ে বারোটা নাগাদ কলকাতার উপকণ্ঠে নিউটাউনের একটি সরকারি ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লার সঙ্গে রাজ্য সরকারের আমলা এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক শুরু হল । বৈঠক উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং রাজ্য সরকারের অন্যান্য উচ্চপদস্ত আমলারা । বৈঠকে উপস্থিত রয়েছেন সেনাবাহিনী, বিএসএফ কোস্টগার্ড এবং সীমান্ত সংলগ্ন জেলাগুলির জেলাশাসকরাও । এদিকে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল ৷

সরকারিভাবে এই বৈঠকের মূল এজেন্ডা হল সীমান্ত এলাকায় কাঁটাতার বসানো, সীমান্ত সড়ক নির্মাণ, বর্ডার আউট পোস্ট এবং ইন্টিগ্রেটেড চেক পোস্ট নির্মাণের জন্য যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া এবং অগ্রগতি- তাই নিয়ে আলোচনা । তবে জানা গিয়েছে, সম্প্রতি বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্ত লাগোয়া তিন রাজ্যে বিএসএফের ক্ষমতা ও পরিধির ব্যাপ্তি বাড়িয়ে যে নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, সেটাই আলোচনার মূল বিষয় হয়ে উঠতে পারে আজকের এই বৈঠকে ।

সল্টলেকের হিডকো ভবনে শুরু হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক

রাজ্য সরকার প্রথম থেকেই বিএসএফের ক্ষমতা ও পরিধির ব্যাপ্তি বাড়ানোর এই নির্দেশিকা নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছে । আজকের এই বৈঠক রাজ্যের তরফ থেকে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করা হবে। আগামী 17 নভেম্বর বিধানসভায় বিএসএফের পরিধি বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে এক সর্বদলীয় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল ৷ শাসকদল সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷ রাজ্য সরকার মনে করছে, সীমান্ত এলাকায় বিএসএফের পরিধি বৃদ্ধির অর্থ হল রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ ৷ পঞ্জাব সরকারও এবিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করেছে ৷ তারাও বিধানসভায় এই মর্মে প্রস্তাব আনছে ৷

এদিকে আজকেই কোচবিহার জেলার সিতাইয়ে বিএসএফের গুলিতে মারা গিয়েছে তিনজন, যাদের মধ্যে একজন ভারতীয় এবং দু'জন বাংলাদেশি । বিএসএফের বক্ত্যব্য, মৃতরা সকলেই গরুপাচারকারী । বিএসএফের আরও দাবি যে শুক্রবার ভোররাতে সিতাইয়ের চামটা এলাকা দিয়ে বাংলাদেশে গরুপাচার করা হচ্ছিল । সেইসময় বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছন ৷ পাচারকারীদের তাঁরা থামতে বললে হামলা চালায় দুষ্কৃতীরা । আত্মরক্ষার্থে বিএসএফ পাল্টা গুলি চালালে তিনজনের মৃত্যু হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিতাই থানার পুলিশ । বলাই বাহুল্য, এই ঘটনা নিয়েও আলোচনা হবে আজকের এই বৈঠকে ৷

আরও পড়ুন : Union Home Secretary : আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, সীমান্ত সমস্যা নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠক

কলকাতা, 12 নভেম্বর : সীমান্তবর্তী জেলাগুলিতে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে বেলা সাড়ে বারোটা নাগাদ কলকাতার উপকণ্ঠে নিউটাউনের একটি সরকারি ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লার সঙ্গে রাজ্য সরকারের আমলা এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক শুরু হল । বৈঠক উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং রাজ্য সরকারের অন্যান্য উচ্চপদস্ত আমলারা । বৈঠকে উপস্থিত রয়েছেন সেনাবাহিনী, বিএসএফ কোস্টগার্ড এবং সীমান্ত সংলগ্ন জেলাগুলির জেলাশাসকরাও । এদিকে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল ৷

সরকারিভাবে এই বৈঠকের মূল এজেন্ডা হল সীমান্ত এলাকায় কাঁটাতার বসানো, সীমান্ত সড়ক নির্মাণ, বর্ডার আউট পোস্ট এবং ইন্টিগ্রেটেড চেক পোস্ট নির্মাণের জন্য যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া এবং অগ্রগতি- তাই নিয়ে আলোচনা । তবে জানা গিয়েছে, সম্প্রতি বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্ত লাগোয়া তিন রাজ্যে বিএসএফের ক্ষমতা ও পরিধির ব্যাপ্তি বাড়িয়ে যে নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, সেটাই আলোচনার মূল বিষয় হয়ে উঠতে পারে আজকের এই বৈঠকে ।

সল্টলেকের হিডকো ভবনে শুরু হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক

রাজ্য সরকার প্রথম থেকেই বিএসএফের ক্ষমতা ও পরিধির ব্যাপ্তি বাড়ানোর এই নির্দেশিকা নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছে । আজকের এই বৈঠক রাজ্যের তরফ থেকে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করা হবে। আগামী 17 নভেম্বর বিধানসভায় বিএসএফের পরিধি বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে এক সর্বদলীয় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল ৷ শাসকদল সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷ রাজ্য সরকার মনে করছে, সীমান্ত এলাকায় বিএসএফের পরিধি বৃদ্ধির অর্থ হল রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ ৷ পঞ্জাব সরকারও এবিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করেছে ৷ তারাও বিধানসভায় এই মর্মে প্রস্তাব আনছে ৷

এদিকে আজকেই কোচবিহার জেলার সিতাইয়ে বিএসএফের গুলিতে মারা গিয়েছে তিনজন, যাদের মধ্যে একজন ভারতীয় এবং দু'জন বাংলাদেশি । বিএসএফের বক্ত্যব্য, মৃতরা সকলেই গরুপাচারকারী । বিএসএফের আরও দাবি যে শুক্রবার ভোররাতে সিতাইয়ের চামটা এলাকা দিয়ে বাংলাদেশে গরুপাচার করা হচ্ছিল । সেইসময় বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছন ৷ পাচারকারীদের তাঁরা থামতে বললে হামলা চালায় দুষ্কৃতীরা । আত্মরক্ষার্থে বিএসএফ পাল্টা গুলি চালালে তিনজনের মৃত্যু হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিতাই থানার পুলিশ । বলাই বাহুল্য, এই ঘটনা নিয়েও আলোচনা হবে আজকের এই বৈঠকে ৷

আরও পড়ুন : Union Home Secretary : আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, সীমান্ত সমস্যা নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠক

Last Updated : Nov 12, 2021, 1:54 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.