ETV Bharat / city

আঙ্কেলজি, আপনি গেলেই 'উদ্বেগজনক পরিস্থিতির' উন্নতি হবে; রাজ্যপালকে কটাক্ষ মহুয়ার - রাজ্যপাল

আপনি দিল্লিতে ফিরে গেলেই রাজ্যের পরিস্থিতির উন্নতি হবে ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের টুইটের এমনই জবাব দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷

Uncleji only way bengal's situation will inprove if you move back to delhi: Mahua Moitra to jagdeep dhankar
আঙ্কেলজি, আপনি দিল্লি ফিরে গেলেই রাজ্যের উন্নতি হবে; রাজ্যপালকে জবাব মহুয়ার
author img

By

Published : Jun 6, 2021, 2:18 PM IST

Updated : Jun 6, 2021, 2:55 PM IST

নয়াদিল্লি, 6 জুন : আপনি দিল্লিতে ফিরে গিয়ে অন্য কাজ খুঁজে নিলেই রাজ্যের পরিস্থিতির উন্নতি হবে ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) টুইটের এমনই চাঁছাছোলা জবাব দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ এ দিন রাজভবনে রাজ্যপালের 'পরিবারতন্ত্র' নিয়েও তীব্র কটাক্ষ করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷

রবিবার সকালে ফের টুইটে বিস্ফোরণ ঘটান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লেখেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ এই নিয়ে আলোচনার জন্য সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করেছেন তিনি ৷ তিনি লিখেছেন, "রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ নিরাপত্তা ক্ষেত্রে গুরুতরভাবে আপোস করা হচ্ছে ৷ এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এবং ভোট পরবর্তী হিংসা রুখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আমাকে জানানোর জন্য সোমবার 7 জুন মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছি ৷"

আরও পড়ুন: রাজ্যের আইন-শৃঙ্খলা উদ্বেগজনক, ফের টুইট-বাণ রাজ্যপালের; তলব মুখ্যসচিবকে

রাজ্যপালের টুইটের জবাব দিয়ে তাঁকে কড়া ভাষায় বিঁধেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ রাজ্যপালের টুইটটি তুলে ধরে তিনি লিখেছেন, "আঙ্কেলজি, আপনার দুঃখিত মন নিয়ে আপনি দিল্লি ফিরে অন্য কাজ খুঁজে নেওয়াই পশ্চিমবঙ্গের 'উদ্বেগজনক পরিস্থিতির' উন্নতির একমাত্র পথ ৷ কয়েকটি পরামর্শ : 1. সবচেয়ে ভালোভাবে কীভাবে বিরোধীদের আঘাত করতে হবে, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী যোগী অজয় বিশ্তের পরামর্শদাতা, 2. অতিমারিতে কতটা সুচারুভাবে লুকিয়ে থাকা যায়, সে ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শদাতা ৷"

  • Uncleji only way WB’s “grim situation” will improve is if you move your sorry self back to Delhi & find another job.

    Some suggestions:

    1. Advisor to Ajay Bisht YogiCM on how best to Thok Do opposition
    2. Advisor to Home Min on how best to hide during a pandemic https://t.co/oWLW0Ciupg

    — Mahua Moitra (@MahuaMoitra) June 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজভবনে রাজ্যপাল ধনকড় নানা পদে তাঁর পরিবারের নানা ব্যক্তিকে বসিয়ে রেখেছেন বলে তোপ দেগে তার একটি তালিকাও পোস্ট করেছেন মহুয়া ৷ অপর টুইটে সেই তালিকা পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, "আর আঙ্কেরলি, আপনি যখন চলে যাবেন, তখন পশ্চিমবঙ্গের রাজভবনে আপনি যে সম্প্রসারিত পরিবার নিয়ে রয়েছেন, তাঁদেরও নিয়ে যাবেন ৷"

  • And Uncleji- while you’re at it- take the extended family you’ve settled in at WB RajBhavan with you. pic.twitter.com/a8KpNjynx9

    — Mahua Moitra (@MahuaMoitra) June 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই তালিকায় উল্লেখ করা হয়েছে যে, ধনকড়ের শালার ছেলে-সহ তাঁর পরিবারের ঘনিষ্ঠ অনেকেই রাজভবনের নানা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ৷

নয়াদিল্লি, 6 জুন : আপনি দিল্লিতে ফিরে গিয়ে অন্য কাজ খুঁজে নিলেই রাজ্যের পরিস্থিতির উন্নতি হবে ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) টুইটের এমনই চাঁছাছোলা জবাব দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ এ দিন রাজভবনে রাজ্যপালের 'পরিবারতন্ত্র' নিয়েও তীব্র কটাক্ষ করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷

রবিবার সকালে ফের টুইটে বিস্ফোরণ ঘটান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লেখেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ এই নিয়ে আলোচনার জন্য সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করেছেন তিনি ৷ তিনি লিখেছেন, "রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ নিরাপত্তা ক্ষেত্রে গুরুতরভাবে আপোস করা হচ্ছে ৷ এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এবং ভোট পরবর্তী হিংসা রুখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আমাকে জানানোর জন্য সোমবার 7 জুন মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছি ৷"

আরও পড়ুন: রাজ্যের আইন-শৃঙ্খলা উদ্বেগজনক, ফের টুইট-বাণ রাজ্যপালের; তলব মুখ্যসচিবকে

রাজ্যপালের টুইটের জবাব দিয়ে তাঁকে কড়া ভাষায় বিঁধেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ রাজ্যপালের টুইটটি তুলে ধরে তিনি লিখেছেন, "আঙ্কেলজি, আপনার দুঃখিত মন নিয়ে আপনি দিল্লি ফিরে অন্য কাজ খুঁজে নেওয়াই পশ্চিমবঙ্গের 'উদ্বেগজনক পরিস্থিতির' উন্নতির একমাত্র পথ ৷ কয়েকটি পরামর্শ : 1. সবচেয়ে ভালোভাবে কীভাবে বিরোধীদের আঘাত করতে হবে, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী যোগী অজয় বিশ্তের পরামর্শদাতা, 2. অতিমারিতে কতটা সুচারুভাবে লুকিয়ে থাকা যায়, সে ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শদাতা ৷"

  • Uncleji only way WB’s “grim situation” will improve is if you move your sorry self back to Delhi & find another job.

    Some suggestions:

    1. Advisor to Ajay Bisht YogiCM on how best to Thok Do opposition
    2. Advisor to Home Min on how best to hide during a pandemic https://t.co/oWLW0Ciupg

    — Mahua Moitra (@MahuaMoitra) June 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজভবনে রাজ্যপাল ধনকড় নানা পদে তাঁর পরিবারের নানা ব্যক্তিকে বসিয়ে রেখেছেন বলে তোপ দেগে তার একটি তালিকাও পোস্ট করেছেন মহুয়া ৷ অপর টুইটে সেই তালিকা পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, "আর আঙ্কেরলি, আপনি যখন চলে যাবেন, তখন পশ্চিমবঙ্গের রাজভবনে আপনি যে সম্প্রসারিত পরিবার নিয়ে রয়েছেন, তাঁদেরও নিয়ে যাবেন ৷"

  • And Uncleji- while you’re at it- take the extended family you’ve settled in at WB RajBhavan with you. pic.twitter.com/a8KpNjynx9

    — Mahua Moitra (@MahuaMoitra) June 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই তালিকায় উল্লেখ করা হয়েছে যে, ধনকড়ের শালার ছেলে-সহ তাঁর পরিবারের ঘনিষ্ঠ অনেকেই রাজভবনের নানা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ৷

Last Updated : Jun 6, 2021, 2:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.