কলকাতা, 01 জানুয়ারি : ব্রিটেন ফেরত আরও এক ব্যক্তির শরীরে মিলল কোরোনা ভাইরাস। তাঁকে ভরতি রাখা হয়েছে কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল হাসপাতালে। সেখানে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে, কলকাতার এই ব্যক্তির শরীরেও কোরোনার নতুন স্ট্রেন-এর সংক্রমণ ঘটেছে কি না, তা দেখছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
এর আগে ব্রিটেন ফেরত কলকাতার দুই জনের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই দুইজনের মধ্যে একজন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এক আধিকারিকের ছেলে। তাঁর সংক্রমণ কোরোনার নতুন স্ট্রেন-এর কারণে হয়েছে বলে ইতিমধ্যে রিপোর্ট পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে ব্রিটেন ফেরত আরও একজনের শরীরে মিলল কোরোনা ভাইরাস।
এদিকে এর আগে ব্রিটেন ফেরত যে দুই জনের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েছিল, তাঁদের দুজনেই উপসর্গহীন ছিলেন। ব্রিটেন ফেরত আরও যে একজনের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে, তাঁর ক্ষেত্রেও কোনও উপসর্গ নেই বলে জানা গিয়েছে। এই আক্রান্তকে আইডি অ্যান্ড বিজি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তবে, তিনি নতুন স্ট্রেন-এ সংক্রমিত কি না, তা দেখা হচ্ছে। এর জন্য তাঁর নমুনার জিনোম সিকোয়েন্স করে দেখা হবে কল্যাণীতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স-এ।
আরও পড়ুন: কোভিশিল্ড-এ ছাড়পত্র দিল স্বাস্থ্যমন্ত্রক
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, যে সব যাত্রী বিদেশ থেকে আসছেন এরাজ্যে, তাঁদের সকলের নমুনা আরটিপিসিআর পদ্ধতিতে পরীক্ষা করে দেখা হচ্ছে। ইতিমধ্যে যাঁরা বিদেশ থেকে ফিরেছেন, স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, বাড়ি থেকে তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, ব্রিটেন ফেরত আরও যে একজনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে, তাঁর নমুনা তাঁর বাড়ি থেকে সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।