ETV Bharat / city

Molest Allegation Arrest : মৌলালির মোড়ে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই - Two men allegedly Molest a Woman in Kolkata

মঙ্গলবার কলকাতার মৌলালির মোড়ে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে (Two men allegedly Molest a Woman in Kolkata) ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে মুচিপাড়া থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে ৷

Kolkata Crime News
Two Youth Allegedly Molest a Woman : মৌলালির মোড়ে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই
author img

By

Published : Feb 8, 2022, 8:49 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি : খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় মহিলা শ্লীলতাহানির অভিযোগ উঠল মঙ্গলবার ৷ ঘটনাস্থল মৌলালির মোড় । ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ (Two men allegedly Molest a Woman in Kolkata) । ধৃতদের নাম শেখ শাহজাদ এবং দাদকার । আগামিকাল, বুধবার তাদের শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷ জানা গিয়েছে, তাদের নিজেদের হেফাজতে চাইবে মুচিপাড়া থানার পুলিশ ।

অভিযোগ, মৌলালির মোড়ে এদিন বিকেলে এক মহিলা বাসের জন্য অপেক্ষা করছিলেন । আচমকাই দুই যুবক এসে তাঁর সঙ্গে অভদ্র আচরণ করতে শুরু করে । প্রথমেই তাঁর নাম জিজ্ঞাসা করে ৷ নাম বলতে অস্বীকার করায় তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় ৷

অভিযোগ, পরে ওই মহিলার মোবাইল নম্বর চায় ওই দুই যুবক । বিরক্ত হয়ে এক সময় ওই মহিলা কিছুটা দূরে বাসের জন্য অপেক্ষা করতে থাকেন । সেখানেও হাজির হয় ওই দু’জন ৷ সেখানেই মহিলার সঙ্গে অভব্যতা করা হয় ৷ তখন সেখানে উপস্থিত সহনাগরিকদের ওই মহিলা বিষয়টি জানান ৷ তাঁদের পরামর্শে তিনি মুচিপাড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ৷

পরে পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ । কলকাতা পুলিশের ডিজি সেন্ট্রাল রূপেশ কুমার জানান, অভিযুক্তরা পুলিশের ভয়ে অ্যাম্বুল্যান্সে লুকিয়ে ছিল । ওই অ্যাম্বুল্যান্সটিও বাজেয়াপ্ত করা হয়েছে । ওই দুই যুবক অ্যাম্বুল্যান্স চালক বলে পুলিশ জানতে পেরেছে ।

আরও পড়ুন : HC Fine WBSEDCL: ক্ষতিপূরণ বাবদ গ্রাহককে দিতে হবে 6 লক্ষ টাকা, বিদ্যুৎ বন্টন সংস্থাকে নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 8 ফেব্রুয়ারি : খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় মহিলা শ্লীলতাহানির অভিযোগ উঠল মঙ্গলবার ৷ ঘটনাস্থল মৌলালির মোড় । ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ (Two men allegedly Molest a Woman in Kolkata) । ধৃতদের নাম শেখ শাহজাদ এবং দাদকার । আগামিকাল, বুধবার তাদের শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷ জানা গিয়েছে, তাদের নিজেদের হেফাজতে চাইবে মুচিপাড়া থানার পুলিশ ।

অভিযোগ, মৌলালির মোড়ে এদিন বিকেলে এক মহিলা বাসের জন্য অপেক্ষা করছিলেন । আচমকাই দুই যুবক এসে তাঁর সঙ্গে অভদ্র আচরণ করতে শুরু করে । প্রথমেই তাঁর নাম জিজ্ঞাসা করে ৷ নাম বলতে অস্বীকার করায় তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় ৷

অভিযোগ, পরে ওই মহিলার মোবাইল নম্বর চায় ওই দুই যুবক । বিরক্ত হয়ে এক সময় ওই মহিলা কিছুটা দূরে বাসের জন্য অপেক্ষা করতে থাকেন । সেখানেও হাজির হয় ওই দু’জন ৷ সেখানেই মহিলার সঙ্গে অভব্যতা করা হয় ৷ তখন সেখানে উপস্থিত সহনাগরিকদের ওই মহিলা বিষয়টি জানান ৷ তাঁদের পরামর্শে তিনি মুচিপাড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ৷

পরে পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ । কলকাতা পুলিশের ডিজি সেন্ট্রাল রূপেশ কুমার জানান, অভিযুক্তরা পুলিশের ভয়ে অ্যাম্বুল্যান্সে লুকিয়ে ছিল । ওই অ্যাম্বুল্যান্সটিও বাজেয়াপ্ত করা হয়েছে । ওই দুই যুবক অ্যাম্বুল্যান্স চালক বলে পুলিশ জানতে পেরেছে ।

আরও পড়ুন : HC Fine WBSEDCL: ক্ষতিপূরণ বাবদ গ্রাহককে দিতে হবে 6 লক্ষ টাকা, বিদ্যুৎ বন্টন সংস্থাকে নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.