ETV Bharat / city

রোগীকে দেখতে গিয়ে প্রহৃত অন্তঃসত্ত্বা ২ বোন, অভিযোগের তদন্তে হাসপাতাল - আর জি কর হাসপাতাল

রোগীকে দেখতে যাওয়ার জন্য টাকা চাওয়ার অভিযোগ । টাকা না দেওয়ায় বচসা থেকে হাতাহাতি । ২ অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ ।

আক্রান্ত দুই বোন
আক্রান্ত দুই বোন
author img

By

Published : Feb 1, 2020, 5:21 AM IST

কলকাতা, ১ ফেব্রুয়ারি : হাসপাতালে ভরতি পরিজনকে দেখতে গেছিলেন দুই বোন । অভিযোগ, রোগীকে দেখতে দিতে যাওয়ার জন্য তাঁদের কাছে টাকা চান এক নিরাপত্তাকর্মী । টাকা দিতে অস্বীকার করায়, নিরাপত্তাকর্মী এবং আয়াদের সঙ্গে বচসা বাধে । আরও অভিযোগ, তীব্র বচসার সময় দুই বোনকে মারধর করেন অভিযুক্তরা । রোগীর এই দুই পরিজন অন্তঃসত্ত্বা । শুক্রবারের এই ঘটনা আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের । এই ঘটনায় তদন্ত কমিটি গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । আজ এই ঘটনার তদন্ত করা হবে । তদন্তে অভিযুক্তদের দোষ প্রমাণিত হলে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

বেলগাছিয়ার বাসিন্দা দুই বোন অঞ্জু বিবি এবং মঞ্জু বিবি । শুক্রবার দুপুরে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি তাঁদের কাকাকে দেখতে যান । ওই সময় ভিজ়িটিং আওয়ারস ছিল না । অভিযোগ, ভিজ়িটিং আওয়ারস না থাকার জন্য টাকা না দিলে হাসপাতালে ভরতি ওই রোগীর কাছে পরিজনদের যেতে দেওয়া হবে না বলে জানান কর্তব্যরত নিরাপত্তাকর্মী । ২০ টাকা চেয়েছিলেন নিরাপত্তাকর্মী । তবে, টাকা দিতে অস্বীকার করেন দুই বোন । এরপরে তাঁদের সঙ্গে নিরাপত্তাকর্মী এবং আয়াদের বচসা বাধে । দুই বোন বলেন, রোগীকে দেখতে যাওয়ার জন্য হাসপাতাল থেকে দেওয়া কার্ড ছিল‌ । ওই কার্ডের মাধ্যমে একজনকে রোগীর কাছে যেতে দেওয়া হবে বলে প্রথমে জানিয়েছিলেন নিরাপত্তাকর্মী । একজন যেতেও চেয়েছিলেন । অভিযোগ, পরে মত বদল করেন নিরাপত্তাকর্মী । তখনই বচসা বাধে । এই বচসা এক সময় ধাক্কাধাক্কিতে পরিণত হয় ।

দুই বোনের একজন তিনমাসের এবং অন্যজন চারমাসের অন্তঃসত্ত্বা । অভিযোগ, ধাক্কাধাক্কির সময় দুই বোন প্রহৃত হন । তাঁদের একজনের পেটে "লাথি" মারার অভিযোগ উঠেছে । তাঁরা অসুস্থ হয়ে পড়েন । তাঁদের একজন অচৈতন্যও হয়ে পড়েন । এরই মাঝে রোগীর বাড়ির অন্য লোকজন হাজির হন ঘটনাস্থানে । হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের হাতাহাতি শুরু হয় । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে পুলিশ । প্রহৃত এই দুই বোনকে তড়িঘড়ি হাসপাতালে ভরতি নিয়ে চিকিৎসা শুরু করা হয় ।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেননি অভিযোগকারিণীরা । তবে, এই অভিযোগের বিষয়ে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধোধন বটব্যাল বলেন, "তদন্ত কমিটি গড়া হয়েছে । শনিবার তদন্ত করে দেখা হবে । অভিযুক্তদের দোষ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।"

অভিযোগ ওঠার পরে, অভিযুক্তদের বসিয়ে দেওয়া হয়েছে । যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ তাঁদের কাজ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি ।

কলকাতা, ১ ফেব্রুয়ারি : হাসপাতালে ভরতি পরিজনকে দেখতে গেছিলেন দুই বোন । অভিযোগ, রোগীকে দেখতে দিতে যাওয়ার জন্য তাঁদের কাছে টাকা চান এক নিরাপত্তাকর্মী । টাকা দিতে অস্বীকার করায়, নিরাপত্তাকর্মী এবং আয়াদের সঙ্গে বচসা বাধে । আরও অভিযোগ, তীব্র বচসার সময় দুই বোনকে মারধর করেন অভিযুক্তরা । রোগীর এই দুই পরিজন অন্তঃসত্ত্বা । শুক্রবারের এই ঘটনা আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের । এই ঘটনায় তদন্ত কমিটি গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । আজ এই ঘটনার তদন্ত করা হবে । তদন্তে অভিযুক্তদের দোষ প্রমাণিত হলে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

বেলগাছিয়ার বাসিন্দা দুই বোন অঞ্জু বিবি এবং মঞ্জু বিবি । শুক্রবার দুপুরে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি তাঁদের কাকাকে দেখতে যান । ওই সময় ভিজ়িটিং আওয়ারস ছিল না । অভিযোগ, ভিজ়িটিং আওয়ারস না থাকার জন্য টাকা না দিলে হাসপাতালে ভরতি ওই রোগীর কাছে পরিজনদের যেতে দেওয়া হবে না বলে জানান কর্তব্যরত নিরাপত্তাকর্মী । ২০ টাকা চেয়েছিলেন নিরাপত্তাকর্মী । তবে, টাকা দিতে অস্বীকার করেন দুই বোন । এরপরে তাঁদের সঙ্গে নিরাপত্তাকর্মী এবং আয়াদের বচসা বাধে । দুই বোন বলেন, রোগীকে দেখতে যাওয়ার জন্য হাসপাতাল থেকে দেওয়া কার্ড ছিল‌ । ওই কার্ডের মাধ্যমে একজনকে রোগীর কাছে যেতে দেওয়া হবে বলে প্রথমে জানিয়েছিলেন নিরাপত্তাকর্মী । একজন যেতেও চেয়েছিলেন । অভিযোগ, পরে মত বদল করেন নিরাপত্তাকর্মী । তখনই বচসা বাধে । এই বচসা এক সময় ধাক্কাধাক্কিতে পরিণত হয় ।

দুই বোনের একজন তিনমাসের এবং অন্যজন চারমাসের অন্তঃসত্ত্বা । অভিযোগ, ধাক্কাধাক্কির সময় দুই বোন প্রহৃত হন । তাঁদের একজনের পেটে "লাথি" মারার অভিযোগ উঠেছে । তাঁরা অসুস্থ হয়ে পড়েন । তাঁদের একজন অচৈতন্যও হয়ে পড়েন । এরই মাঝে রোগীর বাড়ির অন্য লোকজন হাজির হন ঘটনাস্থানে । হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের হাতাহাতি শুরু হয় । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে পুলিশ । প্রহৃত এই দুই বোনকে তড়িঘড়ি হাসপাতালে ভরতি নিয়ে চিকিৎসা শুরু করা হয় ।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেননি অভিযোগকারিণীরা । তবে, এই অভিযোগের বিষয়ে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধোধন বটব্যাল বলেন, "তদন্ত কমিটি গড়া হয়েছে । শনিবার তদন্ত করে দেখা হবে । অভিযুক্তদের দোষ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।"

অভিযোগ ওঠার পরে, অভিযুক্তদের বসিয়ে দেওয়া হয়েছে । যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ তাঁদের কাজ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি ।

Intro:কলকাতা, ৩১ জানুয়ারি: অভিযোগ, হাসপাতালে ভরতি এক পরিজনকে দেখতে দিতে যাওয়ার জন্য বাড়ির লোকদের কাছে টাকা চেয়েছেন এক নিরাপত্তাকর্মী। টাকা দিতে অস্বীকার করায়, নিরাপত্তাকর্মী এবং আয়াদের সঙ্গে হাসপাতালে ভরতি ওই রোগীর বাড়ির লোকদের বচসা বাঁধে। আরও অভিযোগ, তীব্র বচসার সময় এই রোগীর দুই পরিজনকে মারধর করেন অভিযুক্তরা। রোগীর এই দুই পরিজন অন্তঃসত্ত্বা। শুক্রবারের এই ঘটনা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের। এই ঘটনায় তদন্ত কমিটি গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার, এই ঘটনার তদন্ত করা হবে। তদন্তে, অভিযুক্তদের দোষ প্রমাণিত হলে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Body:বেলগাছিয়ার বাসিন্দা দুই বোন অঞ্জু বিবি এবং মঞ্জু বিবি শুক্রবার দুপুরে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি তাঁদের কাকাকে দেখতে যান। ওই সময় ভিজিটিং আওয়ারস ছিল না। অভিযোগ, ভিজিটিং আওয়ারস না থাকার জন্য টাকা না দিলে হাসপাতালে ভরতি ওই রোগীর কাছে পরিজনদের যেতে দেওয়া হবে না বলে জানান কর্তব্যরত নিরাপত্তাকর্মী। জানা গিয়েছে, ২০ টাকা চেয়েছিলেন নিরাপত্তাকর্মী। তবে, টাকা দিতে অস্বীকার করেন এই রোগীর পরিজনরা। এর পরে তাঁদের সঙ্গে নিরাপত্তাকর্মী এবং আয়াদের বচসা বাঁধে। এমনও জানা গিয়েছে, রোগীকে দেখতে যাওয়ার জন্য হাসপাতাল থেকে দেওয়া কার্ড ছিল‌। ওই কার্ডের মাধ্যমে পরিজনদের একজনকে রোগীর কাছে যেতে দেওয়া হবে বলে প্রথমে জানিয়েছিলেন নিরাপত্তাকর্মী। রোগীর পরিজনদের একজন যেতেও চেয়েছিলেন। তবে, অভিযোগ, পরে মত বদল করেন নিরাপত্তাকর্মী। এর পরে তাঁদের সঙ্গে রোগীর পরিজনদের বচসা বাঁধে। এই বচসা এক সময় ধাক্কাধাক্কিতে পরিণত হয়। এই দুই বোনের একজন তিন মাসের এবং অন্যজন চার মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ, এই ধাক্কাধাক্কির সময় এই দুই বোন প্রহৃত হন। তাঁদের একজনের পেটে 'লাথি' মারার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এই দুই বোন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের একজন অচৈতন্যও হয়ে পড়েন। এর পরে রোগীর বাড়ির অন্য লোকদের সঙ্গে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থানে আসে পুলিশ। এ দিকে, প্রহৃত এই দুই বোনকে তড়িঘড়ি হাসপাতালে ভরতি নিয়ে চিকিৎসা শুরু করা হয়।
Conclusion:শেষ খবর পাওয়া পর্যন্ত, এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেননি অভিযোগকারীরা। তবে, এই অভিযোগের বিষয়ে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধোধন বলেন, "তদন্ত কমিটি গড়া হয়েছে। শনিবার তদন্ত করে দেখা হবে। অভিযুক্তদের দোষ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" এ দিন অভিযোগ ওঠার পরে, অভিযুক্তদের বসিয়ে দেওয়া হয়েছে। এবং, যতক্ষণে তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ তাঁদের কাজ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

_______


ছবি:
wb_kol_03a_rgkar_complain_pic_7203421
এবং
wb_kol_03b_rgkar_complain_pic_7203421
দুই অন্তঃসত্ত্বার ছবি।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.